উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২২|HS Bengali Suggestion 2022|
উচ্চমাধ্যমিক
বাংলা সাজেশন ২০২২
কিছু কথা :
গতবছরের মতো এই বছরও অর্থাৎ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে কোভিড-১৯ এর কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলে
তেমন ক্লাস হয়নি । তোমরা বাড়িতে
গৃহশিক্ষকের কাছে, প্রাইভেট টিউটর,
অনলাইন ক্লাস কিংবা নিজে নিজে যেসব পড়াশোনা করেছ সেখান থেকেই তোমাদের পরীক্ষা
দিতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস কিছুটা সংক্ষেপ করেছে। আমি তোমাদের
কথা ভেবে সংশোধিত সিলেবাস অনুসারে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২ সালের জন্য যেসব গুরুত্বপূর্ণ সেগুলো সাজেশন আকারে তুলে ধরলাম ।
সংশোধিত
সিলেবাস :
মূল সিলেবাস থেকে যেগুলো বাদ
গেছে –
সাহিত্যচর্চা গল্প থেকে
‘কে
বাঁচায়, কে বাঁচে’
সাহিত্যচর্চা কবিতা থেকে ‘শিকার’
পূর্ণাঙ্গ গ্রন্থ ‘আমার বাংলা’ থেকে
‘কলের কলকাতা’
বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে
‘বাংলা
গানের ধারা’ অধ্যায় এবং
ভাষা থেকে ‘শব্দার্থতত্ত্ব’।
‘ক’ বিভাগ (নম্বর:৫০)
১। অনধিক একশো পঞ্চাশ
শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫। (গল্প)
ভাত – মহাশ্বেতা দেবী
১|১ “ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে |”- এখানে কার কথা বলা হয়েছে?
‘ফুটন্ত ভাতের গন্ধ’ কেন তাকে উতলা করে?
১|২ ” পেটে ভাত নেই বলে
উচ্ছব প্রেত হয়ে আছে |”- কীভাবে উচ্ছব প্রেত হয়ে গিয়েছিল ? কীভাবেই বা সে
আবার মানুষ হয়ে উঠল ?
১|৩ “আসল বাদাটার খোঁজ
করা হয় না আর উচ্ছবের |”- উচ্ছব আসল
বাদা খুঁজতে যেতে পারে না কেন ?
১|৪ ” দাঁতগুলো বের করে
সে কামটের হিংস্র ভঙ্গি করে |”- কে,
কার প্রতি এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো |
১|৫ “উচ্ছবের সংসার মাটিতে লুটোপুটি গেল |”- উচ্ছব কে ? তার সংসার কীভাবে মাটিতে
লুটোপুটি গেল ?
ভারতবর্ষ-
সৈয়দ মুস্তাফা সিরাজ
☆১।৬
‘হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- কোন্ দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে ?
১।৭ “তারপরই দেখা গেল
এক অদ্ভুত দৃশ্য।”- কী প্রসঙ্গে লেখক একথা বলেছেন ? অদ্ভুত দৃশ্যটি কী তা
নিজের ভাষায় লেখো।
১।৮ “দেখতে দেখতে
প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারদিকে।”- কাকে নিয়ে উত্তেজনা ছড়াল? কীভাবে তা
ছড়িয়ে পড়ে? উত্তেজনা কীভাবে প্রশমিত হল?
১।৯ “কতক্ষণ সে মারমুখী
জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে”- সে কে? জনতা মারমুখী হল কেন? মারমুখী
জনতার কী অবস্থা হল?
২। অনধিক
একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫ (কবিতা)
রূপনারানের
কূলে
-রবীন্দ্রনাথ ঠাকুর
২|১ ” সে কখনও করে না
বঞ্চনা।”–কে কখনো বঞ্চনা করে না ? কবি কীভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন ?
২|২ ” রূপনারানের কূলে/
জেগে উঠিলাম।”–বক্তা কে ? তিনি রূপনারানের কূলে জেগে উঠে কী দেখেছিলেন ?
২|৩ ” সত্য যে কঠিন
“–এই উপলব্ধিতে কবি কীভাবে পৌঁছলেন তা ‘ রূপনারানের কূলে’ কবিতা অবলম্বনে
লেখো।
আমি
দেখি – শক্তি চট্টোপাধ্যায়
২|৪ ” তাই বলি গাছ তুলে আনো “- পাঠ্য
কবিতা অনুসরণে লেখো কবি কেন গাছ তুলে আনতে বলেছেন ?
২|৫ ‘আমি দেখি’ কবিতায় কবি কী দেখতে চেয়েছেন ও কেন
দেখতে চেয়েছেন ?
২|৬ ” শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ
খায়।”–শহরের অসুখ কী ? এখানে কবির কোন অভিপ্রায় ব্যক্ত হয়েছে ?
ক্রন্দনরতা
জননীর পাশে
– মৃদুল দাশগুপ্ত
২।১১
‘ক্রন্দনরতা জননীর পাশে’ – কবিতায় কবি জননীকে ‘ক্রন্দনরতা’ বলেছেন
কেন ? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন?
২।১২ “সেই কবিতায় জাগে “-কবি কার কথা বলছেন? কবিতাটির বিষয়বস্তু
উল্লেখ করে কবির এমন কথা বলার কারণ ব্যাখ্যা
করো।
৩।৩ অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি
প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫ (নাটক)
নানা রঙের দিন-
অজিতেশ
বন্দ্যোপাধ্যায়
৩।১ ‘আমাদের দিন ফুরিয়েছে’-
কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা কর।
৩।২ ‘ “যারা বলে ‘নাট্যাভিনয়
একটি পবিত্র শিল্প’- তারা সব গাধা”- বক্তার এই মনোভাবের কারণ কী?
অথবা
“তোমার ওই পাবলিক… কাউকে বিশ্বাস করিনা”- বক্তার বিশ্বাস না করার কারণ কী ?
☆৩।৩ “দেখেছ রজনী চাটুজ্জে ইজ রজনী
চাটুজ্জে-মরা হাতি সোয়া লাখ।”- উক্তিটির আলোকে রজনী চরিত্রটি বিশ্লেষণ করো।
৩।৪ “আপনার মতো লোকের
এত দুঃখ …।”-কে কাকে একথা বলেছে? উদ্দিষ্ট ব্যক্তির দুঃখের বর্ণনা দাও।
৩।৫ “ওরই মধ্যে কোথাও
যেন আগুন লুকিয়েছিল।”- কোন প্রসঙ্গে কে একথা বলেছে? বক্তার এমন মন্তব্যের
কারণ কী ?
☆৩।৬
“শিল্পকে যে মানুষ ভালোবেসেছে-তার বার্ধক্য নেই কালীনাথ।”-কোন প্রসঙ্গে
কথাটি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো ।
☆৩।৭
“এই তো জীবনের সত্য কালীনাথ।”- জীবনের সত্য বলতে বক্তা কী বুঝিয়েছেন?
বক্তা কীভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অনুসরণে লেখো।
৩|৮ “ আমাদের মনে হয় এর নাম
হওয়া উচিত অভাব নাটক ।”- অভাবের চিত্র ‘বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।
৩।৯ ‘এই ঘরের মধ্যে জীবনকে
উপলব্ধি করা যাবে না’ – জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? তাঁর অভিজ্ঞতার
পরিচয় দাও।
৩।১০ ‘হঠাৎ যেন আমার চোখ
খুলে গেল’ – এই উপলব্ধি কার ? কীভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ?
৩।১১ ‘কোথাও জীবনের খোরাক,
হাসির খোরাক নেই’ – বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ?
☆৩।১২
“এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।”- সংলাপটি কার? কোন প্রসঙ্গে কেন
কথাটি বলা হয়েছ ?
৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি
প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
(আন্তর্জাতিক কবিতা )
পড়তে জানে এমন
এক মজুরের প্রশ্ন
-ব্রেটল্ট ব্রেখট
৪।১ ‘পাতায় পাতায়
জয়,/জয়োৎসবের ভোজ বানাত কারা ?’- ‘পাতায় পাতায় জয়’ কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে
চেয়েছেন ? জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের সম্পর্কে কবির কী বক্তব্য ?
৪।২ ‘চিনের প্রাচীর যখন শেষ
হল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?’ – চিনের প্রাচীর কী ? চিনের প্রাচীরের
কারিগরদের সম্পর্কে কবির এমন উক্তির কারণ কী ? ২+৩
৪।৩ ‘কত সব খবর ! কত সব
প্রশ্ন!’ – কিসের খবরের কথা এখানে বলা হয়েছে ? ‘কত সব প্রশ্ন’ বলতেই কবি কী বুঝিয়েছেন
?
ভারতীয়
গল্প : অলৌকিক-
কর্তার সিং দুগগাল
☆৪।৪ “গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও
শুনেছি।”- কে শুনেছেন ? কোন গল্পটা? গল্পটি সংক্ষেপে লেখো।
অথবা, “গল্পটা মনে পড়লেই হাসি পেত।“- কোন্ গল্পের
কথা বলা হয়েছে ? বক্তার গল্প শুনে হাসি পাওয়ার কারণ কী ?
৪।৫ ” মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা
শোনালেন…”- ঘটনাটি উল্লেখ করো।ঘটনাটি বক্তার মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি
করেছিল ?
অথবা, “চোখের জলটা তাদের জন্য।”- বক্তা
কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন ? কোন ঘটনায় বক্তার এমন উপলব্ধি সেটি লেখো।
৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি
প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫
আমার বাংলা
– সুভাষ মুখোপাধ্যায়
ছাতির বদলে হাতি :
৫|১
“চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল।“- চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙে
পড়েছিল ?
৫|২
“ নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে সে চলল ।“- কার কথা বলা
হয়েছে ? নতুন ছাতি সে কীভাবে পেল ?
গারো পাহাড়ের নিচে :
☆৫।৩
“প্রজারা বিদ্রোহী হয়ে উঠল।”- কার নেতৃত্বে কেন প্রজারা বিদ্রোহী হয়ে
উঠেছিল? বিদ্রোহের ফল কী হয়েছিল ?
৫।৪ হাজং’ শব্দের অর্থ কী ? হাজং দের জীবনযাত্রার যে পরিচয় পাওয়া যায় তা নিজের
ভাষায় লেখ ।
মেঘের গায়ে জেলখানা :
৫।৫ “জেলখানায়
হামেশাই হচ্ছে।”- কোন জেলখানার কথা বলা হয়েছে ? সেখানে কী হামেশাই হয় ?
৫।৬
“গাঁয়ের লোক ঠাট্টা করে বলে-চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে
ডাকাত।”- সাধু কে ? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা
নিজের ভাষায় লেখো।
হাত বাড়াও :
৫।৭ “তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো ।”– কার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে ? তাকে কেন এবং কীভাবে সাহায্য করতে হবে
বলে লেখক মনে করেন ?
৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর
দাও । ৫x১=৫
ভাষা
☆৬।১
গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
৬।২ ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ?
প্রত্যেকটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
৬।৩
উদাহরণ সহ ‘গুচ্ছধ্বনি’ ও ‘যুক্তধ্বনি’র পরিচয় দাও।
৬।৪ প্রত্যয় কাকে বলে ? ব্যবহারিক প্রয়োগের অবস্থান
অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী ? প্রত্যেক ভাগের উদাহরন দাও।
☆৬।৫ ন্যূনতম শব্দজোড় ,
জোড়কলম শব্দ ও মুণ্ডমাল শব্দ কী ? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
৬|৬
বাক্য বিশ্লেষণ এর অব্যবহিত উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো ।
বাঙালির
শিল্প
সাহিত্য সংস্কৃতি
৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন দুটি প্রশ্নের উত্তর
দাও । ৫x২=১
গানের
ইতিহাস
৭।১ বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর /অতুলপ্রসাদ সেন/ কাজী নজরুল
ইসলামের অবদান আলোচনা করো।
৭।২ বাংলা লোকসংগীত বলতে কী বোঝ ? লোকগীতির দুইটি
বৈশিষ্ট্য উল্লেখ করে তোমার এলাকায় প্রচলিত যে কোন একটি লোকসংগীত সম্পর্কে
সংক্ষিপ্ত বিবরণ দাও ।
চিত্রকলার ইতিহাস
☆৭।৩
‘ভারতমাতা’ ছবিটি কার আঁকা ? বাংলা চিত্রকলার ইতিহাসে এই চিত্রশিল্পীর গুরুত্ব
সংক্ষেপে আলোচনা করো ।(অবনীন্দ্রনাথ ঠাকুর)
৭।৪ বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ অথবা
যামিনী রায় এর অবদান আলোচনা কর ।
সিনেমার
ইতিহাস
☆৭।৫ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়/ঋত্বিক
ঘটক/ মৃণাল সেন/ তপন সিংহের অবদান আলোচনা করো।
৭|৬ বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
।
বিজ্ঞান চর্চার ইতিহাস
৭।৭ বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র
বসু / প্রফুল্লচন্দ্র রায় / মেঘনাদ সাহার অবদান সংক্ষেপে আলোচনা করো।
৮। অনধিক
৪০০ শব্দে যে- কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর ।১০x১=১০
৮।১ মানস মানচিত্র অবলম্বনে
প্রবন্ধ রচনা কর ।
ক) চরিত্র গঠনে খেলাধুলা
খ) বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী
গ) শিক্ষা বিস্তারে গণমাধ্যম
ঘ) ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য
ঙ) আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা
চ) ভ্রমণ : শিক্ষার অঙ্গ
৮।২ প্রদত্ত অনুচ্ছেদটিকে
প্রস্তবনা বা
ভূমিকাস্বরূপ গ্রহন করে বিষয়ের গভীরে
প্রবেশ করে , পরিণতি দানের
মাধ্যমে একটি
পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :
ক) লোকসংস্কৃতি অথবা
সাহিত্যপাঠ
খ) শান্তি ও ঐক্য অথবা
তরুণের স্বপ্ন
গ) দেশসেবা / স্বদেশপ্রেম অথবা
মানবতন্ত্র
ঘ) সবার উপরে মানুষ সত্য
৮।৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ
করে
স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে
প্রবন্ধ রচনা করো ।
বিতর্কের বিষয় –
ক) শিক্ষাক্ষেত্রে দলীয়
রাজনীতি
খ) অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল প্রথা
গ) ইংরেজি মাধ্যম স্কুলই
ছাত্রছাত্রীর সার্বিক কল্যাণ করতে পারে
ঘ) শিক্ষার মাধ্যম হিসাবে
মাতৃভাষাই একমাত্র পথ নয়।
ঙ) ইন্টারনেটের যুগে সাহিত্য
পাঠের প্রয়োজন নেই।
চ) পরীক্ষায় প্রাপ্ত নম্বর
সাফল্যের একমাত্র মাপকাঠি নয়।
ছ) চলভাষ ছাড়া চলমান জগৎ অচল
৮।৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে
প্রবন্ধ রচনা কর
।
☆ক)
জীবনানন্দ দাশ
খ) শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
☆গ )
মাইকেল মধুসূদন দত্ত
ঘ) আশাপূর্ণা দেবী
ঙ) সুভাষ মুখোপাধ্যায়
চ) ত্রয়ী
(বিভূতিভূষণ,তারাশঙ্কর,মানিক) বন্দ্যোপাধ্যায়
ছ) সৈয়দ মুজতবা আলী
জ) সৈয়দ মুস্তাফা সিরাজ
ঝ) সুনীল গঙ্গোপাধ্যায়
সাজেশনের সাজেশন :
যারা সহজে পাশ করতে চাও:
গল্প থেকে ভারতবর্ষ, কবিতা থেকে রূপনারানের কূলে,
নাটক থেকে নানা রঙের দিন,
আন্তর্জাতিক কবিতা ও ভারতীয়
গল্পের মধ্যে ভারতীয় গল্প অলৌকিক ,
আমার বাংলা থেকে ছাতির বদলে হাতি,
শিল্প সাহিত্য সংস্কৃতির
ইতিহাস থেকে সিনেমার ইতিহাস,চিত্রকলার ইতিহাস
এবং ভাষা থেকে ভাষাবিজ্ঞানের মূল শাখা কয়টি ও কী কী তাদের সংক্ষেপে আলোচনা করো।
গঠনগত দিক
থেকে বাক্য কয় প্রকার ও কী কী উদাহরণসহ আলোচনা করো ।
প্রবন্ধ থেকে কবি সাহিত্যিকদের জীবনী
PART -B ‘খ’ বিভাগ’-এর
MCQ ও SAQ প্রশ্নের জন্য নীচে ক্লিক করুন –👇
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন-২০২২ 👇
🎯 প্রশ্ন নির্মাণে_ পলাশ
সরকার