বর্ণ-বিশ্লেষণ |bornobishleshan| Banglasahayak.com


বর্ণ-বিশ্লেষণ :

শব্দের অন্তর্গত বর্ণগুলিকে ক্রমানুযায়ী বিচ্ছিন্ন করে দেখানোর নাম বর্ণ-বিশ্লেষণ।

যেসব স্বর ও ব্যঞ্জনের সংযোগে কোনো একটি শব্দ গঠিত হয় সেই বর্ণগুলিকে পৃথক করে দেখানোকে  বর্ণ-বিশ্লেষণ বলে।

যেমন- শব্দ =শ্+অ+ব্+দ্+অ

বাংলায় যুক্তবর্ণ, স্বরচিহ্ন ও ব্যঞ্জনবর্ণের মধ্যে নিহিত অ থাকার জন্য বর্ণ বিশ্লেষণ বিশেষ প্রয়োজনীয়।

‘বর্ণ’ শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ব্+অ+র্+ণ্+অ। লক্ষণীয় , বর্ণ শব্দটি  যেভাবে লেখা হয় তাতে অ নেই, ‘র’ আছে  রেফের চেহারায়। এইরকম  ‘বিশ্লেষণ’- ব্+ই+শ্+ল্+এ+ষ্+অ+ণ্+(অ) ।এই  শেষের অ কে বন্ধনীভুক্ত করার অর্থ বাংলা উচ্চারণে শব্দটি ব্যঞ্জনান্ত, অ এর উচ্চারণ নেই। কিন্তু বর্ণানুক্রমিক বিন্যাস কিংবা সন্ধির সময়ে এই ‘অ’ -এর প্রয়োজন হয়।


কতকগুলি যুক্ত-ব‍্যঞ্জন :

জ্ঞ = জ্+ঞ          ণ্ঠ= ণ্+ঠ

ঞ্ছ =ঞ্ +ছ           ঞ্জ = ঞ্+জ।

ত্থ = ত্+থ             ঙ্ক = ঙ্+ক।

ষ্ণ = ষ্+ণ             ক্ত = ক্+ত

ঙ্গ = ঙ্+গ              ক্ষ = ক্+ষ

ণ্ড = ণ্+ড               হ্ম = হ্+ম।

ণ্ট = ণ্+ট               ন্ট = ন্+ট
     
হ্ণ = হ্+ণ                 হ্ন =হ্+ন

স্থ = স্+থ                ক্ষ্ণ = ক্+ষ্+ণ

ন্তু = ন্+ত+উ          ক্ষ্ম =ক্+ষ্+ম

ক্র = ক্+র               ত্রু= ত্+র+উ

দ্ধ = দ্+ধ                  ব্ধ = ব্+ধ

ক্য = ক্+য                শ্র =শ্+র

র্ম = র্+ম                   গ্ন =গ্+ন

ক্ত্ব = ক্+ত্+ব            শ্ম =শ্+ম

জ্জ্ব = জ্+জ্+ব          ত্ম= ত্+ম

১০০ টি শব্দে‌র বর্ণবিশ্লেষণ :

১. অংশীদার = অ+ং+শ্+ঈ+দ্+আ+র্ (+অ)

২. অকপটচিত্ত = অ+ক্+অ+প্+অ+ট্+অ+চ্+ই+ত্+ত্+অ

৩. অপরাহ্ণ = অ+প্+অ+র্+আ+হ্+ণ্+অ

৪. অনেকক্ষণ = অ+ন্+এ+ক্+অ+ক্+ষ্+অ+ণ্ (+অ)

৫. অনিন্দ্য = অ+ন্+ই+ন্+দ্+য্+অ

৬. অন্যরকম = অ+ন্+য্+অ+র্+অ+ক্+অ+ম্ (+অ)

৭. অচিন্ত্যনীয়= অ+চ্+ই+ন্+ত্+য্+অ+ন্+ঈ+য়্+অ

৮. অপেক্ষাকৃত = অ+প্+এ+ক্+ষ্+আ+ক্+ঋ+ত্+অ

৯. আকাঙ্ক্ষা = আ+ক্+আ+ঙ্+ক্+ষ্+আ

১০. আশ্চর্য = আ+শ্+চ্+অ+র্+য্+অ

১১. আশ্বিন = আ+শ্+ব্+ই+ন্ (+অ)  

১২. উজ্জ্বল = উ+জ্+জ্+ব্+অ+ল্ (+অ)

১৩. উদাহরণ = উ+দ্+আ+হ্+অ+র্+অ+ণ্ (+অ) 

১৪. উদীয়মান = উ+দ্+ঈ+য়্+অ+ম্+আ+ন্ (+অ)

১৫. ঊর্ধ্ব = ঊ+র্+ধ্+ব্+অ

১৬. ঋত্বিক = ঋ+ত্+ব্+ই+ক্ (+অ)

১৭. ঐশ্বর্য = ঐ+শ্+ব্+অ+র্+য্+অ 

১৮. কর্তৃপক্ষ = ক্+অ+র্+ত্+ঋ+প্+অ+ক্+ষ্+অ।

১৯. কল্যাণ = ক্+অ+ল্+য্+আ+ণ্ (+অ)

২০. কৃষক = ক্+ঋ+ষ্+অ+ক্ (+অ)

২১. ক্রমাগত = ক্+র্+অ+ম্+আ+গ্+অ+ত্+অ

২২. ক্ষমা = ক্+ষ্+অ+ম্+আ

২৩. খরগোশ = খ্+অ+র্+অ+গ+ও+শ্ (+অ)

২৪. খেলোয়াড়সুলভ = খ্+এ+ল্+ও+য়্+আ+ড়্+অ+স্+উ+ল্+অ+ভ্ (+অ)

২৫. গ্রহণযোগ্য = গ্+র্+অ+হ্+অ+ণ্+অ+য্+ও+গ্+য্+অ   

২৬. গ্রহান্তর = গ্+র্+অ+হ্+আ+ন্+ত্+অ+র্ (+অ)   

২৭. ঘর্ষণ = ঘ্+অ+র্+ষ্+অ+ণ্ (+অ)  

২৮. ঘণ্টা = ঘ্+অ+ণ্+ট্+আ

২৯.  চন্দনশোভিত = চ্+অ+ন্+দ্+অ+ন্+অ+শ্+ও+ভ্+ই+ত্+অ

৩০. চমৎকার = চ্+অ+ম্+অ+ত্+ক্+আ+র্ (+অ) 

৩১. চাঁদ = চ্+আ+ঁ+দ্ (+অ) 

৩২. ছোটখাটো = ছ্+ও+ট্+অ+খ্+আ+ট্+ও

৩৩. ছিঁচকাঁদুনে = ছ্+ই+ঁ+চ্+অ+ক্+আ+ঁ+দ্+উ+ন্+এ

৩৪. জঙ্গল = জ্+অ+ঙ্+গ্+অ+ল্ (+অ)

৩৫. জ্ঞানচক্ষু= জ্+ঞ্+আ+ন্+অ+চ্+অ+ক্+ষ্+উ  

৩৬. ঝাড়ুদার = ঝ্+আ+ড়্+উ+দ্+আ+র্ (+অ)

৩৭. টঙ্কার = ট্+অ+ঙ্+ক্+আ+র্ (+অ)

৩৮. ঠাণ্ডা = ঠ্+আ+ণ্+ড্+আ

৩৯. ডানপিটে = ড্+আ+ন্+অ+প্+ই+ট্+এ

৪০. তৃষ্ণার্ত = ত্+ঋ+ষ্+ণ্+আ+র্+ত্+অ   

৪১. তেপান্তর = ত্+এ+প্+আ+ন্+ত্+অ+র্ (+অ)  

৪২. থুত্থুড়ে = থ্+উ+ত্+থ্+উ+ড়্+এ

৪৩. দুঃসাহসিক =

দ্+উ+ঃ+স্+আ+হ্+অ+স্+ই+ক্ (+অ)

৪৪. ধন্যবাদ = ধ্+অ+ন্+য্+অ+ব্+আ+দ্ (+অ)

৪৫. নিঃস্বার্থ = ন্+ই+ঃ+স্+ব্+আ+র্+থ্+অ   

৪৬. নৃতাত্ত্বিক = ন্+ঋ+ত্+আ+ত্+ত্+ব্+ই+ক্ (+অ)

৪৭. নৌকো = ন্+ঔ+ক্+ও

৪৮. পরিব্রাজক = প্+অ+র্+ই+ব্+র্+আ+জ্+অ+ক্ (+অ)

৪৯. পরিষ্কার = প্+অ+র্+ই+ষ্+ক্+আ+র্ (+অ)

৫০. পরীক্ষা = প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ

৫১. প্রজাপতি = প্+র্+অ+জ্+আ+প্+অ+ত্+ই

৫২. প্রোজ্জ্বল= প্+র্+ও+জ্+জ্+ব্+অ+ল্ (+অ)

৫৩. প্রত‍্যাহার = প্+র্+অ+ত্+য্+আ+হ্+আ+র্ (+অ)

৫৪. প্রাণপণ = প্+র্+আ+ণ্+অ+প্+অ+ণ্ (+অ)

৫৫. প্রয়োজন = প্+র্+অ+য়্+ও+জ্+অ+ন্ (+অ)

৫৬. বঙ্কিমচন্দ্র = ব্+অ+ঙ্+ক্+ই+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ

৫৭. বহ্ন্যুৎসব = ব্+অ+হ্+ন্+য্+উ+ৎ+স্+অ+ব্ (+অ)

৫৮. বিজ্ঞাপন = ব্+ই+জ্+ঞ্+আ+প্+অ+ন্ (+অ)

৫৯. বিদ্যালয় = ব্+ই+দ্+য্+আ+ল্+অ+য়্ (+আ)

৬০. বিশ্বাস = ব্+ই+শ্+ব্+আ+স্ (+অ)

৬১. বৈষ্ণব= ব্+ঐ+ষ্+ণ্+অ+ব্ (+অ)।  

৬২. ব্রহ্মাণ্ড= ব্+র্+অ+হ্+ম্+আ+ণ্+ড্+অ। 

৬৩. ব্রাত্য = ব্+র্+আ+ত্+য্+অ   

৬৪. ব‍্যবস্থাপনা = ব্+য্+অ+ব্+অ+স্+থ্+আ+প্+অ+ন্+আ

৬৫. ভণ্ডামি =ভ্+অ+ণ্+ড্+আ+ম্+ই  

৬৬. ভয়ানক = ভ্+অ+য়্+আ+ন্+অ+ক্ (+অ)   

৬৭. ভীষণ = ভ্+ঈ+ষ্+অ+ণ্ (+অ)   

৬৮. মন্দির = ম্+অ+ন্+দ্+ই+র্ (+অ)   

৬৯. মর্ত্যবাসী= ম্+অ+র্+ত্+য্+অ+ব্+আ+স্+ঈ

৭০. মৃৎশিল্পী = ম্+ঋ+ৎ+শ্+ই+ল্+প্+ঈ।   

৭১. মৌমাছি = ম্+ঔ+ম্+আ+ছ্+ই

৭২. রবীন্দ্রনাথ = র্+অ+ব্+ঈ+ন্+দ্+র্+অ+ন্+আ+থ্ (+অ)।   

৭৩. রাজপুত্র = র্+আ+জ্+অ+প্+উ+ত্+র্+অ   

৭৪. রামচন্দ্র = র্+আ+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ  

৭৫. ললিতকলা = ল্+অ+ল্+ই+ত্+অ+ক্+অ+ল্+আ

৭৬. লক্ষ্মীছাড়া= ল্+অ+ক্+ষ্+ম্+ঈ+ছ্+আ+ড়+আ

৭৭. লক্ষ্য = ল্+অ+ক্+ষ্+য্+অ।

৭৮. শিক্ষকসমাজ = শ্+ই+ক্+ষ্+অ+ক্+অ+স্+অ+ম্+আ+জ্ (+অ)

৭৯. শ্রীকৃষ্ণ = শ্+র্+ঈ+ক্+ঋ+ষ্+ণ্+অ। 

৮০. শিক্ষার্থী = শ্+ই+ক্+ষ্+আ+র্+থ্+ঈ

৮১. শ্বাসমূল = শ্+ব্+আ+স্+অ+ম্+ঊ+ল্ (+অ)

৮২. শ্মশান = শ্+ম্+অ+শ্+আ+ন্ (+অ)

৮৩. শৃঙ্খল = শ্+ঋ+ঙ্+খ্+অ+ল্ (+অ)

৮৪. শৃঙ্গধ্বনি = শ্+ঋ+ঙ্+গ্+অ+ধ্+ব্+অ+ন্+ই

৮৫. সন্ধে = স্+অ+ন্+ধ্+এ

৮৬. সংস্কার = স্+অ+ং+স্+ক্+আ+র্ (+অ) 

৮৭. স্নেহশীল = স্+ন্+এ+হ্+অ+শ্+ঈ+ল্ (+অ)

৮৮. স্নেহার্দ্র = স্+ন্+এ+হ্+আ+র্+দ্+র্+অ

৮৯. স্মারকগ্রন্থ = স্+ম্+আ+র্+অ+ক্+অ+গ্+র্+অ+ন্+থ্+অ

৯০. সুপ্রভাত = স্+উ+প্+র্+অ+ভ্+আ+ত্ (+অ)।   

৯১. সান্ত্বনা= স্+আ+ন্+ত্+ব্+অ+ন্+আ

৯২. সহিষ্ণুতা= স্+অ+হ+ই+ষ্+ণ্+উ+ত্+আ

৯৩. সৃষ্টিকর্তা= স্+ঋ+ষ্+ট্+ই+ক্+অ+র্+ত্+আ  

৯৪. স্বাক্ষরকারী = স্+ব্+আ+ক্+ষ্+অ+র্+অ+ক্+আ+র্+ঈ

৯৫. স্বাধীনতা = স্+ব্+আ+ধ্+ঈ+ন্+অ+ত্+আ

৯৬. স্বাগতম = স্+ব্+আ+গ্+অ+ত্+অ+ম্ (+অ)

৯৭. স্বাচ্ছন্দ্য = স্+ব্+আ+চ্+ছ্+অ+ন্+দ্+য্+অ

৯৮. হরীতকী = হ্+অ+র্+ঈ+ত্+অ+ক্+ঈ

৯৯. হরিসংকীর্তন= হ্+অ+র্+ই+স্+অ+ং+ক্+ঈ+র্+ত্+অ+ন্ (+অ)

১০০.  হরিদ্রা = হ্+অ+র্+ই+দ্+র্+আ


দুঃসাহসিক =

দ্+উ+ঃ+স্+আ+হ্+অ+স্+ই+ক্  (প্রাইমারি টেট- ২০১৪)

কাব্যগ্রন্থাবলী = ক্+আ+ব্+য্+অ+গ্+র্+অ+ন্+থ্+আ+ব্+অ+ল্+ঈ  (প্রাইমারি টেট – ২০১৭)




0 thoughts on “বর্ণ-বিশ্লেষণ |bornobishleshan| Banglasahayak.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top