বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

উচ্চ মাধ্যমিক বাংলা| তৃতীয় সেমেস্টার |মডেল প্রশ্ন |নমুনা প্রশ্ন | H.S Bengali |Model Question |

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমেস্টার

  মডেল প্রশ্ন

সঠিক উত্তরটি নির্বাচন করো :

1. ‘আদরিণী’ গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত ?

(A) পাঁচ                (B) ছয় 

(C) সাত                (D) আট

2. মোক্তার মশাই কত টাকা ব্যয় করে ৫ টাকা জরিমানার হুকুমটি হাইকোর্টে গিয়ে রহিত করেন?

(A) ১২০০ টাকা         (B) ১৫০০ টাকা

(C) ১৭০০ টাকা         (D) ২০০০ টাকা

3. জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলেন

A) উমাচরণ লাহিড়ী           B) ইদামদ্দি শেখ

C) মহারাজা নরেশচন্দ্র           D) নগেন্দ্র বাবু

4. “কল্যাণী বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে।”- কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল

A) ১০ বৈশাখ    B) ১০ জ্যৈষ্ঠ       

C) ১০ আষাঢ়    D) ১০ মাঘ

5. আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কত দিন জীবিত ছিলেন ?

A) এক মাস        B) দুই মাস      

C) তিন মাস        D) চার মাস

6. ‘মীমাংসাভাষ্য’ কার লেখা ? 

A) পতঞ্জলি

B) পাণিনি

C) শবরস্বামী

D) শঙ্করাচার্য

7. ‘বাঙ্গালা ভাষা’ রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়-

A) নারায়ণী

B) নবজীবন

C) উদ্বোধন

D) বঙ্গদর্শন

8. ভাষা যার বাহক-

A) ভাবের

B) অলংকারের

C) কঠিন ব্যাকরণের

D) সংস্কৃতির

9. কবীরের ধর্ম ছিল-

A) গান

B) সত্যের বয়ান

C) উন্মাদনা

D) কবিতা

10. গার্সিয়া লোরকা যে দেশের কবি ছিলেন-

A) ইতালি

B) ফ্রান্স

C) স্পেন

D) কম্বোডিয়া

11. ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা।’ ভ্যান গঘ ছিলেন একজন –

A) কবি

B) সাহিত্যিক

C) চিত্রশিল্পী

D) সংগীত বিশারদ

12. কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন-

A) সুয়োরানি

B) দুয়োরানি

C) দুঃখিনী

D) মহারানি

13. কবির কাছে থাকা জাদু-অশ্ব উট হয়ে যায়-

A) দিগন্ত পেরোলে

B) তপ্ত দিনে

C) মরুতটে

D) মরুপথে

14. বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান-

A) দারুচিনি দ্বীপে

B) খর্জুরের দ্বীপে

C) তেপান্তরে

D) বেনামি বন্দরে

15. দুরপত কোন্ দিন দেবীর জন্য উপোস করেছে?
A) শনিবারে
B) মঙ্গলবারে
C) বৃহস্পতি-শুক্রবারে
D) মঙ্গল-শুক্রবারে

16. “নারী-পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি”-  মিছিল থেকে কাদের নামে জয়ধ্বনি ওঠে ?
A) মারী-আই ও দামা
B) আনন্দ ও দুরপত
C) মোড়ল ও দেবতা
D) মারী-আই ও আনন্দ

17. ‘তার সঙ্গে’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন

A)পাবলো নেরুদা 

B)নবারুণ ভট্টাচার্য 

C)শক্তি চট্টোপাধ্যায়

D) সুভাষ মুখোপাধ্যায়

18. আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা?

A) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

B) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

C) তুলনামূলক ভাষাবিজ্ঞান

D) কোনোটিই নয়

19. ও স্বরধ্বনি হলো

A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত    

B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত

C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত 

D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

20. মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল-

A) ত্রিশটি

B) আটত্রিশটি

C) চল্লিশটি

D) উনচল্লিশটি

21. ‘ল’ ধ্বনিটি হল-

A) কম্পিতধ্বনি

B) পার্শ্বিকধ্বনি

C) উষ্মধ্বনি

D) তাড়িতধ্বনি

22. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল–

A) অভিধান

B) রত্নকোশ

C) রত্নাগার

D) রত্নভাণ্ডার

23. ‘মহাজন’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?

A) শব্দার্থের প্রসার

B) শব্দার্থের রূপান্তর

C) শব্দার্থের সংকো

D) শব্দার্থের অপকর্ষ

24. ‘গবেষণা’ শব্দটির অর্থ ছিল ‘গোরু খোঁজা’ বর্তমান অর্থ ‘কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ’ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে-

A) অর্থের অবনতি

B) অর্থের বিস্তার

C) অর্থের সংকোচ

D) অর্থের রূপান্তর

25. ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে, তিনি হলেন-

A)পাণিনি

B)পতঞ্জলি

C) হরিচরণ বন্দ্যোপাধ্যায় 

D) যাস্ক

26. ‘চিন্তার পোশাক’ (The dress of thought) মতবাদটির প্রবক্তা-

A) স্যামুয়েল ওয়েসলি

B) নোয়াম চমস্কি

C) উইলিয়াম জোন্স

D) ফের্দিনাঁ দ্য সোস্যুর

27. ঢপ কীর্তন – এর প্রবর্তক কে?

A) গৌর হরিদাস মহাপাত্র

B) জগমোহিনী কান

C) রূপচাঁদ অধিকারী

D) অঘোর দাস

28. বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন-

A) রামশংকর ভট্টাচার্য

B) বিষ্ণুপদ চক্রবর্তী

C) যদুভট্ট

D) রবীন্দ্রনাথ ঠাকুর

29. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভিশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা কার কীর্তি ?

A) জগদীশচন্দ্র বসু

B) প্রফুল্লচন্দ্র রায়

C) মহেন্দ্রলাল সরকার

D) সত্যেন্দ্রনাথ বসু

30. ভারতীয় হিসেবে প্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন

A)ডি ডি মুলজি

B) মিহির সেন

C) আরতি সাহা

D) বুলা চৌধুরী 

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

31. জয়রাম মুখোপাধ্যায় _________ টাকা দিয়ে হাতি কিনেছিলেন।

(A) ২০০০ টাকা         (B) ১৫০০ টাকা

(C) ২৫০০ টাকা         (D) ৩০০০ টাকা

32.  “ ___________ ভাষাই অল্পদিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে…।”

A)রাঢ়ের

B)কলকেতার

C)চলিত

D)সাধারণের

33. “তার নাম রেখেছি : __________।”

A) ভালোবাসা

B) বিশ্বাস

C) মায়া

D) অনুভব

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো-

34. (i) হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাঁহার মুছিয়া গেল।

(ii) ইহার পর আর তিনি কাছারি যান নাই।

(iii) তুই তো অন্তর্যামী– তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি?

(iv) আদর, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো।

(A) (i),(ii), (iv), (iii) 

(B) (ii), (iii), (iv), (i)

(C) (iv),(iii), (i), (ii) 

(D) (i),(iii), (iv), (ii)

35. সত্য ও মিথ্যা নির্ণয় করো-

(i) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।

(ii) অর্থ উন্নতির প্রধান উপায়।

(iii) ভাষাকে হতে হবে সাফ ইস্পাতের মতো।

(iv) কলকাতার ভাষাই একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত।

বিকল্পসমূহ :

(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)- মিথ্যা (iv)-মিথ্যা

(B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)- সত্য (iv)-মিথ্যা

(C) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)- সত্য (iv)-সত্য

(D) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য (iv)-সত্য

36. (i) ‘পোটরাজ’ গল্পটি মারাঠি ভাষায় লেখা।

ii)‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চ্যাটার্জি।

(iii) শঙ্কর রাও খারাটের লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে।

(iv) শঙ্কর রাও খারাটের একটি বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস ‘তারাল অন্তরাল’।

বিকল্পসমূহ :

A) (i)-সত্য, (ii)-সত্য, (ii)-সত্য, (iv)-সত্য

B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা

C) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

D) (i)-সত্য (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য।

37. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-ক

স্তম্ভ-খ

a. অভিধানবিজ্ঞান

i) স্যোসুর

b. তুলনামূলক ভাষাবিজ্ঞান

ⅱ) চমস্কি

c. মনোভাষাবিজ্ঞান

ⅲ) উইলিয়াম জোন্স

d. শৈলীবিজ্ঞান

iv) থমাস এলিয়েট

বিকল্পসমূহ :

A)a-i, b-iii, c-iv, d-ii

B)a-ii, b-iv, c-i, d-iii

C)a-iv, b-iii, c-ii, d-i

D)a-iv, b-i, c-iii, d-ii

৩৮। 

        ক – স্তম্ভ

    খ- স্তম্ভ

i) উঠগো ভারতলক্ষ্মী

a.রবীন্দ্রনাথ ঠাকুর 

(ii) মায়ের দেওয়া মোটা কাপড়

b.শিবদাস বন্দ্যোপাধ্যায়

(iii) আমরা করব জয়

c. রজনীকান্ত সেন

(iv) গহন কুসুমকুঞ্জ-মাঝে

d. অতুলপ্রসাদ সেন

বিকল্পসমূহ:

A) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

C) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d

D) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d

বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

39. বিবৃতি (A): আমার জন্যে অপেক্ষা করো।

কারণ (R): সময়টা খুব সুবিধের না।

বিকল্পসমূহ:

A) A ঠিক, R ভুল

B) A ভুল, R ঠিক

C) A ও R উভয়ই ঠিক এবং R. A-এর সঠিক কারণ

D) A এবং R উভয়ই ভুল।

40. সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো:

বিবৃতি: পীরগঞ্জে গিয়ে  নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে।

কারণ: (i) সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়।

কারণ: (ii) ঘোড়ার গাড়ির পথ নেই।

(A) (i) ও (ii) সঠিক

(B) (i) সঠিক (ii) ভুল

(C) (i) ও (ii) ভুল

(D) (i) ভুল (ii) সঠিক

উত্তরপত্রের জন্য PDF ডাউনলোড করুন 👇

Scroll to Top