ধ্বনি ও বর্ণ|primary tet| বাংলা ব্যাকরণ|dhoni o borno mcq|BanglaSahayak.com


১. নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি অশুদ্ধ

ক) বর্ণ হল ধ্বনির লিপিরূপ

খ) চন্দ্রবিন্দু যুক্ত স্বরধ্বনির সানুনাসিক উচ্চারণ হয়

গ) যৌগিক স্বরধ্বনিগুলি অবিভাজ্য

ঘ)প্লুতস্বর হল স্বরধ্বনিকে অতি দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ


২. কেন্দ্রীয় স্বরধ্বনি হল

ক) অ    খ) আ     গ) অ্যা      ঘ) ই


৩. ‘খ্’ ও  ‘থ্’ ধ্বনি হল

ক) অল্পপ্রাণ অঘোষ       খ) অল্পপ্রাণ ঘোষ

গ) মহাপ্রাণ অঘোষ        ঘ) মহাপ্রাণ ঘোষ


৪.  বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?

ক) ৫টি         খ) ৭টি 

গ) ৯টি         ঘ) ১১টি


৫. ‘ল্’ ধ্বনিটি হল

ক) উষ্ম ধ্বনি             খ) তাড়িত ধ্বনি

গ) কম্পিত ধ্বনি        ঘ) পার্শ্বিক ধ্বনি


৬. নীচের কোন বিকল্পটি শুদ্ধ

ক) ত্থ=থ্+থ্            খ) হ্ম=হ্+ম্

গ) হ্ণ=হ্+ন্              ঘ) ঞ্জ= জ্+ঞ্


৭. নীচের কোন বিকল্পটি অশুদ্ধ

ক) ল্ হল পার্শ্বিক ধ্বনি

খ) র্ কম্পনজাত ধ্বনি

গ) ড়্ তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি

ঘ) তরল স্বর হল র্ , ল্


৮।  নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ?

ক) ই, এ – পশ্চাৎ স্বরধ্বনি           

খ) উ, ও – কুঞ্চিত স্বরধ্বনি

গ) আ – সংবৃত স্বরধ্বনি              

ঘ) অ – অর্ধসংবৃত স্বরধ্বনি


৯।  ‘অ্যা’ – স্বরধ্বনি –

ক) ধ্বনিমালাতে নেই, বর্ণমালাতে আছে       

খ) ধ্বনিমালাতে আছে, বর্ণমালাতে নেই

গ) ধ্বনিমালাতে আছে  বর্ণমালাতেও আছে     

ঘ) ধ্বনিমালাতেও নেই বর্ণমালাতেও নেই


১০।  অর্ধমাত্রার বর্ণ হল

ক) ৬ টি           খ) ৮টি     

গ) ১০টি          ঘ) ১২টি


১১।  শ্, স্ , হ্ —এই ধ্বনি তিনটি হল

ক) কম্পিত ধ্বনি         খ) উষ্ম ধ্বনি

গ) পার্শ্বিক ধ্বনি          ঘ)অন্তঃস্থ ধ্বনি


১২।  ‘প্’  হল –

ক) কন্ঠ্য ধ্বনি        খ) দন্ত্য ধ্বনি

গ) ওষ্ঠ্য ধ্বনি          ঘ) তালব্য ধ্বনি


১৩।  নীচের কোন মন্তব্যটি সঠিক নয়

ক) বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে অক্ষর বলা হয়।

খ) স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যে অবস্থিত বর্ণগুলি অন্তঃস্থ বর্ণ।

গ) বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ।

ঘ) শ্, ষ্, স্ -কে শিস্-ধ্বনিও বলা হয়।


১৪।  ‘র্’ ধ্বনিটি হল

ক) তাড়িত ধ্বনি      খ) কম্পিত ধ্বনি

গ) পার্শ্বিক ধ্বনি      ঘ) নাসিক্য ধ্বনি


১৫।  নীচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচার করো         

(ক) কাক>কাগ  – অঘোষ বর্ণ ঘোষ বর্ণে পরিণত     

(খ) কাঁটাল>কাঁঠাল –   অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণে পরিণত                       

(গ) চোখ>চোক – মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণ বর্ণে পরিণত


A) (ক) শুদ্ধ, (খ) শুদ্ধ, (গ) অশুদ্ধ

B) (ক) শুদ্ধ, (খ) অশুদ্ধ, (গ)শুদ্ধ

C) (ক) অশুদ্ধ, (খ) শুদ্ধ, (গ) শুদ্ধ

D) সবগুলো মন্তব্য শুদ্ধ


১৬।  শুদ্ধাশুদ্ধ বিচার করো               

(ক) স্ – দন্ত্যব্যঞ্জন                     

(খ) ড়্ – ওষ্ঠ্যব্যঞ্জন                   

(গ) হ্ – কণ্ঠনালীয় ব্যঞ্জন             

(ঘ) শ্ – কণ্ঠব্যঞ্জন

ক) শুদ্ধ , অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

খ) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

গ) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ

ঘ) সবগুলো শুদ্ধ


১৭।  ঘৃষ্টধ্বনির উদাহরণ-

ক) ক্     খ) চ্     গ) ট্     ঘ) প্


১৮।   ম্, ন্, ঙ্ – হল

ক) অঘোষ ধ্বনি       খ) অল্পপ্রাণ ধ্বনি

গ) নাসিক্যধ্বনি        ঘ) উষ্মধ্বনি


১৯।  নীচের কোন মন্তব্যটি সঠিক নয়-

ক) ভাষার অবিভাজ্য অঙ্গ হল বর্ণ।

খ) বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে অক্ষর বলা 

গ) বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ।

ঘ) উ,ও,অ — এগুলি বর্তুল স্বরধ্বনি


২০। তাড়িত অল্পপ্রাণ ধ্বনি কোনটি ?

ক) র্      খ) ড়্     গ) ঢ়্     ঘ) ল্


২১। তাড়িত মহাপ্রাণ ধ্বনি কোনটি ?

ক) র্      খ) ড়্     গ) ঢ়্     ঘ) ল্


২২।  নীচের কোন মন্তব্যটি অশুদ্ধ

ক) ই,এ,অ্যা উচ্চারণ করার সময় ওষ্ঠ ও অধর প্রসারিত হয়।

খ) বাংলায় ঐ ,ঔ ছাড়াও ২৫ টি যৌগিক স্বরধ্বনি আছে।

গ) ই,উ উচ্চারণ করার সময় মুখবিবর কম খোলা থাকে।

ঘ) ই, এ, অ্যা উচ্চারণের সময় জিহ্বা পিছন দিকে অর্থাৎ গলার দিকে গুটিয়ে যায়।


‌২৩।   ঃ   (বিসর্গ )     হল  

ক)  আশ্রয়স্থানভাগী বর্ণ

খ) অন্তঃস্থবর্ণ

গ) উষ্মবর্ণ

ঘ) নাসিক্যবর্ণ


২৪। অ, আ হল 

ক) কণ্ঠ্যবর্ণ

খ) তালব্যবর্ণ

গ) মূর্ধন্যবর্ণ

ঘ) দন্ত্যবর্ণ


২৫।   ষ্ণ হল-

ক) ষ্ + ঞ

খ) ষ্ + ন

গ) ষ্ + ণ

ঘ) ষ্ + ঙ


২৬। ক,খ,গ,ঘ  হল

ক) জিহ্বামূলীয় বর্ণ

খ) কণ্ঠ্যবর্ণ

গ)  ক খ উভয়ই 

ঘ) তালব্যবর্ণ


২৭।  ই  স্বরধ্বনি হল 

ক) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত

খ) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত

গ) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত

ঘ) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত


২৮।  ও স্বরধ্বনি হল 

ক) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত

খ) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত

গ) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত

ঘ) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত


২৯।  এ স্বরধ্বনি হল 

ক) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত

খ) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত

গ) উচ্চমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত

ঘ) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত


৩০।  ‘জ্’  হল –

ক) কন্ঠ্য ধ্বনি        খ) দন্ত্য ধ্বনি

গ) ওষ্ঠ্য ধ্বনি          ঘ) তালব্য ধ্বনি


৩১।   জ্ঞ  হল-

ক) জ্ + ঞ

খ) ঞ্ + জ

গ) জ্ + ঙ

ঘ) ঙ্ + জ


৩২। ক্ষ্ম  হল –

ক) খ্ + ষ্ + ম

খ) ক্ + ষ্ + ন

গ) খ্ + ষ্ + ন

ঘ) ক্ + ষ্ + ম


৩৩।  হ্ম  হল –

ক) ক্ + ষ্ + ম

খ) ক্ + ষ্ + ন

গ) খ্ + ম

ঘ) হ্ + ম


৩৪। অযোগবাহ বর্ণ হল –

ক) ং ,  ঃ

খ) র , ল

গ) ৎ ,   ঁ

ঘ) য ,  য়


৩৫। উচ্চ স্বরধ্বনি হল

ক) এ, ও

খ) অ, অ্যা

গ) আ

ঘ) ই, উ


৩৬। কোনটি পশ্চাৎ স্বরধ্বনি নয়?

ক) উ

খ) এ

গ) অ

ঘ) ও


৩৭। কুঞ্চিত  স্বর  হল

ক) আ

খ) ই

গ) উ

ঘ) এ


৩৮। ঐ, ঔ  হল

ক) হ্রস্বস্বর

খ) মৌলিক স্বর

গ) যৌগিক স্বর

ঘ) প্লুত স্বর


৩৯। অ,ই,উ,ঋ   হল

ক) হ্রস্বস্বর

খ) দীর্ঘস্বর

গ) যৌগিক স্বর

ঘ) প্লুতস্বর


৪০। বর্গের দ্বিতীয় বর্ণগুলি হল

ক) ঘোষ অল্পপ্রাণ

খ) অঘোষ মহাপ্রাণ

গ) অল্পপ্রাণ অঘোষ

ঘ) মহাপ্রাণ ঘোষ


৪১। কণ্ঠৌষ্ঠ্য বর্ণ

ক) অ, আ

খ) ই, ঈ

গ) উ, ঊ

ঘ) ও, ঔ


৪২।  নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা ?

ক) আ – সংবৃত ও উচ্চ স্বরধ্বনি

খ) ই – প্রসারিত ও সংবৃত স্বরধ্বনি

গ) এ – সম্মুখ ও প্রসারিত  স্বরধ্বনি

ঘ) ও – কুঞ্চিত ও পশ্চাৎ স্বরধ্বনি


৪৩।  নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি/কোনগুলি অশুদ্ধ 

১. ই – সম্মুখ ও প্রসারিত স্বরধ্বনি 

২. অ – অর্ধবিবৃত ও নিম্নমধ্য স্বরধ্বনি 

৩. উ – অর্ধসংবৃত ও সম্মুখ স্বরধ্বনি

৪. এ – পশ্চাৎ ও অর্ধবিবৃত স্বরধ্বনি

ক) ১ ও ২

খ) ৩ ও ৪

গ) শুধু ১

ঘ) শুধু ৪


৪৪।  র, ল  হল

ক) উষ্মবর্ণ

খ) তরলস্বর

গ) নাসিক্যবর্ণ

ঘ) অঘোষবর্ণ


৪৫। য, র, ল, ব   হল

ক) উষ্মবর্ণ

খ) অন্তঃস্থবর্ণ

গ) নাসিক্যবর্ণ

ঘ) আশ্রয়স্থানভাগী বর্ণ


৪৬। ত্থ   হল

ক) ত্+থ

খ) থ্+থ

গ) থ্+ উ

ঘ) থ্+খ


৪৭।  নীচের কোন মন্তব্যটি অশুদ্ধ 

ক) বর্গের তৃতীয় বর্ণগুলি অল্পপ্রাণ

খ) বর্গের চতুর্থ  বর্ণগুলি মহাপ্রাণ

গ) বর্গের দ্বিতীয়  বর্ণগুলি  ঘোষবর্ণ

ঘ) বর্গের প্রথম বর্ণগুলি অঘোষবর্ণ


৪৮।  অঘোষবর্ণ ঘোষবর্ণে পরিণত হলে তাকে বলে

ক) ক্ষীণায়ন

খ) পীনায়ন

গ) ঘোষীভবন

ঘ) অঘোষীভবন


৪৯। মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণবর্ণের মতো উচ্চারিত হলে তাকে বলে

ক) ক্ষীণায়ন

খ) পীনায়ন

গ) ঘোষীভবন

ঘ) অঘোষীভবন


৫০।  সন্ধ্যক্ষর হল

ক) এ

খ) ঔ

গ) ঊ

ঘ) ঈ









0 thoughts on “ধ্বনি ও বর্ণ|primary tet| বাংলা ব্যাকরণ|dhoni o borno mcq|BanglaSahayak.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top