বাংলা সহায়ক

পুঁইমাচা | MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণি | নতুন সিলেবাস | puimacha |


নতুন সিলেবাস

বাংলা ক  :  একাদশ শ্রেণি                      

প্রথম সেমেস্টার


পুঁইমাচা MCQ প্রশ্ন ও উত্তর :


১) ‘পুঁইমাচা’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

(ক) মেঘমল্লার  

(খ) মৌরিফুল

(গ) কিন্নর দল 

(ঘ) তালনবমী

উত্তর:   (ক) মেঘমল্লার


২) ‘পুঁইমাচা’ গল্পটি প্রকাশিত যে পত্রিকায় প্রকাশিত হয়  – 

(ক) বিচিত্রা 

(খ) ভারতী 

(গ) যুগান্তর

(ঘ)  প্রবাসী

উত্তর: (ঘ) প্রবাসী


৩) সহায়হরির স্ত্রীর নাম কী ?

(ক) অন্নদা 

(খ) অন্নপূর্ণা

(গ) অনুপমা

(ঘ) অপর্ণা

উত্তর: (খ) অন্নপূর্ণা


৪) 'পুঁইমাচা' গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে – 

(ক) গ্রীষ্মকাল 

(খ) বর্ষাকাল 

(গ) শরৎকাল 

(ঘ) শীতকাল

উত্তর: (ঘ) শীতকাল


৫) সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর  – 

(ক) তাচ্ছিল্যের সুরে 

(খ) ঝাঁঝালো সুরে 

(গ) বিষণ্ণ সুরে 

(ঘ) শান্ত সুরে

উত্তর: (ঘ) শান্ত সুরে


৬) অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি ঘোরেন – 

(ক) বাগদী পাড়ায় 

(খ) দুলে পাড়ায় 

(গ) বেদে পাড়ায় 

(ঘ) বাগদী দুলে পাড়ায়

উত্তর: (ঘ) বাগদী দুলে পাড়ায়


৭) সহায়হরিকে কে একঘরে করতে চেয়েছিলেন ? 

(ক) কালীময় ঠাকুর 

(খ) বাণীময় ঠাকুর 

(গ) মধুময় ঠাকুর 

(ঘ) হরিময় ঠাকুর

উত্তর: (ক) কালীময় ঠাকুর


৮) 'পুঁইমাচা' গল্পে ক্ষেন্তির বয়স কত ?

(ক) তেরো 

(খ) বারো 

(গ) পনেরো 

(ঘ) চোদ্দো

উত্তর: (গ) পনেরো


৯) সহায়হরির বড়ো মেয়ের নাম  কী ? 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) পেঁচি

উত্তর: (খ) ক্ষেন্তি


১০) সহায়হরির মেজো মেয়ের নাম  কী ? 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) দুর্গা

উত্তর: (ক) পুঁটি


১১) সহায়হরির ছোটো মেয়ের নাম  কী ? 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) দুর্গা

উত্তর: (গ) রাধী


১২) 'পুঁইমাচা' গল্পটি কবে প্রকাশিত হয়? 

ক) ১৯৩০ খ্রিস্টাব্দে 

খ) ১৯৩১ খ্রিস্টাব্দে 

গ) ১৯৩২ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯৩১ খ্রিস্টাব্দে 


১৩) 'পুঁইমাচা' গল্পে ক্ষেন্তির বাবার নাম কী? 

ক) রামলোচন দাস 

খ) সহায়হরি চ্যাটার্জী 

গ) বিষ্ণু সরকার 

ঘ) তারক চ্যাটার্জি

উত্তর: (খ) সহায়হরি চ্যাটার্জী 


১৪) 'পুঁইমাচা' গল্পে ক্ষেন্তির মায়ের নাম কী ? 

ক) অন্নপূর্ণা 

খ) সর্বজয়া 

গ) অন্নদা 

ঘ) অপর্ণা

উত্তর: (ক) অন্নপূর্ণা


১৫) সহায়হরি উঠোনে পা দিয়ে তার স্ত্রীর কাছে কী চেয়েছিলেন? 

ক) কুড়ুল 

খ) কোদাল 

গ) একটা বড় বাটি কিংবা ঘটি 

ঘ) একটি বালতি

উত্তর: (গ) একটা বড় বাটি কিংবা ঘটি 


১৬) রসের জন্য খেজুর গাছ কেটেছিল কে? 

ক) বিপিন খুড়ো 

খ) গোবিন্দ খুড়ো 

গ) রাখাল খুড়ো 

ঘ) তারক খুড়ো

উত্তর: (ঘ) তারক খুড়ো


১৭) ক্ষেন্তি কার কাছ থেকে পুঁই শাক নিয়ে এসেছিল? 

ক) রায় কাকা 

খ) মন্ডল কাকা 

গ) বোস কাকা 

ঘ) সেন কাকা

উত্তর: (ক) রায় কাকা 


১৮) ক্ষেন্তি চিংড়ি মাছ কিনে এনেছিল কার কাছ থেকে ? 

ক) নবীন কাকা 

খ) জয়া পিসি 

গ) বুড়ি পিসি 

ঘ) গয়া পিসি

উত্তর: (ঘ) গয়া পিসি


১৯) ক্ষেন্তি পুঁইশাকের পাতায় জড়িয়ে কী এনেছিল ? 

ক) মেটে আলু 

খ) চিংড়ি মাছ 

গ) লাউ 

ঘ) কাঁচকলা

উত্তর: (খ) চিংড়ি মাছ 


২০) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়েছিল কার ছেলের সঙ্গে? 

ক) শ্রীমন্ত মজুমদার 

খ) নরহরি সরকার 

গ) কালীময় চ্যাটার্জী 

ঘ) সুমন্ত চৌধুরী

উত্তর: (ক) শ্রীমন্ত মজুমদার 


২১) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিলেন কে? ক) কালীময় ঠাকুর 

খ) নিশিকান্ত মজুমদার 

গ) পুলক দাস 

ঘ) গোপাল খুড়ো

উত্তর: (ক) কালীময় ঠাকুর 


২২) "ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরীয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন।"- তিনি কে ?

ক) অন্নপূর্ণা

খ) সহায়হরি

গ) কালীময় ঠাকুর 

ঘ) শ্রীমন্ত মজুমদার 

উত্তর : খ) সহায়হরি


২৩) অন্নপূর্ণার মতে সহায়হরি দিন কাটায় -

ক) আড্ডা মেরে

খ) মাছ ধরে  

গ) রস খেয়ে

ঘ) মাছ ধরে আর রস খেয়ে

উত্তর : ঘ) মাছ ধরে আর রস খেয়ে


২৪) "ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে।"- এখানে কাদের কথা বলা হয়েছে ?

ক) সহায়হরি ও অন্নপূর্ণা

খ) সহায়হরি ও ক্ষেন্তি

গ) সহায়হরি ও পুঁটি

ঘ) সহায়হরি ও রাধী

উত্তর : খ) সহায়হরি ও ক্ষেন্তি


২৫) "মেয়েমানুষের আবার অত নোলা কিসের!" - একথা বলেছিল 

ক) সহায়হরি 

খ) অন্নপূর্ণা

গ) কালীময় ঠাকুর 

ঘ) ক্ষেন্তি

উত্তর : খ) অন্নপূর্ণা


২৬) "বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল" - ক্ষেন্তির বিস্ময় ও আনন্দের কারণ -

ক) পুঁইশাকের চচ্চড়ি

খ) মেটে আলু

গ) চিংড়ি মাছ

ঘ) খেঁজুরের রস

উত্তর : ক) পুঁইশাকের চচ্চড়ি


২৭) "বরোজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি?"- অন্নপূর্ণা একথা  কাকে জিজ্ঞাসা করেছিলেন ?

ক) পুঁটিকে 

খ) রাধীকে

গ) সহায়হরিকে 

ঘ) ক্ষেন্তিকে

উত্তর : গ) সহায়হরিকে


২৮) "চুরি তো করবেই, তিন কাল গিয়েছে এক কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বোলো না। আমি সব জানি।" - একথা কে কাকে বলেছিলেন ?

ক) সহায়হরি  অন্নপূর্ণাকে

খ) অন্নপূর্ণা ক্ষেন্তিকে

গ) অন্নপূর্ণা সহায়হরিকে

ঘ) কালীময় ঠাকুর  সহায়হরিকে

উত্তর : গ) অন্নপূর্ণা সহায়হরিকে


২৯) "সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না।" - এখানে কার কথা বলা হয়েছে ?

ক) ক্ষেন্তি

খ) পুঁটি

গ) রাধী

ঘ) অন্নপূর্ণা

উত্তর : খ) পুঁটি


৩০) ক্ষেন্তি যে রোগে মারা যায়  

ক) ম্যালেরিয়া

খ) বসন্ত

গ) জ্বর

ঘ) হুপিংকাশি

উত্তর : খ) বসন্ত


৩১) ক্ষেন্তির বসন্ত হয়েছিল যে মাসে 

ক) ফাল্গুন 

খ) চৈত্র 

গ) বৈশাখ 

ঘ) জ্যৈষ্ঠ

উত্তর : ক) ফাল্গুন 


৩২) ক্ষেন্তির বিয়ের কত টাকা পণ বাকি ছিল ?

ক) ২০০ টাকা

খ) ২৫০ টাকা

গ) ৩০০ টাকা

ঘ) ৫০০ টাকা

উত্তর : খ) ২৫০ টাকা


৩৩) "কিছুক্ষণ দু’জনের কোনো কথা শুনা গেল না।" - এখানে দু'জন হলো -

ক) সহায়হরি ও অন্নপূর্ণা

খ) সহায়হরি ও ক্ষেন্তি

গ) সহায়হরি ও কালীময় ঠাকুর

ঘ) সহায়হরি ও বিষ্ণু সরকার

উত্তর : ঘ) সহায়হরি ও বিষ্ণু সরকার


আরো কিছু প্রশ্নোত্তর যোগ হবে.....


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ