সংলাপ|সংলাপ রচনা| sanglap rachona|সংলাপ রচনার খুঁটিনাটি | সংলাপ রচনা শিখুন সহজে | সংলাপ রচনার Tips | সংলাপ রচনার উদাহরণ | BanglaSahayak.com


সংলাপ রচনা :
সংলাপ কী ? 
সহজে বলতে গেলে সংলাপ হল কিছু মানুষের কথাবার্তা। কথা তো আমরা সারাদিনই বলি  বন্ধুদের সঙ্গে, টিচারদের সঙ্গে ,মোবাইলে তার সাথে- হ্যাঁ এগুলোই সংলাপ। সংলাপ হল কথোপকথন। ইংরেজিতে Dialogue. 

দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কথাবার্তাই হলো সংলাপ বা কথোপকথন। সংলাপের দ্বারা একটি বক্তব্য বিষয়কে সর্বসম্মুখে তুলে ধরা যেতে পারে । সেই কাজটি করতে গিয়ে সংলাপের উঠে আসে নানা প্রসঙ্গ সমস্ত কিছুই বিষয়টিকেে যথাযথভাবে প্রকাশের সহায়ক হওয়া চাই। 


সংলাপ রচনা জন্য জরুরী কতকগুলি বিষয় :

(এক)
 যে বিষয়ে সংলাপ রচনা করা হবে সে বিষয়টি সম্পর্কে প্রথমেই ভালোভাবে ভাবনা-চিন্তা করে নিয়ে তারপর রচনা কার্যে অগ্রসর হতে হবে।

(দুই)
 বিষয় কেন্দ্রিক সংলাপের বিষয়ে যথাযথ উপস্থাপনা থাকবে তাছাড়া সমস্ত সংলাপের মধ্যে থাকবে একটি সুসংহত সামঞ্জস্যবোধ।

(তিন)
  বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টি করে সংলাপ রচনা করতে হবে। সংলাপের মধ্য দিয়ে চরিত্রের প্রকৃতি প্রতিফলিত হয় আবার চরিত্রের স্বরূপ বুঝে নিয়ে সে অনুযায়ী সংলাপ রচনার প্রয়োজন আছে। একজন বৃদ্ধের মুখে ছেলেমানুষের মতো সংলাপ ব্যবহারে তাকে উন্মাদ বলে মনে হতে পারে  ঠিক সেরকমই শিশুর মুখে বৃদ্ধের মতো সংলাপ ব্যবহার হাস্যকর।

(চার)
 দীর্ঘ বিবরণধর্মী সংলাপ রচনা পরিহার করতে হবে।

(পাঁচ)
 সংলাপের ভাষা হবে সহজ,সরল,বোধগম্য, প্রাঞ্জল,সাবলীল ।

(ছয়)
 বাক্য হবে সংক্ষিপ্ত এবং তাতে গতিময়তা থাকবে ।

(সাত)
আয়তনের দিক থেকে সংলাপকে দীর্ঘায়িত না করে যথাযথ। 

(আট)
সংলাপ হবে আন্তরিক, বুদ্ধিদীপ্ত।

(নয়)
পূর্ববর্তী সংলাপের সঙ্গে পরবর্তী সংলাপের যোগসূত্র অবশ্যই রক্ষা করতে হবে।

(দশ)
 সংলাপ রচনার ক্ষেত্রে যথাযথ যতি ও ছেদ চিহ্ন ব্যবহার করতে হবে।


সংলাপ রচনার দৃষ্টান্ত :

১. নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
(মাধ্যমিক পরীক্ষা : ২০১৭)

উঃ

অঙ্কিতা  :  মাধ্যমিক পাশ করার পর তুই তো উচ্চমাধ্যমিক পড়বি ? আমার ভাই এই মাধ্যমিকেই পড়াশুনো থমকে যাবে ।

নন্দিতা  :  দুঃখ করার কিছু নেই । আমারও তো এখন সেই একই অবস্থা । মা-বাবা এখন থেকেই সে কথা জানিয়ে দিয়েছেন ।

অঙ্কিতা :  স্বাধীনতা শব্দের অর্থ শুধুমাত্র আকারেই বেড়েছে । নারীর ক্ষেত্রে তা বেশির ভাগ সময় সে সবের কোনো অর্থই নেই ।

নন্দিতা : বলতো ! এই পড়াশুনা নিয়ে কতটা এগুতে পারি আমরা ।

অঙ্কিতা : আমাদের বাবা-মাদের বোঝাতেই হবে । আর তাদের মাথা থেকে সরাতে হবে তাড়াতাড়ি মেয়েদের বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা ।

নন্দিতা : মনে নেই আবার, সে সব কথা মনের মধ্যে গেঁথে আছে । সত্যিকারের নারী স্বাধীনতার হদিস তো ওখানেই পেয়েছিলাম ।

অঙ্কিতা : আর্থিক স্বাধীনতা ছাড়া নারী স্বাধীনতার কোনো অর্থই হয় না । অতএব এবার আমাদের শপথ নিতে হবে, যেমন করেই হোক পড়াশুনোটা আমাদের চালিয়ে যেতে হবে ।

২. কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

(মাধ্যমিক পরীক্ষা -২০১৮)

উ: নিজেরা চেষ্টা করো।

৩. বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।        (মাধ্যমিক পরীক্ষা -২০১৯)

উঃ- 

  প্রিয়ম  : দেখলি, আমাদের স্কুলের সামনে এত বড়ো একটা বকুল গাছ কেটে ফেলা হল । শুনলাম ওখানে ফ্ল্যাট বানানো হবে ।


 সায়ন : আর বলিস না ! মনটা এত খারাপ লাগছে, যে ওদিকে আর তাকাতেই পারছি না । সেই কোন ছোটবেলায় প্রথম স্কুলে আসার দিনটা থেকে গাছটার সঙ্গে বন্ধুত্ব, চেনাশোনা । মনে আছে, ছুটির পরে ওই বিশাল গাছটার নীচে বাঁধানো বেদিটায় চড়ে কত খেলেছি ।


 প্রিয়ম : সভ্যতার গর্বে উন্মত্ত মানুষ যেন ভুলেই গিয়েছে গাছের অবদান । নগরায়ণের এই হামলে পড়া নেশায় তরাই থেকে সুন্দরবন— সর্বত্রই চলেছে অরণ্যনিধনের এই যজ্ঞ ।


 সায়ন : কেউ একবার অন্তত এটাও ভেবে দেখবে যে, এতে ক্ষতি আখেরে নিজেদেরই । এই ভয়ানক লোভে তো মানুষের নিজের সভ্যতাকেই ধ্বংস করছে । পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, মেরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে পৃথিবীর জল স্তর, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য— গাছপালা কমে যাওয়ায় অতিবেগুনি রশ্মিও নির্বিরোধে প্রভাব ফেলছে পরিবেশের ওপরে । সব মিলিয়ে নানান অসুখবিসুখের প্রকোপও বেড়েই চলেছে ।


প্রিয়ম : শুধু তাই নয়, তুই কি জানিস, বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের আয়তনের তুলনায় ভূভাগের পরিমাণ যখন ৩৫ শতাংশের নীচে নেমে যাবে, তখনই সেই দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে । ভারত-সহ পৃথিবীর বহু দেশই এখন এই সমস্যার সম্মুখীন ।

 

সায়ন  আসলে কী বল তো, ‘একটি গাছ একটি প্রাণ’— এই বাক্যটিকে নিছক স্লোগান নয়, জীবনযাপনের অনিবার্য শর্ত করে তুলতে হবে । না ইলে এই ভয়ানক ধ্বংসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না ।

৪. মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

(মাধ্যমিক পরীক্ষা -২০২০)

বিভাস : কী রে পরেশ, এইতো মাধ্যমিক পরীক্ষা দিলি, বই-খাতা নিয়ে কোথায় চললি?

পরেশ : টিউশনে যাচ্ছি। অঙ্কটা পড়তে শুরু করলাম।

বিভাস: ও,তার মানে তুই সাইন্স নিয়ে পড়বি ?

পরেশ: হ্যাঁ, আমি যেহেতু ডাক্তার হতে চাই তাই সায়েন্স নিয়েই পড়তে হবে। তুই কী নিয়ে পড়তে চাস?

বিভাস : আমি আর্টস নিয়ে পড়বো। তুই তো জানিস আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে।

পরেশ : তাছাড়া তুই তো শিক্ষকতা করতে চাস? স্কুল টিচার না কলেজের অধ্যাপক কী হতে চাস?

বিভাস: ইতিহাস অনার্স এবং মাস্টার ডিগ্রি করার ইচ্ছে আছে। তারপর  এসএসসি ,সিএসসি দুটোই দেব। যেকোনো একটা পেলেই হবে।

পরেশ : ঠিক আছে ,এই নিয়ে পরে কথা হবে এখন পড়ে আসি।

বিভাস: হ্যাঁ, আয়।পরে কথা হবে।

 


আরও কিছু নমুনা সংলাপ :


১. বইমেলার অভিজ্ঞতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।


বাপ্পা : কী খবর রাহুল , কেমন আছিস?


রাহুল: এই তো ভালো, তোর খবর কী? কাল নাকি  বইমেলায় গিয়েছিলি?


বাপ্পা : হ্যাঁ, গিয়েছিলাম। আমি তো সারা বছরই এই মেলার অপেক্ষায় থাকি।


রাহুল: হস্তশিল্প  মেলায় যেতে বললাম গেলি না। এখন একা একাই বইমেলায় চলে গেলি।


বাপ্পা : তুই তো জানিস, আমি শৈশব থেকেই বইপাগল, বইয়ে ডুব দিয়ে আমি পার করতে পারি ঘণ্টার পর ঘণ্টা। 


 রাহুল : বর্তমানে দেশের এরূপ অসহিষ্ণু ও অস্থিতিশীল পরিস্থিতিতে বইমেলা আয়োজনের যৌক্তিকতা কতটুকু?


বাপ্পা : আসলে আমাদের এরূপ অবস্থা থেকে উত্তরণে একমাত্র সহায়ক হতে পারে বই। কারণ বই মানুষকে সুপথে চালিত করে, মানুষের চিন্তার প্রসার ঘটায়।


রাহুল  : বইমেলায় বই বিক্রি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় কী?


বাপ্পা : মেলায় বই বিক্রির পাশাপাশি  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন গান, কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, ক্যুইজ,বক্তৃতা, নতুন বই প্রকাশ প্রভৃতি। 


রাহুল  : মেলা থেকে কী কী বই কিনলি?

বাপ্পা : জয় গোস্বামী,সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের বেশ কয়েকটি বই কিনেছি। ।


রাহুল  :এরপর গেলে আমাকেও নিয়ে যাস।


বাপ্পা : নিশ্চয়ই যাবি। আমরা দুই বন্ধু একসঙ্গে বইমেলায় গেলে অনেক মজা হবে

0 thoughts on “সংলাপ|সংলাপ রচনা| sanglap rachona|সংলাপ রচনার খুঁটিনাটি | সংলাপ রচনা শিখুন সহজে | সংলাপ রচনার Tips | সংলাপ রচনার উদাহরণ | BanglaSahayak.com”

  1. বিশ্ব উষ্ণায়ন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই বিষয়ে দুটি বোন্ধুর মদ্ধে সংলাপ রচনা করো

  2. নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

  3. স্যার দয়া করে "গ্রন্থাগারে যাওয়া ও সেখানে বসে বই পড়ার একটা আলাদা আনন্দ আছে" এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করেদেবেন….🙏🙏🙏

  4. লর্ডসে ভারতের রুদ্ধশ্বাস জয় এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো

  5. নামহীন

    মেট্রোরেল যোগাযোগের নতুন দিগান্তর নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ

  6. নামহীন

    অগ্নি দূর্ঘটনা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ

  7. নামহীন

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top