বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

মাধ্যমিক বাংলা সাজেশন 2026 | Madhyamik Bangla  Suggestion 2026

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬


জ্ঞানচক্ষু – আশাপূর্ণা দেবী মূলগ্রন্থ : কুমকুম
১. ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা’ —বক্তা হলেন —
(ক) তপনের মেজো কাকু (খ) তপনের মা
(গ) তপনের মাসি (ঘ) তপনের বাবা
২. ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’ । এখানে ‘ছড়িয়ে পড়া’ কথাটির হলো —
(ক) কারেকশনের কথা (খ) গল্প ছাপা হওয়ার কথা
(গ) তপনের গল্প লেখার কথা (ঘ) তখন আরও একটা গল্প লিখেছে তার কথা
৩. তপনের সম্পূর্ণ নাম কী ছিল ?
(ক) তখন কুমার সেন (খ) শ্রী তপন কুমার বিশ্বাস
(গ) তপন কুমার পাল (ঘ) শ্রীতপন কুমার রায়
৪. ‘এ দেশের কিছু হবে না’— কথাটি কে বলেছিলেন ?
(ক) তপন (খ) ছোটোমেসো
(গ) তপনের বাবা (ঘ) তপনের কাকা
৫. “তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় ।” —কথাটি কে বলেছেন ?
(ক) তপনের বাবা (খ) তপনের মামা
(গ) তপনের মেজোকাকু (ঘ) তপনের ছোটোকাকু
৬. “সূচিপত্রেও নাম রয়েছে ।” নামটি হলো—
(ক) শ্রী তপন কুমার ঘোষ (খ) শ্রী তপন কুমার রায়
(গ) শ্রী তপন কুমার দাস (ঘ) শ্রী তপন কুমার পাল
৭. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো ?
ক) বছর পাঁচেকের খ) বছর আষ্টেকের
গ) বছর দশকের ঘ) বছর বারোর
৮. তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর জন্য বলেছিলেন
ক) ধ্রুবতারা খ) শুকতারা
গ) সন্ধ্যাতারা ঘ) রংমশাল
৯. মায়ের সাথে তপন মামা বাড়িতে এসেছিল
ক) ছোটো মাসির বিয়েতে খ) গ্রীষ্মের অবকাশে
গ) পূজার ছুটিতে ঘ) পরীক্ষার ছুটিতে
১০. “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।” -কথাটা হলো
ক) তপনের মামা একজন লেখক খ) তপনের লেখা ছাপা হয়েছে
গ) তপনের মেসো একজন লেখক ঘ) তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হবে
১১. তপনের নতুন মেসোমশাই হলেন পেশায় একজন
ক) লেখক খ) ডাক্তার গ) উকিল ঘ) অধ্যাপক
১২. “রত্নের মূল্য জহুরির কাছেই।” – এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ হলো –
ক) তপন ও ছোটোমাসি খ) তপন ও ছোটোমেসো
গ) তপন ও সন্ধ্যাতারার সম্পাদক ঘ) তপন ও মেজোকাকু
১৩. “শুধু এইটাই জানা ছিল না”- অজানা বিষয়টি হলো
ক) মানুষই গল্প লেখে খ) সেও গল্প লিখতে পারে
গ) তার গল্প ছাপা হয়েছে ঘ) নতুন মেসো একজন লেখক
১৪. বিয়েবাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি হল
ক) গল্পের বই খ) পাঠ্য বই
গ) হোমটাস্কের খাতা ঘ) স্কুলের ব্যাগ
১৫. “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।” – উক্তিটির বক্তা
ক) ছোটোমাসি খ) তপনের বন্ধুরা
গ) মেজোকাকু ঘ) তপনের বাবা
১৬. “আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন।”- যে দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল ?
ক) ছোটোমাসির বিয়ের দিন খ) মামার বাড়িতে আসার দিন
গ) নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন ঘ) মামার বাড়ি থেকে চলে যাওয়ার দিন
১৭. বুকের রক্ত ছলকে ওঠে তপনের
ক) নতুন মেসোকে দেখে খ) নিজের লেখা গল্প পড়ে
গ) গল্প ছাপা হয়েছে দেখে ঘ) মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে
১৮. তপন তার গল্পটা লিখেছিল
ক) দুপুরবেলা খ) সকালবেলা
গ) বিকেলবেলা ঘ) সন্ধেবেলা
১৯. “তোমার গল্প তো দিব্যি হয়েছে।” – এখানে বক্তা হলেন
ক) ছোটোমাসি খ) ছোটোমেসো
গ) পত্রিকার সম্পাদক ঘ) ছোটোমামা
২০. “তপন আর পড়তে পারে না”- কারণ
ক) তার ঘুম পাচ্ছিল খ) তার রাগ হচ্ছিল
গ) তার কষ্ট হচ্ছিল ঘ) চোখে কম দেখছিল

উত্তরমালা :

১গ ২ক ৩ঘ ৪খ ৫গ ৬খ ৭খ ৮গ ৯ক ১০গ
১১ঘ ১২খ ১৩ক ১৪গ ১৫গ ১৬গ ১৭খ ১৮ক ১৯খ ২০গ

অসুখী একজন -পাবলো নেরুদা
তরজমা : নবারুণ ভট্টাচার্য ।


ইংরেজি অনুবাদ : The unhappy one . মূলগ্রন্থ : বিদেশি ফুলে রক্তের ছিটে
১. “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল” — কী ছড়িয়ে রইল ?
(ক) পায়ের দাগ (খ) কাঠ কয়লা
(গ) গোলাপি গাছ (ঘ) প্রাচীন জলতরঙ্গ
২. “তারা আর স্বপ্ন দেখতে পারল না ।” — কারা স্বপ্ন দেখতে পারল না ?
(ক) সেই মেয়েটি (খ) গির্জার নান
(গ) কবিতার কথক (ঘ) শান্ত হলুদ দেবতারা
৩. ‘তারপর যুদ্ধ এল’ —
(ক) পাহাড়ের আগুনের মতো (খ) রক্তের সমুদ্রের মতো
(গ) আগ্নেয় পাহাড়ের মতো (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
৪. ‘অসুখী একজন’ যে রঙের গাছের কথা বলা হয়েছে
ক) লাল খ) সবুজ গ) নীল ঘ) গোলাপি
৫. অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন
ক) বারান্দায় খ) মেঝেতে
গ) ঝুলন্ত বিছানায় ঘ) ঘাস জন্মানোর রাস্তায়
৬. ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল ?
(ক) একশো (খ) দুহাজার
(গ) পাঁচশো (ঘ) হাজার
৭. ‘অসুখী একজন’ কবিতায় মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল-
(ক) দরজায় (খ) ছাদে
(গ) বারান্দায় (ঘ) রাস্তায়
৮. ‘অসুখী একজন’ কবিতাটি মূল কোন ভাষায় রচিত ?
ক) ইংরেজি খ) স্প্যানিশ
গ) বাংলা ঘ) ল্যাটিন
৯. ‘অসুখী একজন’ কবিতায় কারা খুন হলো
ক) শিশু আর বাড়ি খ) শান্ত হলুদ দেবতারা
গ) বাড়ি আর ঘর ঘ) গ্রামা আর শহর
১০. ‘অসুখী একজন’ কবিতায় মেয়েটার মাথার উপর বছরগুলো নেমে এসেছিল
ক) পাথরের মতো খ) দুঃস্বপ্নের মতো
গ) রক্তের এক আগ্নেয়গিরির মতো ঘ) নির্ঝরিণীর মতো

উত্তরমালা :

১খ ২ঘ ৩ঘ ৪ঘ ৫গ ৬ঘ ৭ক ৮খ ৯খ ১০ক


আয় আরো বেঁধে বেঁধে থাকি — শঙ্খ ঘোষ
মূলগ্রন্থ: ‘জলই পাষাণ হয়ে আছে’

১. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ — কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) নিহিত পাতাল ছায়া (খ) পাঁজরে দাঁড়ের শব্দ
(গ) দিনগুলি রাতগুলি (ঘ) জলই পাষাণ হয়ে আছে
২. আমাদের শিশুদের শব যেখানে ছড়ানো রয়েছে
ক) শ্মশানে খ) কাছে-দূরে গ) দূরে কাছে ঘ) মাঠে ঘাটে
৩. ‘ছড়ানো রয়েছে কাছে দূরে !’— কী ছড়ানো রয়েছে ?
(ক)শিশুদের শব (খ) সৈন্যদের শব
(গ) কাঠকয়লা (ঘ) মৃতের স্তূপ
৪. ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ — ‘হিমানী’ শব্দের আক্ষরিক অর্থ কী ?
(ক) জল (খ) আগুন (গ) তুষার (ঘ) পর্বত
৫. “আমাদের ডান পাশে _
আমাদের বাঁয়ে —-
আমাদের মাথায় —-
পায়ে পায়ে —– ” শূন্যস্থানগুলিতে বসবে
ক) গিরিখাদ, ধ্বস, বোমারু, হিমানীর বাঁধ
খ) ধ্বস, গিরিখাদ, বোমারু, হিমানীর বাঁধ
গ) ধ্বস,বোমারু, গিরিখাদ, হিমানীর বাঁধ
ঘ) ধ্বস, গিরিখাদ, হিমানীর বাঁধ, বোমারু,
৬. শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী ?
(ক) প্রিয়দর্শী ঘোষ (খ) চিত্তরঞ্জন ঘোষ
(গ) মণীন্দ্রকুমার ঘোষ (ঘ) চিত্তপ্রিয় ঘোষ
৭. কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম-
(ক) কুন্তক (খ) বনফুল (গ) চিত্তপ্রিয় (ঘ) রূপদর্শী
৮. ‘হয়তো বেঁচে আছে’ – কার বেঁচে থাকার কথা বলা হয়েছে ?
ক) মানুষের খ) ইতিহাসের গ) পৃথিবীর ঘ) ভিখারিদের
৯. আমরা ভিখারি কত মাস ?
ক) বারো মাস খ) ছ-মাস গ) তিন মাস ঘ) ন-মাস
১০. শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
ক) নিহিত পাতাল ছায়া খ) বাবরের প্রার্থনা
খ) দিনগুলি রাতগুলি ঘ) পাঁজরে দাঁড়ের শব্দ

উত্তরমালা :

১ঘ ২খ ৩গ ৪গ ৫গ ৬ঘ ৭ক ৮গ ৯ক ১০খ

আফ্রিকা -রবীন্দ্রনাথ ঠাকুর

মূলগ্রন্থ: পত্রপুট
১. ‘প্রদোষকাল ঝঞ্জাবাতাসে রুদ্ধশ্বাস’— ‘প্রদোষ’ শব্দের অর্থ —
(ক) সন্ধ্যা (খ) ভোর (গ) রাত্রি (ঘ) দুপুর
২. “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী”— ‘সভ্যতার শেষ পূর্ণবাণী’—
(ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো
৩. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ?
(ক) দয়াময় দেবতার প্রতি (খ)কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি
৪. ‘কবির সংগীতে বেজে উঠেছিল’ — কী বেজে উঠেছিল ?—
(ক) সংগীতের মূর্চ্ছনা (খ) সুন্দরের আরাধনা (গ) সুরের ঝংকার (ঘ) রাগরাগিনী
৫. ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে’ — ‘তোমাকে’ বলতে বোঝানো হয়েছে —
(ক) ইউরোপকে (খ) আফ্রিকাকে (গ) আমেরিকাকে (ঘ) ভারতবর্ষকে
৬.’হায় ছায়াবৃতা’ — ‘ছায়াবৃতা’ বলতে বোঝানো হয়েছে —
(ক)এশিয়া মহাদেশকে (খ)আফ্রিকা মহাদেশকে (গ) সমগ্র বিশ্বকে (ঘ) ভারতবর্ষকে
৭. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ — মানহারা মানবী হল—
(ক) ইউরোপ (খ) আফ্রিকা (গ) সমগ্র বিশ্ব (ঘ) ভারতবর্ষ
৮. নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল —
(ক) দুর্গমের রহস্য (খ) জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত
(গ) প্রাকৃতিক রহস্য (ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত
৯. “এল মানুষ-ধরার দল” যাদের নখ ছিল—
(ক) শেয়ালের চেয়ে তীক্ষ্ণ (খ) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ
(গ) হায়নার চেয়ে তীক্ষ্ণ (ঘ) সিংহের চেয়ে ধারালো
১০. ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে’-কে ছিনিয়ে নিয়ে গেল?
(ক) প্রাচী ধরিত্রী (খ) বনস্পতি (গ) প্রকৃতির দৃষ্টি (ঘ) রুদ্র সমুদ্রের বাহু
১১. ‘শিশুরা খেলছিল’—
(ক) মাঠে মাঠে (খ) বাষ্পকুল অরণ্যপথে (গ) মায়ের কোলে (ঘ) মন্দির
১২. ‘আফ্রিকা’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত–
(ক) মানসী (খ) চিত্রা (গ) গীতাঞ্জলি (ঘ) পত্রপুট
১৩. “মন্দিরে বাজছিল পূজোর ঘন্টা”– কার নামে?
(ক) সভ্য দেশগুলির নামে (খ) আফ্রিকার রাজার নামে
(গ) ঔপনিবেশিক শাসকের নামে (ঘ) দয়াময় দেবতার নামে
১৪. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল-
(ক) ভাষাহীন ক্রন্দন (খ) দুর্বোধ সংকেত (গ) নির্লজ্জ অমানুষতা (ঘ) দুর্গমের রহস্য
১৫. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে” – ওরা হল-
(ক) ভারতীয় (খ) ইউরোপীয় (গ) আমেরিকান (ঘ) আফ্রিকান

১ক ২খ ৩গ ৪খ ৫খ ৬খ ৭খ ৮খ ৯খ ১০ঘ

হারিয়ে যাওয়া কালি কলম -শ্রীপান্থ (নিখিল সরকার)
মূলগ্রন্থ : কালি কলম ও মন
১. “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন” তার পোশাকি নাম—
(ক) রিজার্ভার (খ) স্টাইলাস (গ) পার্কার (ঘ) পাইলট
২. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম —
(ক) বনফুল (খ) পরশুরাম (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) শৈলজানন্দ
৩. কলেজস্ট্রিটে লেখক যে পেন কিনেছিলেন
ক) পার্কার খ) ফাউন্টেন পেন গ) পাইলট ঘ)শেফার্ড
৪. ‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন —
(ক) অন্নদাশঙ্কর রায় (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় (গ) সুনীল গঙ্গোপাধ্যায় (ঘ) নিখিল সরকার
৫. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে —
(ক) তুলি (খ) ব্রোঞ্জের শলাকা (গ) হাড় (ঘ) নল-খাগড়া
৬. পালকের কলমের ইংরেজি নাম হল —
(ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন
৭. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন —
(ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার
৮. লেখক ফাউন্টেন পেনের কত রকমের নিবার বিজ্ঞাপন দেখেছিলেন ?
(ক) তিনশো রকম (খ) চারশো রকম (গ) পাঁচশো রকম (ঘ) সাতশো রকম
৯. বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল —
(ক) এক ডজন (খ) পাঁচটি (গ) দুই ডজন (ঘ) দশটি
১০. ‘ডমরুচরিত’ , ‘কঙ্কাবতী’ কার লেখা গ্রন্থ ?
(ক) শ্রীপান্থ (খ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (গ) অখিল নিয়োগী (ঘ) সত্যজিৎ রায়
১১. ‘অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন ।’— তিনি হলেন —
(ক) সত্যজিৎ রায় (খ) অন্নদাশঙ্কর রায় (গ) রাজশেখর বসু (ঘ) সুবোধ ঘোষ
১২. ওস্তাদ কলমবাজদের বলা হয় —
(ক) লিপিকর (খ) ক্যালিগ্রাফিস্ট (গ) শ্রুতিলেখক (ঘ) পেশকার
১৩. ফাউন্টেন পেন সংগ্রহ করতেন —
(ক) রবীন্দ্রনাথ (খ) জীবনানন্দ (গ) শৈলজানন্দ মুখোপাধ্যায় (ঘ) সত্যজিৎ রায়
১৪. ‘আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল’—
(ক) ঝরনা কলম (খ) রিজার্ভার পেন (গ) বলপেন (ঘ) পাইলট পেন
১৫. রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম —
(ক) স্টাইল (খ) ফাউন্টেন (গ) স্টাইলাস (ঘ) বলপেন
১৬. বাঙালি সাংবাদিকদের কে বলতেন ‘বাবু কুইল ড্রাইভারস’ ?—
(ক) লর্ড কার্জন (খ) লর্ড রিপন (গ) রিপন লর্ড (ঘ) লিটন লর্ড ক্লাইভ
১৭. চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন —
(ক) তিন টাকা (খ) সাত টাকা (গ) দশ টাকা (ঘ) আট টাকা
১৮. ‘লাঠি তোমার দিন ফুরাইয়াছে’ — কথাটি লিখেছিলেন —
(ক) রবীন্দ্রনাথ (খ) বঙ্কিমচন্দ্র (গ) শরৎচন্দ্র (ঘ) তারাশঙ্কর
১৯. ‘ঝরনা কলম’ নামটি দেন —
(ক) বিদ্যাসাগর (খ) রাজশেখর বসু (গ) মধুসূদন দত্ত (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২০. উনিশ শতকে কত আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত ? —
(ক) চার আনায় (খ) আট আনায় (গ) বারো আনায় (ঘ) ষোলো আনায়
২১. ‘একটি কলমের দাম ধার্য হয়েছে __ পাউন্ড ।’
(ক) আড়াই হাজার পাউন্ড (খ) তিন হাজার পাউন্ড (গ) আড়াইশো পাউন্ড (ঘ) তিনশো পাউন্ড
২২. ‘শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন’ —
(ক) সত্যজিৎ রায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) অন্নদাশঙ্কর রায় (ঘ) সুভাষ মুখোপাধ্যায়
২৩. খাগের কলম কখন দেখা যায় ?
কি) হাতে খড়ির সময় খ)সরস্বতী পূজার সময় গ) হালখাতার সময় ঘ) নববর্ষের সময়
২৪. ‘ফাউন্টেন পেনের এক বিপদ’ — বিপদটি কী ?
(ক) পয়সাওয়ালা ছাড়া কিনতে পারে না (খ) লেখককে নেশাগ্রস্ত করে
(গ) লিখতে লিখতে খারাপ হয়ে যায় (ঘ) প্রচুর পাওয়া যায় না
২৫. সত্যজিৎ রায়ের অনেক সুন্দর সুন্দর নেশার একটি ছিল —
(ক) ছবি আঁকা (খ) রং শিল্প (গ) হস্তশিল্প (ঘ) লিপিশিল্প
২৬. ‘বাংলায় একটা কথা চালু ছিল’ —
(ক) কালি-কলম-মন লেখে তিনজন (খ) তিল-ত্রিফলা-শিমুল ছালা, ছাগ করি মেলা
(গ) কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি (ঘ) কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত
২৭. সোনার দোয়াতকলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন কীভাবে ?
(ক) রবীন্দ্রনাথের দোয়া সংগ্রহ দেখতে গিয়ে (খ) সুভো ঠাকুরের দোয়ার সংগ্রহ দেখতে গিয়ে
(গ) শৈলজানন্দের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে (ঘ) তারাশঙ্করের দোয়ার সংগ্রহ দেখতে গিয়ে
২৮. ফাউন্টেন পেনকে দামি ও পোক্ত করার জন্য ব্যবহার করা হতো
ক)প্লাটিনাম খ) সোনা গ) কচ্ছপের খোল ঘ) ক ও খ উভয়ই
২৯. “তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা।” – এখানে কার কথা বলা হয়েছে?
ক)শৈলজানন্দ খ) শরৎচন্দ্র গ) সত্যজিৎ ঘ) অন্নদাশঙ্কর
৩০. ছেলেবেলায় এক দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল
ক) পায়ের মোজায় গোঁজা খ) কানে গোঁজা
গ) বুক পকেটে গোঁজা ঘ) কাঁধের পকেটে গোঁজা

উত্তরমালা :

১খ ২গ ৩গ ৪ঘ ৫ক ৬গ ৭খ ৮ঘ ৯গ ১০খ
১১খ ১২খ ১৩গ ১৪খ ১৫গ ১৬ক ১৭খ ১৮খ
১৯ঘ ২০গ
২১ক ২২ক ২৩খ ২৪খ ২৫ঘ ২৬গ ২৭খ ২৮ঘ ২৯খ ৩০ক

বহুরূপী – সুবোধ ঘোষ মূলগ্রন্থ : গল্পসমগ্র (তৃতীয় খণ্ড)
১. ‘খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো । অন্যদিকে যাও ।’ — একথা কে বলেছে ?
(ক) ভবতোষ (খ) অনাদি
(গ) কাশীনাথ (ঘ) জনৈক বাসযাত্রী
২. বিরাগী মতে ‘পরম সুখ’ হল —
(ক) সংসার ত্যাগ না করা (খ) ঈশ্বর সাধনা করা
(গ) সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা (ঘ) পরমাত্মার দর্শন লাভ
৩. বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি —
(ক) জামা (খ) পাঞ্জাবি (গ) শাল (ঘ) উত্তরীয়
৪. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান
ক) একদিন খ) দুদিন গ) চারদিন ঘ) পাঁচদিন
৫. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—
(ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা
৬. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন —
(ক) জগদীশবাবুর বাড়ি (খ) চকের বাসস্ট্যান্ডে
(গ) দয়ালবাবুর লিচুবাগানে (ঘ) চায়ের দোকানে
৭. জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –
(ক) এক হাজার টাকা (খ) পাঁচশো টাকা
(গ) একশো এক টাকা (ঘ ) একশো টাকা
৮. “সাতদিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন।” – সন্ন্যাসী সম্পর্কে নীচের কোন তথ্যটি সঠিক ?
ক) হিমালয়ের গুহাতে থাকেন খ) সারা বছরে শুধু একটি হরীতকী খান
গ) সন্ন্যাসীর বয়স হাজার বছরের বেশি ঘ) সবগুলি
৯. নকল পুলিশ হরিদা মাস্টারমশায়ের কাছে কত ঘুষ নিয়েছিলেন
ক) চার আনা খ) আট আনা গ) বারো আনা ঘ) এক টাকা
১০. “সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ “- যার সম্পর্কে এ কথা বলা হয়েছে
ক) জগদীশবাবু খ) বিরাগী সন্ন্যাসী গ) সন্ন্যাসী ঘ) অনাদি
১১. জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর বয়স আনুমানিক-
ক) একশো বছর খ) পাঁচশো বছর
গ) হাজার বছরের বেশি ঘ) চারশ বছর
১২. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কী খেতেন?
ক) একটি আমলকী খ)একটি হরীতকী
গ) চারটি রুটি ঘ) শুধু দুধ
১৩. “সে ভয়ানক দুর্লভ জিনিস”-দুর্লভ জিনিসটি হল-
ক) সন্ন্যাসীর আশীর্বাদ খ) সন্ন্যাসীর সান্নিধ্য
গ) সন্ন্যাসীর পদধূলি ঘ) সন্ন্যাসীর উপদেশ
১৪. হরিদা চকের বাসস্ট্যান্ডে পাগল সেজেছিলেন-
ক) সকালবেলায় খ) সন্ধেবেলায়
গ) দুপুরবেলায় ঘ) বিকালবেলায়
১৫. “একটু তারিফই করলেন” -যিনি তারিফ করলেন-
ক) জগদীশবাবু খ) দোকানদার
গ) সন্ন্যাসী ঘ) মাস্টারমশাই
১৬. “ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল-পুলিশ হরিদা”-ঘুষের পরিমাণ ছিল –
ক) আট টাকা খ) আট আনা
গ) পাঁচ আনা ঘ) দশ আনা
১৭. “আপনি কি ভগবানের চেয়েও বড়ো?”-এ কথা বলেছেন-
ক) জগদীশবাবু খ) হিমালয়ের সন্ন্যাসী
গ) বিরাগী ঘ) ভবতোষ
১৮. বিরাগীর মতে সব তীর্থ-
ক) মানুষের বুকের ভিতর খ) গভীর অরণ্যে
গ) হিমালয়ের চূড়ায় ঘ) শূন্য আকাশে
১৯. “আপনিই বিরাগী?”- কথাটি বলেছিলেন-
ক) কথক খ) ভবতোষ
গ) জগদীশবাবু ঘ) অনাদি
২০. ‘সেটা পূর্বজন্মের কথা’-পূর্বজন্মের কথাটি হল-
ক) বিরাগী সংসার বিমুখ খ) বিরাগী নির্মোহ হন
গ) বিরাগী রাগের অধীন ঘ) বিরাগী কাউকে পদধূলি দেন

উত্তরমালা :

১গ ২গ ৩ঘ ৪ক ৫ক ৬গ ৭গ ৮ঘ ৯খ ১০ক
১১গ ১২খ ১৩গ ১৪গ ১৫ঘ ১৬খ ১৭গ ১৮ক ১৯খ ২০গ

অভিষেক – মাইকেল মধুসূদন দত্ত

মূলগ্রন্থ : ‘মেঘনাদবধকাব্যে’র প্রথম সর্গ অভিষেক
১. ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা (খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমীলা
২. ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে কে এসেছিলেন ? —
(ক) জনক সুতা (খ) পাঞ্চাল সুতা (গ) দানব সুতা (ঘ) অম্বুরাশি-সুতা
৩. ‘ছদ্মবেশী অম্বুরাশি-সুতা উত্তরিলা;’— ‘অম্বুরাশি-সুতা’ কথার অর্থ কী ? —
(ক) সমুদ্রকন্যা (খ) অগ্নিকন্যা (গ) পবনকন্যা (ঘ) রাক্ষসকন্যা
৪. ‘হাসিবে মেঘবাহন;’— মেঘবাহন কাকে বলা হয়েছে ? —
(ক) ইন্দ্রজিৎকে (খ) ইন্দ্রকে (গ) বরুণকে (ঘ) অগ্নিকে

৫. ‘অভিষেক’ কবিতাটি ‘মেঘনাদবধ কাব্য’ র কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ? —
(ক) দ্বিতীয় সর্গ (খ) প্রথম সর্গ (গ) ষষ্ঠ সর্গ (ঘ) চতুর্থ সর্গ
৬. ‘হৈমবতীসুত যথা নাশিতে তারকে’ — ‘হৈমবতীসুত কাকে বলা হয়েছে ? —
(ক) অর্জুন (খ) লক্ষণ (গ) কার্তিকেয় (ঘ) মেঘনাদ
৭. ‘অভিষেক করিলা কুমারে ।’ কবিতাটিতে কার অভিষেক হয়েছে ? —
(ক) বীরবাহুর (খ) কুম্ভকর্ণের (গ) মেঘনাদের (ঘ) বিভীষণের
৮. অভিষেক করিলা কুমারে ।’ কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন
ক) বিল্বপত্র দিয়ে খ) দধিদুগ্ধ দিয়ে গ) গঙ্গোধক দিয়ে ঘ) পাদোদক দিয়ে
৯. ‘কে বধিল কবে প্রিয়ানুজে ?’ — প্রিয়ানুজ কে ছিলেন ? —
(ক) ইন্দ্রজিৎ (খ) রামচন্দ্র (গ) লক্ষ্মণ (ঘ) বীরবাহু
১০. ‘রাক্ষস-কুল-শেখর তুমি, বৎস; তুমি রাক্ষস-কুল- ভরসা ।’ — এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন
(ক) রাবণ (খ) মেঘনাদ (গ) বীরবাহু (ঘ) কুম্ভকর্ণ
১১. ‘সমরে নাশি তোমার কল্যাণে / রাঘবে’ । — ‘তোমার’ বলতে বোঝানো হয়েছে —
(ক) রাবণকে (খ) প্রমীলাকে (গ) ইন্দ্রজিৎকে (ঘ) ইন্দিরাকে
১২. উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু’ — ‘অসুরারি রিপু’ হলো —
(ক) রামচন্দ্র (খ) বীরবাহু (গ) ইন্দ্রজিৎ (ঘ) রাবণ
১৩. “হায় বিধি বাম মম প্রতি”- বক্তা কে ?
ক) রাবণ খ) ইন্দ্রজিৎ C) রামচন্দ্র ঘ) প্রমীলা
১৪. “কে কবে শুনেছে, লোক মরি পুনঃ বাঁচে?” – বক্তা হলেন
ক) রাবণ খ) ইন্দ্রজিৎ C) রামচন্দ্র ঘ) প্রমীলা
১৫. “তাই আমি জাগানু অকালে ভয়ে ” – কে কাকে জাগিয়েছিল ?
ক) প্রমীলা ইন্দ্রজিৎকে খ) রাবণ ইন্দ্রজিৎকে
গ) রাবণ কুম্ভকর্ণকে ঘ) ইন্দ্রজিৎ রাবণকে
১৬. “কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী/ইন্দ্রজিৎ, প্রণমিয়া,…” -ইন্দ্রজিৎ কাকে প্রণাম করেছিলেন ?
ক) রাবণকে খ) চিত্রাঙ্গদাকে
গ) মন্দোদরীকে ঘ) ধাত্রীকে
১৭. “কি হেতু, মাতঃ, গতি তব আজি/এ ভবনে?”-ইন্দ্রজিৎ এ কথা জিজ্ঞাসা করেছেন-
ক) মন্দোদরী দেবীকে খ) প্রমীলাকে
গ) সীতাদেবীকে ঘ) প্রভাষাবেশী লক্ষ্মীকে
১৮. “হায়। পুত্র, কি আর কহিব/কনক-লঙ্কার দশা!” -বক্তা লঙ্কার কথা বলার ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন, কারণ ঘোরতর যুদ্ধে-
ক) কুম্ভকর্ণের মৃত্যু হয়েছে খ) বীরবাহুর মৃত্যু হয়েছে
গ) রাবণরাজার মৃত্যু হয়েছে ঘ) চিত্রঙ্গদার মৃত্যু হয়েছে
১৯. “ঘোরতর রণে,/হত প্রিয় ভাই তব…” এই ‘প্রিয় ভাই’ হল-
ক) বীরবাহু খ) লক্ষ্মণ
গ) কুম্ভকর্ণ ঘ) ইন্দ্রজিৎ

২০. “তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি” রাক্ষসাধিপতি রাবণ যার শোকে কাতর, তিনি হলেন-
ক) প্রমীলা খ) চিত্রাঙ্গদা
গ) মন্দোদরী ঘ) বীরবাহু
২১. “… ইন্দিরা সুন্দরী/উত্তরিলা;” – ‘ইন্দিরা’ সম্পর্কে যে বিশেষণ এখানে প্রযুক্ত হয়েছে-
(ক) রত্নোত্তমা খ) রত্নাকর প্রিয়তমা
গ)রত্নাকর রত্নোত্তমা ঘ) রত্নাকর হেমলতা
২২. “হায়। পুত্র __ সীতাপতি; তব শরে মরিয়া বাঁচিল।”-‘সীতাপতি’ সম্পর্কে যে বিশেষণটি প্রয়োগ করা হয়েছে-
ক) মায়াবী মানব খ) রঘুকুলমণি
গ) বীরবব রঘুবর ঘ) মহাবলী
২৩. “তব শরে মরিয়া বাঁচিল।”-মরে বেঁচে উঠেছেন-
(ক) লক্ষ্মণ খ) রামচন্দ্র
গ) বিভীষণ ঘ) কুম্ভকর্ণ
২৪. “যথা অশোকের ফুল অশোকের তলে/আভাময়!” – অশোক ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে যার সঙ্গে
ক) কনক বলয় (খ) কুণ্ডল
গ) প্রমীলার অলংকারের ঘ) কুসুমদাম
২৫. “শোভিল কুণ্ডল,”-কুণ্ডল কোথায় শোভা পাচ্ছিল?
ক) শিরোপরে খ) পদতলে
গ) অশোকের তলে ঘ) আকাশে
২৬. “উদ্ধারিতে/গোধন, সাজিলা শূর শমীবৃক্ষমূলে।”-কে সেজেছিলেন ?
ক) অর্জুন খ) মেঘনাদ
গ) হৈমবতীসুত ঘ) বিরাটপুত্র
২৭. ‘বৃহন্নলারূপী কিরীটী’ ‘কিরীটী’ হলেন-
ক) অর্জুন খ) ইন্দ্রজিৎ গ) অভিমন্যু ঘ) বিরাটপুত্র
২৮. ‘কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে,’ – এখানে পুত্র হলেন
ক) মেঘনাদ খ) রাবণ গ) রামচন্দ্র ঘ) বীরবাহু
২৯. বিদায় কালে পত্নীকে ইন্দ্রজিৎ সম্বোধন করেছিলেন যা বলে
ক) চন্দ্রমুখী খ) সোনামুখী গ) সূর্যমুখী ঘ) বিধুমুখী
৩০. “শিঞ্জিনী আকর্ষি রোষে,”- এখানে ‘শিঞ্জিনী’ শব্দের অর্থ হল-
ক) দুন্দুভি খ) পায়ের নূপুর গ) ধনুকের ছিলা ঘ) অসি

উত্তরমালা :

১ঘ ২ঘ ৩ক ৪খ ৫খ ৬গ ৭গ ৮গ ৯ঘ ১০খ
১১খ ১২গ ১৩ক ১৪ক ১৫গ ১৬ঘ ১৭ঘ ১৮খ ১৯ক ২০ঘ
২১গ ২২ক ২৩খ ২৪খ ২৫খ ২৬ক
২৭ক ২৮ক ২৯ঘ ৩০গ

প্রলয়োল্লাস – কাজী নজরুল ইসলাম

মূলগ্রন্থ : অগ্নিবীণা

১. ‘প্রলয়োল্লাস’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী ?
(ক) সর্বহারা (খ) অগ্নিবীণা
(গ) ফণীমনসা (ঘ) সাম্যবাদী
২. ‘তোরা সব জয়ধ্বনি কর !’ —কবিতায় বাক্যটি কত বার ব্যবহৃত হয়েছে ?
(ক) ১৫ বার (খ) ১৭ বার
(গ) ১৯ বার (ঘ) ২০ বার
৩. বজ্রশিখার মশাল জ্বেলে আসছে’ — কে আসছে ?
(ক) ভয়ংকর (খ) শংকর
(গ) দ্বিগম্বর (ঘ) শুভংকর
৪. জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন ।’— কে আসে ?
(ক) মহাকাল সারথি (খ) চিরসুন্দর
(গ) নবীন (ঘ) প্রলয়
৫. ‘সর্বনাশী জ্বালামুখী’ কাকে বলা হয়েছে ?
(ক) সূর্যকে (খ) নক্ষত্রকে (গ) চন্দ্রকে (ঘ) ধূমকেতুকে
৬. ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় ।’ — ‘কেতন’ শব্দটির অর্থ কী ?
(ক) শিখা (খ) পতাকা (গ) ঝড় (ঘ) জয়টিকা
৭. “কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে”- যার আসার কথা বলা হয়েছে
ক) সুন্দর খ) চিরসুন্দর গ) নবীন ঘ) মহাকাল
৮. “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –
(ক) মহাকাল (খ) চরাচর (গ) গগনতল (ঘ) গিরিশিখর
৯. কবি ‘নূতনের কেতন’ বলেছেন
ক) কালবোশেখির ঝড়কে খ) বিশ্বমায়ের আসনকে
গ) দ্বাদশ রবির বহ্নিজ্বালাকে ঘ) অট্টরোলের হট্টগোলকে
১০. “ভেঙে আবার গড়তে জানে সে __!”-শূন্যস্থানে বসবে
ক) সুন্দর খ) মহাকাল গ) নবীন ঘ) চিরসুন্দর
১১. “ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়,”
ক) সপ্ত খ) দ্বাদশ গ) উষ্ণ ঘ) মধ্য গগণ
১২. “দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়।”- ‘পিঙ্গল’ শব্দের অর্থ-
ক) পীত (হলুদ) রঙের আভাযুক্ত গাঢ় নীল খ) সাদা
গ) রক্তবর্ণ ঘ) খয়েরি
১৩. জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো রয়েছে-
ক) প্রলয়ের মধ্যে খ) ধ্বংসের মধ্যে
গ) সৃষ্টির মধ্যে ঘ) বিনাশের মধ্যে
১৪. ‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল-
ক) ধ্বংসের আনন্দ খ) রথঘর্ঘর
গ) ভয়ংকরের চণ্ডরূপ ঘ) দিগন্তরের কাঁদন
১৫.’রক্ত-তাহার কৃপাণ ঝোলে’-‘কৃপাণ’ শব্দের অর্থ-
ক) ঝামর খ) চাবুক গ) তীর ঘ) খড়গ
১৬. ‘অট্টরোলের হট্টগোলে স্তব্ধ’-
ক) চরাচর খ) মহাকাল গ) গগনতল ঘ) গিরিশিখর
১৭. “দিগম্বরের জটায় হাসে”-
ক) গঙ্গানদীর জল খ) পার্বতীর মুখ
গ) শিশু-চাঁদের কর ঘ) কোনোটিই নয়
১৮. “উল্কা ছুটায় নীল খিলানে”-‘নীল খিলান’ বলতে এখানে বোঝানো হয়েছে-
ক) প্রাসাদকে খ) নীল স্তম্ভকে
গ) নীল আকাশকে ঘ) নীল সমুদ্রকে
১৯. “মাভৈঃ মাভৈঃ” – মাভৈঃ শব্দের অর্থ –
ক) ভয় কোরো না খ) ভয়ংকর
গ) সাবধান ঘ) ভয় দূর হয়ে গেছে
২০. “কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়।”- কে?
ক) বাতাস খ) চামর
গ) সাগর ঘ) ঝামর

উত্তরমালা :

১খ ২গ ৩ক ৪গ ৫ঘ ৬খ ৭ক ৮খ ৯ক ১০ঘ
১১খ ১২ক ১৩ঘ ১৪ক ১৫ঘ ১৬ক ১৭গ ১৮গ ১৯ক ২০ঘ

পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মূলগ্রন্থ : পথের দাবী
১. গিরীশ মহাপাত্রের পায়ে ছিল —
(ক) সাদা রঙের মোজা (খ) নীল রঙের ফুল মোজা
(গ) কালো রঙের ফুল মোজা (ঘ)সবুজ রঙের ফুল মোজা
২. ‘এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার’ — কোন শহরে ?
(ক) বর্মা (খ) কলকাতা (গ) ঢাকা (ঘ) কলম্বো
৩. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন —
(ক) শিক্ষক (খ) ডাক্তার (গ) পুলিশ (ঘ) কেরানি
৪. “বুড়োমানুষের কথাটা শুনো”— কার বক্তব্য ?
(ক) নিমাইবাবু (খ) গিরীশ মহাপাত্র (গ) জগদীশবাবু (ঘ) অপূর্ব
৫. গিরীশ মহাপাত্রের পকেট থেকে কোন জিনিসটি বের হয়নি ?
(ক) বিড়ি (খ) সিগারেট (গ) দেশলাই (ঘ) গাঁজার কলিকা
৬. ‘সে যে বর্মায় এসেছে, এ খবর সত্য ।’ — কার বর্মায় আসার খবর সত্য ?
(ক) অপূর্বর (খ) নিমাইবাবু (গ) গিরীশ মহাপাত্রের (ঘ) সব্যসাচীর
৭. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?
(ক) পুলিশ-স্টেশনে (খ) জাহাজ ঘাটায় (গ) রেল স্টেশনে (ঘ) বিমান বন্দরে

৮. ” দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।”— বক্তা হলেন –
(ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র
৯. গিরিশ মহাপাত্রে রুমালে যে ছবি আঁকা ছিল
ক) বাঘ খ) সিংহ গ) রামধনু ঘ) ফুল
১০. গিরীশ মহাপাত্রের বয়স –
(ক) চল্লিশ-বিয়াল্লিশ (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়
(গ) পঞ্চাশ-পঞ্চান্ন (ঘ) পঞ্চাশের কাছাকাছি
১১. অপূর্বর পিতার বন্ধু হলেন-
ক) জগদীশবাবু খ) রামদাস
গ) নিমাইবাবু ঘ) গিরীশ মহাপাত্র
১২. পুলিশ স্টেশনে বসে-থাকা বাঙালিরা কোথায় কাজ করত?
ক) বর্মা জাহাজঘাটে খ) বর্মা অয়েল কোম্পানিতে
গ) বর্মা কয়লাখনিতে ঘ) বর্মা চটকলে
১৩. ‘কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন…’- অপূর্ব যাকে ‘কাকাবাবু’ বলেছেন
ক) জগদীশবাবুকে খ) গিরীশ মহাপাত্রকে
গ) নিমাইবাবুকে ঘ) রামদাস তলওয়ারকরকে
১৪. “তবে ও বস্তুটি পকেটে কেন”-পকেটে থাকা বস্তুটি হল-
ক) কাঠের ফুটরুল খ) কম্পাস
গ) গাঁজার কলকে ঘ) বাঘ-আঁকা রুমাল
১৫. গিরীশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল-
ক) দুটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা খ) দুটি টাকা ও গন্ডা চারেক পয়সা
গ) একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা ঘ) একটি টাকা ও গন্ডা চারেক পয়সা
১৬. “এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার।”-কোন্ শহরের কথা বলা হয়েছে ?
ক) ভামো খ) ম্যানডালে গ) মিকথিলা ঘ) রেঙ্গুন
১৭. “অপূর্ব রাজি হইয়াছিল।”- অপূর্ব কোন্ ব্যাপারে রাজি হয়েছিল?
ক) সব্যসাচী মল্লিককে দেখতে যেতে খ) বর্মা নাচ দেখতে যেতে
গ) রামদাসের স্ত্রীর বানানো মিষ্টান্ন প্রত্যহ গ্রহণ করতে ঘ) ভামোর অফিসে চলে যেতে
১৮. “এতবড়ো কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর।’- ‘কার্যকুশলা মেয়ে’-টি হল-
ক) তলওয়ারকরের স্ত্রী খ) অপূর্বর স্ত্রী
গ) উপরতলার বাসিন্দা খ্রিস্টান মেয়েটি ঘ) অপূর্বর বোন
১৯. “কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ”-বক্তা হলেন-
ক) অপূর্ব খ) জগদীশবাবু
গ) রামদাস ঘ) নিমাইবাবু
২০. অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল-
ক) ফিরিঙ্গি ছোঁড়ারা খ) রেলপুলিশ
গ) টিকিট পরীক্ষক ঘ) স্টেশনমাস্টার

২১. “তোমার চিন্তা নেই ঠাকুর।”- ‘ঠাকুর’ বলতে যাকে বোঝানো হয়েছে
ক) নিমাইবাবু খ) তেওয়ারি
গ) গিরীশ মহাপাত্র ঘ) তলওয়ারকর
২২. “বাবুজি, মায় নে আপকো তো জরুর কঁহা দেখা”-বক্তা কে?
ক) নিমাইবাবু খ) তেওয়ারি
গ) জগদীশবাবু ঘ) তলওয়ারকর
২৩. “কথায় বলে পরোধর্ম ভয়াবয়। লল্লাটের লেখা তো খণ্ডাবে না।” -বক্তা কে?
ক) অপূর্ব খ) তেওয়ারি
গ) গিরীশ মহাপাত্র ঘ) তলওয়ারকর
২৪. “আমি বাবু ধর্মভীরু মানুষ।” – ধর্মভীরু মানুষটি হলেন
ক) জগদীশবাবু খ) তেওয়ারি
গ) গিরীশ মহাপাত্র ঘ) তলওয়ারকর
২৫. ‘বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্তর-টাস্তর সবই কিছু কিছু শিখেছিলাম”- এ কথা বলেছিল
ক) জগদীশবাবু খ) তেওয়ারি
গ) গিরীশ মহাপাত্র ঘ) তলওয়ারকর
২৬. অপূর্ব কোন্ শ্রেণির যাত্রী ছিল?
ক) তৃতীয় শ্রেণির খ) দ্বিতীয় শ্রেণির গ) প্রথম শ্রেণির ঘ) চতুর্থ শ্রেণির
২৭. অপূর্ব ট্রেনে যে পাত্রে তার আহার সম্পন্ন করল-
ক) মাটির পাত্রে খ) পিতলের পাত্রে
গ) লোহার পাত্রে ঘ) টিনের পাত্রে
২৮. অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল-
ক) পাঁচ বার খ) চার বার গ) তিন বার ঘ) দুই বার
২৯. অপূর্ব ভাবো নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন
ক) সকালবেলায় খ) দুপুরবেলায়
গ) বিকেলবেলায় ঘ) রাত্রিবেলায়
৩০. গিরীশ মহাপাত্রের গায়ে কোন রঙের চুড়িদার পাঞ্জাবি ছিল?
ক) লাল খ) সবুজ গ) কালো ঘ) রামধনু

উত্তরমালা :

১ঘ ২ক ৩খ ৪ক ৫খ ৬ঘ ৭গ ৮ক ৯ক ১০খ
১১গ ১২খ ১৩গ ১৪গ ১৫গ ১৬ঘ ১৭গ ১৮গ ১৯গ ২০ক
২১খ ২২ঘ ২৩গ ২৪গ ২৫গ ২৬গ ২৭খ ২৮গ ২৯গ ৩০ঘ

সিন্ধুতীরে — সৈয়দ আলাওল

মূলগ্রন্থ : পদ্মাবতী

১. “বিস্মিত হইল বালা…।”—বালা কী দেখে বিস্মিত হয়েছিল ?
A) সিন্ধুতীরে মাঞ্জস দেখে B) নিপতিতা কন্যার অচৈতন্য অবস্থা দেখে
C) নিপতিতা কন্যার রূপের বাহার দেখে D) পঞ্চকন্যার চেতন দেখে
২. ‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ।’— ‘ মাঞ্জস ’ শব্দটির অর্থ –
ক) ভেলা খ) জাহাজ গ) নৌকা ঘ) ডিঙি
৩. সৈয়দ আলাওল যে সময়কার কবি , তা হলো –
ক) পঞ্চদশ শতক খ) ষোড়শ শতক গ) সপ্তদশ শতক ঘ) অষ্টাদশ শতক
৪. ‘পঞ্চকন্যা পাইলা চেতন।’ – পঞ্চকন্যা কটি দণ্ডের মধ্যে চেতন পেয়েছিল ?
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়
৫. সৈয়দ আলাওলের ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি ‘পদ্মাবতী’ কাব্যের যে খন্ড থেকে গৃহীত
ক) পদ্মা-সমুদ্র খণ্ড খ) দেশযাত্রা খণ্ড
গ) নাগমতী -সন্দেশ খণ্ড ঘ) পদ্মাবতী- রত্নসেন ভেঁট খণ্ড
৬. অচৈতন্য পদ্মাবতীর সঙ্গে তার যতগুলি সখী ছিল
ক) পাঁচজন খ) চারজন গ) তিনজন ঘ) ছয়জন
৭. পদ্মাবতীর রূপ দেখে সমুদ্রকন্যা যা অনুমান করেছিলেন
ক) তিনি স্বর্গের কোন অপ্সরী খ) স্বর্গের কোন দেবী
গ) ইন্দ্রশাপে অভিশপ্তা কোনো স্বর্গভ্রষ্টা বিদ্যাধরী ঘ) কোনো রাজ্যের রাজকন্যা
৮. “বাহুরক কন্যার জীবন”- বাহুরক শব্দের অর্থ
ক) বর্ণবহুল খ) ফিরে আসুক গ) বলীয়ান ঘ) বাহু দ্বারা আচ্ছাদিত
৯. সমুদ্রকন্যা পদ্মার বাগানে যে গাছ ছিল
ক) সুগন্ধি পুষ্পবৃক্ষ খ) সুলক্ষণ ফলবৃক্ষ
গ) ক ঠিক খ ভুল ঘ) ক ও খ নির্ভুল
১০. ‘সমুদ্রনৃপতি সুতা’ হলো
ক) পদ্মা খ) পদ্মাবতী গ) মনোরমা ঘ) বিদ্যাধরী
১১. ‘অতি মনোহর দেশ’ বলতে বোঝানো হয়েছে-
ক) সমুদ্রকে খ) চিতোরকে
গ) সিংহলকে ঘ) সমুদ্রের পাশে পার্বত্য অঞ্চলকে
১২. “তাহাতে বিচিত্র টঙ্গি…”-‘টঙ্গি’ শব্দের অর্থ-
ক) ছবি খ) গাছপালা গ) তিরধনুক ঘ) প্রাসাদ
১৩. সিন্ধুতীরের ওপরের পর্বত ছিল-
ক) ঘর-বাড়িতে পূর্ণ খ) ফল-ফুলে সজ্জিত
গ) পশুপাখিতে ভরা ঘ) জল-মানুষে পূর্ণ
১৪. রূপে অতি রম্ভা জিনি”- রম্ভা হলেন-
ক) অপ্সরা খ) দেবী
গ) দাসী ঘ) সখী
১৫. “চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা…”-এখানে ‘চিত্রের পোতলি সমা’ হলেন-
ক) পদ্মাবতী খ) পদ্মা গ) নাগমতী ঘ) বিজয়া

১ক ২ক ৩গ ৪খ ৫ক ৬খ ৭গ ৮খ ৯ঘ ১০ক
১১ঘ ১২ঘ ১৩খ ১৪ক ১৫ক

অদল বদল – পান্নালাল প্যাটেল

তরজমা : অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
মূলগ্রন্থ : পান্নালালনি শ্রেষ্ঠ বার্তাও

১. ইসাব ও অমৃতের সবটাতেই মিল, তফাৎ শুধু একটা ইসাবের
ক) বাবা নেই খ) বাড়ি নেই গ) অমৃতের মতো বুদ্ধি নেই ঘ) মা নেই
২. অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন ?
ক) ১১ জনকে খ) ১৭ জনকে গ) ২১ জনকে ঘ) ৩১ জনকে
৩. ‘অদল বদল’ গল্পের লেখক পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন ?
ক) মারাঠি ভাষার খ) গুজরাটি ভাষার গ) তামিল ভাষার ঘ) হিন্দি ভাষার
৪. ইসাবের বাবার নাম
ক) পাঠান খ) হাসান গ) বাহালি ঘ) হোসেন
৫. অমৃত ও ইসাবের বয়স
ক) ১০ বছর খ) ১২ বছর গ) ১১ বছর ঘ) ১২ বছর
৬. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ?
ক) ছবি আঁকতে খ) হোলি খেলতে গ) ফুটবল খেলতে ঘ) কুস্তি লড়তে
৭. অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল
ক) ইসাব খ) কালিয়া গ) ইসাবের বাবা ঘ) পাড়ার একটি ছেলে
৮. ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল
ক) দুই ইঞ্চি খ) ছয় ইঞ্চি গ) চার ইঞ্চি ঘ) পাঁচ ইঞ্চি
৯. “পাঠানোর গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো”–
ক) পাড়াপড়শি খ) গ্রামের লোকেরা গ) মায়ের দল ঘ) পাড়াপড়শি মায়ের দল
১০. “অমৃতের কপাল ভালো । কারণ দিনটা ছিল –
ক) পরীক্ষার দিন খ) খেলার প্রতিযোগিতার দিন গ) হোলির দিন ঘ) জন্মদিন
১১. অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন-
ক) চাষি খ) শিক্ষক
গ) জেলে ঘ) উকিল
১২. অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল?
ক) এক বন্ধুর বাড়িতে খ) ইসাবদের বাড়িতে
গ) ইসাবদের গোয়ালঘরে ঘ) এক প্রতিবেশীর গোয়ালঘরে
১৩. “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল” -বুদ্ধিটা ছিল-
ক) জামা অদলবদল করার খ) পালিয়ে যাওয়ার
গ) লুকিয়ে থাকার ঘ) কালিয়ার সঙ্গে কুস্তি লড়ার
১৪. ইসাবের বাবার নাম ছিল-
ক) বাহালি খ) পাঠান
গ) হাসান ঘ) হোসেন
১৫. অদল বদল এর গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে পৌছলো?
ক) গ্রাম প্রধান খ) থানার দারোগা
গ) ব্লক উন্নয়ন আধিকারিক ঘ) ক ও খ উভয়ই
১৬. “কী খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।” উক্তিটির বক্তা
ক) বাহালি খ) পাঠান
গ) অমৃতের বাবা ঘ) গ্রাম প্রধান
১৭. পান্নালাল প্যাটেল কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন?
ক) ১৯৫০ খ্রিস্টাব্দে খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে
১৮. “আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।”-বক্তা হলেন-
ক) গ্রামপ্রধান খ) ইসাবের বন্ধু
গ) কালিয়া ঘ) বাহালি বৌদি
১৯. অমৃতের মায়ের নাম
ক) রমা খ) রূপা
গ) বাহালি ঘ) রূপালি
২০. অমৃত ও ইসাবের জামা অদলবদলের গল্প পাড়াপড়শিদের বলেছিল-
ক) ইসাবের বাবা খ) অমৃতের বাবা
ঘ) ইসাবের মা ঘ) অমৃতের মা

উত্তরমালা :

১ঘ ২গ ৩খ ৪খ ৫ক ৬ঘ ৭খ ৮খ ৯ঘ ১০গ
১১ক ১২গ ১৩ক ১৪গ ১৫ক ১৬খ ১৭গ ১৮ক ১৯গ ২০ক

বাংলা ভাষায় বিজ্ঞান – রাজশেখর বসু

মূলগ্রন্থ : বিচিন্তা

১. বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?
ক) অরণ্যে রোদন খ) অল্প বিদ্যা ভয়ংকরী গ) হাতের পাঁচ ঘ) হ য ব র ল
২. রাজশেখর বসুর ছদ্মনাম কী ?
ক) হুঁতোম পেঁচা খ) অনিলা দেবী গ) পরশুরাম ঘ) ভানুসিংহ
৩. ‘Sensitized Paper’ — এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রমাণিত মনে করেছেন
ক) স্পর্শকাতর কাগজ খ) সুবেদী কাগজ গ) সুগ্রাহী কাগজ ঘ) ব্যথাপ্রবণ কাগজ
৪. বাংলা ভাষা বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো
ক) বাংলা ভাষার প্রতি অনীহা খ) ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ
গ) ইংরেজি পারিভাষিক শব্দের অভাব ঘ) বাংলা পারিভাষিক শব্দের অভাব
৫. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি —
ক) ইংরেজি ভাষায় দক্ষ খ) বাংলা ভাষায় দক্ষ
গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
৬. কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন
ক) ১৯৩৬ সালে খ) ১৯৩০ সালে গ) ১৯২৫ সালে ঘ) ১৯৪০ সালে
৭. পরিভাষা প্রণয়নের ব্যাপারে প্রথম উদ্যোগী হয়
ক) কলিকাতা বিশ্ববিদ্যালয় খ) ভারতীয় সাহিত্য অ্যাকাডেমি
গ) বঙ্গীয় সাহিত্য পরিষৎ ঘ) বাংলা সাহিত্য অ্যাকাডেমি
৮. ছেলেবেলায় লেখককে যে লেখকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল
ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায় খ) ব্রহ্মমোহন মল্লিক গ) ব্রহ্মবান্ধব দাস ঘ) ব্রহ্মমোহন চ্যাটার্জি
৯. Sensitive Person -এর বাংলা অর্থ হওয়া উচিত
ক) উত্তেজনাপ্রবণ ব্যক্তি খ) অভিমানী গ) উত্তেজক ঘ) ব্যথাপ্রবণ
১০. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড।” — উক্তিটি করেছেন
ক) বঙ্কিমচন্দ্র খ) রবীন্দ্রনাথ গ) কালিদাস ঘ) জয়দেব
১১. ‘Connotation’ শব্দের অর্থ-
ক) অর্থব্যাপ্তি খ) অর্থসংকোচ গ) অর্থরূপান্তর ঘ) বিপরীত অর্থ
১২. আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এদেশে-
ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে
খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে
গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে
ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন
১৩. “অনেকে মনে করেন __ শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়।” – শূন্যস্থানে বসবে
ক) ইংরেজি খ) পারিভাষিক গ) নতুন ঘ) বৈজ্ঞানিক
১৪. পরিভাষার উদ্দেশ্য হল-
ক) ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা খ) কোনো বিষয়কে বর্ণনা করা
গ) অল্প পরিচিত শব্দের ব্যবহার করা ঘ) শব্দের অর্থের ব্যাখ্যা দেওয়া
১৫. ‘অরণ্যে রোদন’-এর ব্যঞ্জনার্থ হল-
ক) বনে কান্না খ) বনের কান্না গ)নিষ্ফল ক্রোধ ঘ) নিষ্ফল খেদ
১৬. আমাদের আলঙ্কারিকেরা শব্দের যে শ্রেণির কথা বলেছেন-
ক) অভিধা খ) লক্ষণা গ) ব্যঞ্জনা ঘ) সবগুলিই ঠিক
১৭. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ রচনাটিতে উল্লিখিত পত্রিকায় যে গ্যাসকে স্বাস্থ্যকর বলা হয়েছে- বলে লেখক তাকে অল্পবিদ্যা ভয়ঙ্করীর প্রমাণ বলেছেন-
ক) হাইড্রোজেন খ) মিথেন গ) অক্সিজেন ঘ) ওজন
১৮. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”- কালিদাসের এই উক্তি
ক) কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয় খ) ভূগোলের উপযুক্ত, কাব্যের নয়
গ) কাব্য ও ভূগোল উভয়ের উপযুক্ত ঘ) কোনোটিই নয়
১৯. বৈজ্ঞানিক সাহিত্যে কী কম থাকলে ভালো?-
ক) সমাস খ) সংস্কৃত শব্দ গ) জটিল শব্দ ঘ) অলংকার
২০. পিতলের চেয়ে হালকা ধাতু হলো
ক) অ্যালুমিনিয়াম খ) পারদ গ) সোনা

উত্তরমালা :

১খ ২গ ৩গ ৪গ ৫গ ৬ক ৭গ ৮খ ৯খ ১০গ
১১ক ১২খ ১৩খ ১৪ক ১৫ঘ ১৬ঘ ১৭ঘ ১৮ক ১৯ঘ ২০ক

অস্ত্রের বিরুদ্ধে গান – জয় গোস্বামী

মূলগ্রন্থ : পাতার পোশাক
১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতার প্রথম পংক্তিটি হলো—
ক) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে খ) গান বাঁধিবে সহস্ৰ উপায়ে
গ) অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে ঘ) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো গানের দুটি পায়ে
২. অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতাটির উৎস হলো –
ক) প্রত্নজীব খ) ভালোটি বাসিব গ) পাতার পোষাক ঘ) ভুতুমভগবান
কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ?
ক) বজ্রবিদ্যুৎভর্তি খাতা খ) ভুতুম ভগবান
গ) পাতার পোশাক ঘ) সবগুলি
৪. “গান বাঁধবে সহস্র উপায়ে”-কে গান বাঁধবে?-
ক) চিল খ) কোকিল গ) শকুন ঘ) ময়ূর
৫. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন-
ক) ঋষি বালকের পায়ে খ) নদীতে
গ) দেশগাঁয়ে ঘ) গানের দুটি পায়ে

৬. “গান দাঁড়াল ঋষিবালক” -‘ঋষিবালক’ এখানে-
ক) পবিত্রতার প্রতীক খ) হিংসার প্রতীক
গ) যুদ্ধজয়ের প্রতীক ঘ) প্রতিরোধের প্রতীক
৭. কবি কীভাবে বুলেট তাড়ান?
ক) গান গেয়ে খ) হাত নাড়িয়ে
গ) হুংকার ছেড়ে ঘ) কামান দেগে
৮. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় স্তবকের সংখ্যা-
ক) তিনটি খ) চারটি
গ) দুটি ঘ) পাঁচটি
৯. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় পঙক্তির মোট সংখ্যা-
ক) ১৫টি খ)১৭টি
গ) ১৮টি ঘ)২০টি
১০. “গান তো জানি একটা দুটো”-সেই গানকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) ইট-কাঠের খ) খড়কুটোর
গ) পাথরের ঘ) সোনার

উত্তরমালা :

১ক ২গ ৩ঘ ৪খ ৫ঘ ৬ক ৭খ ৮ক ৯গ ১০খ

নদীর বিদ্রোহ – মানিক বন্দ্যোপাধ্যায়
মূলগ্রন্থ : সরীসৃপ

১. “নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল”—
ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার
গ) ৭ নং আপ প্যাসেঞ্জার ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার
২. নদেরচাঁদ গর্ব অনুভব করত—
ক) নতুন রং করা ব্রিজটির জন্য খ) নিজের পেশার জন্য
গ) শৈশবের ক্ষীণস্রোতা নদীটির জন্য ঘ) ছোট্ট স্টেশনটির জন্য
৩. নদেরচাঁদের বয়স
ক) ২৫ বছর খ) ৩০ বছর গ) ৩৫ বছর ঘ) ৪০ বছর
৪. নদীর বিদ্রোহের কারণ ছিল—
ক) অতিরিক্ত বর্ষণ খ) অনাবৃষ্টি গ) বন্দিদশা থেকে মুক্তি ঘ) ক্ষীণস্রোত
৫. নদেরচাঁদ স্টেশনমাস্টারের চাকরি করছে –
ক) চার বছর খ) পাঁচ বছর গ) ছয় বছর ঘ) সাত বছর

৬. দুইদিন ধরে স্ত্রীকে লেখা নদেরচাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল
(ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
৭. ‘নদীর বিদ্রোহ’ গল্পটির মূলগ্রন্থ
ক) সরীসৃপ খ) প্রাগৈতিহাসিক গ) সমুদ্রের স্বাদ ঘ) ছোট বকুলপুরের যাত্রী
৮. “নদেরচাঁদের ভারি আমোদ বোধ হইতে লাগিল।”–কারণ —
ক) বৃষ্টিতে ভিজে খ) বউকে চিঠি লিখে
গ) নদীর স্ফীত রূপ দেখে ঘ) মাঠ – ঘাট ডুবে যেতে দেখে
৯. নদেরচাঁদ তার কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে?
ক) তিন বছর খ) চার বছর গ) পাঁচ বছর ঘ) ছয় বছর
১০. ” যেন নিজের এই পাগলামিতে আনন্দ উপভোগ করে”- এখানে নদেরচাঁদের যে পাগলামির কথা বলা হয়েছে ?
ক) নদীর জন্য পাগলামি খ) বৃষ্টিস্নাত পরিবেশের সৌন্দর্যের জন্য পাগলামি
গ) ট্রেন দেখার জন্য পাগলামি ঘ) নতুন রং করা ব্রীজের জন্য পাগলামি
১১. মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোটোগল্প-
ক) প্রাগৈতিহাসিক খ)পাশফেল
গ) শিল্পী ঘ) অতসী মামী
১২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম-
ক) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় খ) প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) প্রবোধ বন্দ্যোপাধ্যায় ঘ) প্রবোদকুমার বন্দ্যোপাধ্যায়
১৩. ‘নদীর বিদ্রোহ’ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি
ক) তিনটে পঁয়তাল্লিশের খ) চারটে পঁয়তাল্লিশের
গ) পাঁচটা পঁয়তাল্লিশের ঘ) ছটা পঁয়তাল্লিশের
১৪. স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল-
ক) আধ মাইল খ) এক মাইল
গ) দু-মাইল ঘ) তিন মাইল
১৫. অবিরত বর্ষণের ফলে নদীকে নদেরচাঁদ কতদিন দেখতে পায়নি?-
ক) পাঁচ দিন খ) তিন দিন
গ) সাত দিন ঘ) চার দিন
১৬. “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের”-ভয়ের কারণ-
ক) নদী যদি আবার বন্দি হয়ে পড়ে খ) যদি ব্রিজ ভেঙে যায়
গ) যদি নদী তাকে ভুলে যায় ঘ) আবার যদি নদী শুকিয়ে যায়
১৭. নদের চাঁদ নদীকে এত ভালোবাসে, কারণ-
ক) নদীর ধারেই তার জন্ম খ) নদীর ধারেই তার বড়ো হওয়া
গ) ‘ক’ ঠিক ‘খ’ ভুল ঘ) ‘ক’ ও ‘খ’ নির্ভুল
১৮. ‘নদেরচাঁদের ভারি আমোদ বোধ হইতে লাগিল।’- কারণ-
ক) বৃষ্টিতে ভিজে খ) বউকে চিঠি লিখে
গ) নদীর স্ফীতরূপ দেখে ঘ) মাঠঘাট ডুবে যেতে দেখে
১৯. ‘বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের। ভয়ের কারণ ছিল-
ক) অন্ধকার খ) বৃষ্টি
গ) নদীর প্রতিহিংসা ঘ) নদীর স্ফীতি
২০. নদীর বিদ্রোহের কারণ ছিল-
ক) অতিরিক্ত বর্ষণ খ) অনাবৃষ্টি
গ) বন্দিদশা থেকে মুক্তি ঘ) ক্ষীণস্রোত

উত্তরমালা :

১ক ২ক ৩খ ৪গ ৫ক ৬ঘ ৭ক ৮গ ৯খ ১০ক
১১ঘ ১২ক ১৩খ ১৪খ ১৫ক ১৬খ ১৭ঘ ১৮গ ১৯গ ২০গ

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ( SAQ)
কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

জ্ঞানচক্ষু:
১) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” – কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে?
২) “মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের” – কেন এমন উক্তি করা হয়েছে?
৩) “গভীর ভাবে সংকল্প করে তপন” – কী সংকল্প করে তপন?
৪) “বাবা তোর পেটে পেটে এতো?” – তপন সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে কেন?
৫) “রত্নের মূল্য জহুরির কাছেই ।”-একথা বলার কারণ কী ?/ কথাটির অর্থ কী ?
৬) “তপনের হাত আছে” – এমন বলা হয়েছে কেন?
৭) “সারাবাড়িতে শোরগোল পড়ে যায়।”-কেন ?
৮ ) “গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের।”-কেন ?
৯) “এই কথাটাই তপন ভাবছে রাতদিন।”-কোন কথা ?
১০) কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল?
১১) তপন মামার বাড়িতে কেন এসেছিল ?
১২) “ভালো হবে না বলছি।” – কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি?
১৩) “সূচিপত্রেও নাম রয়েছে”- সূচিপত্রে কী লেখা ছিল?
১৪) তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল ?
১৫) “তার চেয়ে দুঃখের কিছু নেই।” – কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক ?

বহুরূপী :

১) “সেটাই তো হরিদার জীবনের পেশা” – হরিদার জীবনের পেশা কী ছিল?
২) “সে ভয়ানক দুর্লভ জিনিস” – কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে?
৩) “সেটা পূর্বজন্মের কথা।”-পূর্বজন্মের কথাটি কী ?
৪) ” গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা ।”-কোন গল্প শুনে ?
৫) “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়” – কীসে, কোন ঢং নষ্ট হবে?
৬) ‘অদৃষ্ট’ হরিদার কোন ভুল ক্ষমা করবে না?
৭) ‘এ তো বেশ মজার ব্যাপার।”-মজার ব্যাপারটা কী ?
৮) “আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ।”-প্রাণের অনুরোধটি কী ?
৯) “ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা।”-ওসব কী ?
১০) “নইলে আমি শান্তি পাব না।”- বক্তা একথা কেন বলেছেন ?
১১ ) বিরাগীর মতে পরম সুখ কী ?
১২)”হরিদার একথার সঙ্গে তর্ক চলে না।”-কোন কথার ?
১৩) “এবার মারি তো হাতি লুঠি তো ভাণ্ডার।”-একথা বলার কারণ কী ?
১৪) “বরং একটু তারিফই করলেন” – তারিফ করার কারণ কী ?
১৫) “চমকে উঠলেন জগদীশবাবু” জগদীশবাবুর চমকে ওঠার কারণ কী ?

পথের দাবী :
১) “বুড়ো মানুষের কথাটা শুনো” – কোন কথা শুনতে বলা হয়েছে?
২) “সংসারের মিয়াদ বোধ করি বেশি দিন নাই” – কী দেখে এমন উক্তি করা হয়েছে?
৩) গিরীশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল?
৪) “ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য।”-কোন নিয়ম?
৫) রামদাসের স্ত্রী অপূর্বকে সনির্বন্ধ অনুরোধ করে কী বলেছিলেন?
৬) ” কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে।”- কার, কী ভুল হয়েছে?
৭) “এমনই তাদের অভ্যাস হয়ে গেছে” – কোন ঘটনার কথা বলা হয়েছে?
৮ ) “তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।”- কে , কার সম্পর্কে একথা বলেছেন ?
৯) ” মিথ্যাবাদী কোথাকার।”-কে ,কাকে বলেছে ?
১০) “সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।”-সে কে ? কে, কাকে একথা বলেছে ?
১১) ” অপূর্ব রাজি হইয়াছিল।”-অপূর্ব কীসে রাজি হয়েছিল?
১২) “তাছাড়া আমার বড়ো লজ্জা এই যে -” -বক্তার বড়ো লজ্জা কোনটি ?
১৩) ” এই সুখবরে তারা খুশি হয়ে গেল।”-কোন সুখবরে ?
১৪) অপূর্ব মুগ্ধ হইয়া সেইদিকে চাইয়া ছিল।- অপূর্ব কী দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল?
১৫) তবে এ বস্তুটি পকেটে কেন- কোন বস্তুটি পকেটে ছিল?

অদল বদল:
১) “সব দিক থেকেই এক রকম’’ – কোন বিষয়ে এক রকম?
২) ” অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে । ” কোন জবাব ?
৩) “পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো” – কোন গল্প শোনার জন্য?
৪) “উনি ঘোষণা করলেন” – কে কী ঘোষণা করেছিলেন?
৫)”এই আওয়াজে মুখরিত হয়ে উঠল।”- কোন আওয়াজে ?
৬) ” অমৃত ফতোয়া জারি করে দিল।”- কী ফতোয়া জারি করেছিল?
৭) ” ইসাবের মেজাজ চড়ে গেল।”-কেন?
৮) ” হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে গেল । ” – কোন বুদ্ধি ?
৯) “কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে । ” – কে কোন প্রসঙ্গে বলেছে ?
১০) ” ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল।”-কেন ?

নদীর বিদ্রোহ :
১) ” ছেলেমানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল।”- কে, কী জন্য ?
২) ” নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ৎ নদেরচাঁদ দিতে পারে । ” – কী কৈফিয়ৎ দিয়েছিল?
৩) “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের । ” – কেন
৪) ” লোভটা সে সামলাইতে পারিল না।”- কোন লোভ ?
৫) ‘মানুষ কি তাকে রেহাই দিবে?’ – কেন এই উক্তি?
৬) ” সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল।”-কে, কেন, কীভাবে কেঁদেছিল ?
৭) কীভাবে নদেরচাঁদের মৃত্যু হয়েছিল ?
৮) “চিঠি পকেটেই ছিল” -কোন চিঠির কথা বলা হয়েছে?
৯) “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে” -নদীর বিদ্রোহের কারণ কী ছিল?
১০) “নদেরচাঁদ গর্ব অনুভব করিয়াছে”- নদেরচাঁদ কীসের জন্য গর্ব অনুভব করেছে ?

কবিতা : অসুখী একজন :

১) কবি কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন?
২) ‘অসুখী একজন’ কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?
৩) ‘তার পর যুদ্ধ এল’ – যুদ্ধ কেমন ভাবে এসেছিল?
৪) ‘সব চূর্ণ হয়ে গেল’ – কী কী চূর্ণ হয়েছিল?
৫) ‘যেখানে ছিল শহর’ – সেখানে কী হয়েছিল?
৬) ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’ – কারা স্বপ্ন দেখতে পারল না?
৭) ” সে জানত না …” – কে, কী জানত না ?
৮) ” সেই মেয়েটির মৃত্যু হল না।”- কেন ?
৯) শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল ?
১০) “নেমে এলো তার মাথার উপর”- কার মাথার ওপর কী নেমে আসার কথা বলা হয়েছে?


আফ্রিকা :
১) ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – সভ্যতার শেষ পুণ্যবাণীটি কী?
২) “কবির সংগীতে বেজে উঠেছিল।”- কী বেজে উঠেছিল ?
৩) ‘এল ওরা লোহার হাত কড়ি নিয়ে,’ –কাদের কথা বলা হয়েছে ?
৪) “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।” – ইতিহাস অপমানিত কেন?
৫) “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে।”-কে,কাকে, কোথা থেকে ?
৬) “সমুদ্র পাড়ে সেই মুহূর্তে”- কী ঘটনা ঘটেছিল?
৭) “এল মানুষ ধরার দল”- মানুষ ধরার দল কোথায় এল ?
৮) “এসো যুগান্তের কবি”- কবির ভূমিকা টি কী হবে ?
৯) “কবি সংগীতে বেজে উঠেছিল”- কী বেজে উঠেছিল?
১০) “হায় ছায়াবৃতা”- কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে?

অভিষেক :

১) ‘এক অদ্ভুত বারতা, জননী/ কোথায় পাইলে তুমি,’ – কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে?
২) ‘হা ধিক মোরে’ – কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন?
৩) ‘বিদায় এবে দেহ বিধুমুখী’ – কেন এই অনুনয়?
৪) “সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি।”- কে, কেন সসৈন্যে সেজেছেন ?
৫) ‘অভিষেক করিলা কুমারে,’ – কুমারকে কী দিয়ে অভিষিক্ত করা হয়েছিল?
৬) “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া।”- বিস্ময়ের কারণ কী ?
৭) “ঘুচাব ও অপবাদ বধি রিপুকুলে ।” – কোন অপবাদ ?
৮) ” হায় বিধি বাম মম প্রতি । ” – কেন এই উক্তি?
৯) “বিদায় এবে দেহ বিধুমুখী।”- বিদায় চাওয়ার কারণ কী ?
১০) “এ মায়া পিতঃ বুঝিতে না পারি।”- কোন মায়া ?
১১) “হাসিবে মেঘবাহন” – মেঘবাহন কে ? তার হাসার কারণ কী ?
১২) “ কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে” – বক্তার এমন মন্তব্যের কারণ কী ?
১৩) ছদ্দবেশী অম্বুরাশি-সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিল ?
১৪) “আন রথ ত্বরা করি”- বক্তা রথ আনতে বলেছেন কেন ?
১৫) “কহিলা রাক্ষসপতি” রাক্ষসপতি কী বলেছিলেন?

প্রলয়োল্লাস :

১) ‘আসছে ভয়ংকর!’ – ভয়ংকর কীভাবে আসছে?
২) ‘স্তব্ধ চরাচর!’ – কী কারণে চরাচর স্তব্ধ হয়েছিল?
৩) “তোরা সব জয়ধ্বনি কর । ” – কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
৪) ‘——- সে চির সুন্দর’ – কেন তাকে চিরসুন্দর বলা হয়েছে?
৫) ‘আসছে নবীন’ – কী করতে আসছে?
৬) “জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে ।”- কেন ?
৭) “বধূরা প্রদীপ তুলে ধর।”- বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন?
৮) “ধ্বংস দেখে ভয় কেন তোর”- কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?
৯) “এবার মহানিশার শেষে” – কে আসবে ?
১০) “ওই আসে সুন্দর”- সুন্দর কীভাবে আসে?

সিন্ধুতীরে :

১) ‘অতি মনোহর দেশ’ – কোন দেশকে কেন মনোহর বলা হয়েছে?
২) ‘অচৈতন্য পড়িছে ভূমিতে।’ – কে কেন অচৈতন্য হয়ে পড়েছিল?
৩) ‘পঞ্চকন্যা পাইলা চেতনা।‘ – কীভাবে চেতনা ফিরে পায়?
৪) ‘বিধি মোর না কর নৈরাশ’ – বিধির কাছে এমন প্রার্থনা কেন?
৫) ” বিস্মৃত হইল বালা।”- বিস্ময়ের কারণ কী ?
৬) ” তথা কন্যা থাকে সর্বক্ষণ । ” – কোথায় ?
৭) ” সখী সবে আজ্ঞা দিল।”- কী আজ্ঞা দেওয়া হয়েছিল?
৮) “অনুমান করে নিজ চিতে”- অনুমানটি কী?
৯) “সিন্ধুতীরে রহিছে মাঞ্জস” – ‘মাঞ্জস’ শব্দের অর্থ কী ?
১০) “তুরিত গমনে আসি” ‘তুরিত গমনে’ এসে পদ্মা কী দেখতে পেলেন ?

অস্ত্রের বিরুদ্ধে গান :

১) ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’ – কেন?
২) ‘মাথায় কত শকুন বা ছিল’ – এর দ্বারা কবি কী বুঝিয়েছেন?
৩) কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন?
৪) ‘তোমায় নিয়ে বেড়াবে গান’ – কোথায় কোথায় বেড়াবে?
৫) “গান দাঁড়ালে ঋষিবালক” – ‘ঋষিবালক’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
৬) “আমার শুধু একটি কোকিল”- কোকিলটি কী করে?

প্রবন্ধ: হারিয়ে যাওয়া কালি কলম :

১) ‘বাঙলায় একটা কথা চালু ছিল’ – কথাটি কী?
২) ‘পুকুরে তা ফেলে দিয়ে আসতাম’ – কী কেন পুকুরে ফেলে দিয়ে আসতে হত?
৩) ‘তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি’ – কী নিয়ে লেখালেখি?
৪) লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরাজি বলার বিষয়ে কী বলতেন?
৫) আদিতে ফাউন্টেন পেনের কী নাম ছিল?
৬) ‘সমানি সম শীর্ষাণি ঘনানি বিরলানি চ’ – অর্থ লেখ।
৭) অষ্টাদশ শতকে চার খণ্ড রামায়ণ কপি করে এক জন লেখক কী কী পেতেন?
৮) টাইপ রাইটারে লিখেছেন এমন দু’ জন লেখকের নাম উল্লেখ করো।
৯) “বাস , ভ্যাবাচাকা খেয়ে গেলাম।” – ভ্যাবাচাকা খাওয়ার কারণ কী ?
১০) “কিন্তু সে সব ফাঁকি মাত্র।”- কীসের কথা বলা হয়েছে ?
১১) “এক সাহেব লিখে গেছেন”- কী লিখে গেছেন ?
১২) “মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির”- কাদের কথা বলা হয়েছে ?
১৩) কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটাই কোন পেন ?
১৪) ‘হারিয়ে যাওয়া কালি কলমে’ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ?
১৫) ‘সোনার দোয়াত কলম যে সত্যি হতো” -বক্তা সোনার দোয়াত কলমের কীভাবে জেনেছিলেন ?

বাংলা ভাষায় বিজ্ঞান :

১) “ এতে রচনা উৎকট হয় ।”- কীসে ?
২) ‘তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছে’ – কাদের চেষ্টা সফল হয়েছে?
৩) ” এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত । ” – কোন কথা ?
৪) ” আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন । ” – কী কী ?
৫) ‘এই ধারণা পুরোপুরি ঠিক নয়’ – কোন ধারণার কথা বলা হয়েছে?
৬) ‘এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর’। – কী রকম লেখার কথা বলা হয়েছে?
৭) ‘কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত’ – উক্তিটি কী ছিল?
৮) “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।”- কোন দোষ থেকে মুক্ত না হলে ?
৯) ” বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।”-কীসের কথা বলা হয়েছে ?
১০) পরিভাষার উদ্দেশ্য কী ?

ব্যাকরণ

কারক ও অকারক সম্পর্ক :
১) উদাহরণসহ সংজ্ঞা দাও :
তির্যক বিভক্তি, শূন্য বিভক্তি, অনুসর্গ , নির্দেশক, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ।

২) পার্থক্য দেখাও :
বিভক্তি ও অনুসর্গ, মুখ্যকর্ম ও গৌণকর্ম, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ ।

৩) উদাহরণ দাও :
প্রযোজ্য কর্তা ,করণে বীপ্সা, অধিকরণে বীপ্সা, সম্বোধন পদ।

৪) অকারক কাকে বলে ? সম্বন্ধপদ ও সম্বোধন পদকে অকারক বলার কারণ কী ?
৫) অনুসর্গের অপর নাম কী ?
৬) নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো :
যেমন : চিঠি পকেটে ছিল – নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।

সমাস :

১) উদাহরণসহ সংজ্ঞা দাও :
নিত্য সমাস, ব্যাসবাক্য, বাক্যাশ্রয়ী সমাস, উপপদ তৎপুরুষ, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, সমানাধিকরণ বহুব্রীহি, ব্যধিকরণ বহুব্রীহি।
২) কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকে?
দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব
৩) পার্থক্য দেখাও :
উপমান ও উপমিত কর্মধারয় সমাস , সন্ধি ও সমাস , দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি ।
৪) উদাহরণ দাও :
অলোপ বহুব্রীহি, অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, সহার্থক বহুব্রীহি, নঞ তৎপুরুষ ।
৫) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো :
♡ পাঠ্যাংশের গুলো প্র্যাকটিস করবে।
যেমন – “গান দাঁড়াল ঋষিবালক” – নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?

বাক্য :
গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী ?
অর্থগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী ?
বাক্য নির্মাণের শর্তগুলি উল্লেখ করো।
যোগ্যতা , আকাঙ্ক্ষা, আসত্তি বলতে কী বোঝায় ?
উদাহরণ দাও : মিশ্র বাক্য, শর্তসাপেক্ষ বাক্য , অনুজ্ঞাসূচক বাক্য, সন্দেহসূচক বাক্য , প্রার্থনাসূচক বাক্য, যোগ্যতাহীন বাক্য , আকাঙ্ক্ষাহীন বাক্য , আসত্তিহীন বাক্য, ক্রিয়া বিশেষণখণ্ড।
বাক্য পরিবর্তন করো : (পাঠ্যাংশের গুলো)

বাচ্য :
উদাহরণসহ সংজ্ঞা দাও :
কর্তৃবাচ্য , কর্মবাচ্য , কর্মকর্তৃবাচ্য।
বাচ্য পরিবর্তন করো :
প্রতিটি ধরনের বাচ্য কী? তাদের বৈশিষ্ট্য, শ্রেণি বিভাগ, ব্যবহার বিষয়ে বিশদে পড়তে হবে।

পাঠ সম্পূর্ণ করার পর পর্ষদের বা এবিটিএ যেকোনো টেস্ট পেপারের ব্যাকরণ ভালো করে অভ্যাস করে যেতে হবে।

৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :

৩.১ গল্প :
জ্ঞানচক্ষু :
১) “রত্নের মূল্য জহুরির কাছে।”—‘রত্ন’ এবং ‘জহুরি’ বলতে কী বোঝানো হয়েছে?
২) “তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন।” –কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল ?
৩) “শুধু এ দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন।” কোন দুঃখের মুহুর্তের কথা বলা হয়েছে। তপন কী সংকল্প নিয়েছিল ?
৪) “ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে।”—কোন কথা, ওই কথা ছড়িয়ে পড়ায় কী ঘটেছিল?
৫) “বুকের রক্ত ছলকে ওঠে তপনের”—কখন এবং কেন তপনের এরকম অনুভূত হয়েছিল?
৬) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে”– কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল ?
৭) “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়”—সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কী?

অদল বদল :

১) ‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – ইসাব কে? কী কারণে তার মেজাজ চড়েছিল? ১+২
২) ‘ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে?’ – কাকে শিখিয়েছে? এমন উক্তির কারণ কী?
৩) ” গল্প শুনে তাদেরও বুক ভরে গেল।”-কোন গল্প শুনে, কেন তাদের বুক ভরে গিয়েছিল ?
৪ ) ” উনি ঘোষণা করলেন।” – উনি কে ? ঘোষণাটি কী ?
৫) ” হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে গেল।”- অমৃতের মাথায় কোন বুদ্ধি খেলে গেল ?
৬) ” ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হবার জোগাড়।”-কাদের, কেন বুকের ধুকপুকানি বন্ধ হবার উপক্রম হয়েছিল?
৭) ” আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।”- একথা বলার কারণ কী?

নদীর বিদ্রোহ :
১) “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। “- কার কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও।
২) “বড়ো ভয় করতে লাগলো নদেরচাঁদের। “- নদেরচাঁদ কে? তার ভয়ের কারণ কী?
৩) “নদেরচাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। “- আমোদের কারণ কী? আমোদের বশে সে কী করেছিল?

৩.২ কবিতা :
আফ্রিকা
১. “এল মানুষ ধরার দল”- কাদের কেন ‘মানুষ ধরার দল’ বলা হয়েছে ?
২. “এসো যুগান্তের কবি” – যুগান্তের কবিকে আহ্বান করার কারণ উল্লেখ করো ।
৩. “কৃপণ আলোর অন্তঃপুরে।”- ‘কৃপণ আলো’ বলা তাৎপর্য বিশ্লেষণ করো।
৪. ‘সভ্যের বর্বর লোভ’ -‘সভ্যের বর্বর লোভ’ বলতে কী বোঝানো হয়েছে ?

অভিষেক :

১) ‘হায়, বিধি বাম মম প্রতি।’ – কার উক্তি? এমন উক্তির কারণ কী? ১+২
২) ‘এ কলঙ্ক পিতঃ ঘুষিবে জগতে’ – কার এই উক্তি? বক্তা কোন কলঙ্কের কথা এখানে বলেছেন ? ১+২
৩)” ঘুচাব ও অপবাদ বধি রিপুকুলে।”- বক্তা কে? এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে?
৪) “সাজিলা রথীন্দ্রর্ষভ বীর আভরণে।”– ‘রথীন্দ্রর্ষভ’ কে? তার সজ্জার বর্ণনা দাও।
৫) ” জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। “- মহাবাহু কে? তার বিস্ময়ের কারণ কী?
৬) “কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে” – বক্তা কে ? তার একথা বলার কারণ কী ?

প্রলয়োল্লাস :

১)” বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর। “-ভয়ংকর বলতে কবি কী বলতে চেয়েছেন? তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো।
২) ” আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। “- অনাগত কে? সে প্রলয় নেশায় নৃত্য পাগল কেন?
৩) ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর!”-‘সে’ কে? ভেঙে গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও।

৪) “তোরা সব জয়ধ্বনি কর!” -‘তোরা’ কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? ১+২

৫) “আসছে নবীন-জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!”-উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

সিন্ধুতীরে :
১) “পঞ্চকন্যা পাইলা চেতন।” – পঞ্চকন্যা কারা ? তারা কীভাবে চেতনা ফিরে পেল ?
২) ” তথা কন্যা থাকে সর্বক্ষণ।”-কন্যা কে ? সে সর্বক্ষণ কোথায় থাকে ? ১+২
৩) “বিস্মিত হইল বালা” – বালা কে ? তার বিস্ময়ের কারণ কী ?
৪) “অতি মনোহর দেশ”- এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও।

৪. গল্প : কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও :
জ্ঞানচক্ষু :
১) “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? ২+৩

২) ” পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। “- কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন?
৩) ” গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। “- কোন গল্পের কথা বলা হয়েছে? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটি ব্যক্ত করো।


বহুরূপী :
১) ” হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে ।”- বহুরূপী হরিদার কর্মকান্ডের মধ্যে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে, তার বিবরণ দাও।
২ ) ” … তেমনি অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি।”- উক্তিটি কার ? কোন প্রসঙ্গে তার এই মন্তব্য ? মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো।
অথবা হরিদার চরিত্র।
৩) “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না। “– কোন ভুলের কথা বলা হয়েছে? সত্যিই কি ভুল ছিল, এ বিষয়ে তোমার মনোভাব ব্যাখ্যা করো।
৪) ” এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা”– হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলি সংক্ষেপে উল্লেখ করো।


পথের দাবী
১) “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল।” –‘পথের দাবী’ পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায় ? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয় ?
২) “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলআনাই বজায় আছে” –বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও।
অথবা, “অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল”– ‘তাহার’ বলতে কার কথা বোঝানো হয়েছে ? তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে হাসি গোপন করার কারণ কী ?

৫. কবিতা : কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও :
অসুখী একজন
১) “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।” – ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো।
অথবা, “তারপর যুদ্ধ এল।”- কীসের মতো যুদ্ধ এসেছিল ? যুদ্ধের পরিণতি কী হয়েছিল ?
২ ) “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।” -মেয়েটি কে ? তার অপেক্ষায় কারণ কবিতানুসারে ব্যাখ্যা করো।

প্রলয়োল্লাস

১)☆” ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ।”- সে বলতে কার কথা বলা হয়েছে ? ‘ভেঙে ফেলার মধ্যেই আছে গড়ার ইঙ্গিত’-এই সত্যটি কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে ,তা আলোচনা করো।
২) ” তোরা সব জয়ধ্বনি কর।”- কবি কাদের উদ্দেশ্য এই আহ্বান জানিয়েছেন ? কবিতায় এই আহ্বানটির পুনরাবৃত্তির কারণ উল্লেখ করো।

অস্ত্রের বিরুদ্ধে গান

১) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।
অথবা, কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান ’ কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে, তা নিজের ভাষায় বিবৃত করো।

৬) প্রবন্ধ : কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও :
হারিয়ে যাওয়া কালি কলম

*১) “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। “- লেখকরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো।
অথবা, ” আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। “– প্রবন্ধানুসারে কালি তৈরির সহজ পদ্ধতিটি লেখো।
২) ‘ক্যালিগ্রাফিস্ট’ বা ‘লিপিকুশলী’ কাদের বলা হয়? এঁদের সম্বন্ধে প্রাবন্ধিক কী বলেছেন তা লেখো।
৩ ) “ সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।”-লেখালেখি ব্যাপারটিকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন ?
৪) “কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ” — বিভিন্ন প্রকার কলমের পরিচয় দাও। উক্তিটির তাৎপর্য লেখো।
৫) জন্ম নিল ফাউন্টেন পেন’ – ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে রচনায় উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম কী ভাবে হয়েছিল?

বাংলা ভাষায় বিজ্ঞান

🌼১) “আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” – শব্দের ত্রিবিধ কথাগুলি কী? প্রবন্ধ অবলম্বনে তা বুঝিয়ে লেখ।
২) “ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানারকম বাধা আছে ।”-লেখক কোন কোন বাধার কথা বলেছেন তা প্রবন্ধ অনুসারে লেখো।
৩) “এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত।” – কোন কথাটি মনে রাখা উচিত? কেন মনে রাখা উচিত বলে প্রাবন্ধিক মনে করেন?
৪) অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়।” আলোচ্য প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে প্রাবন্ধিক যে মত প্রকাশ করেছেন, তা আলোচনা করো।

৭. কমবেশি ১২৫ শব্দে উত্তর দাও
নাটক : সিরাজদ্দৌলা

🌼১) ” আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো।” – কার উক্তি? তিনি কাদের কাছে কেন ক্ষমা চেয়েছেন ?
অথবা, “তোমাদের কাছে আমি লজ্জিত।”-বক্তা কে ? কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য ? বক্তার লজ্জিত হওয়ার কারণ কী ?
🌼২) সিরাজদ্দৌলার চরিত্র
৩) ঘসেটি বেগমের চরিত্র / “আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই -আছে প্রতিহিংসা।”-কে কার উদ্দেশ্যে একথা বলেছে ? তার প্রতিহিংসার কারণ কী ?
৪) ‘আজ কার রক্ত সে চায় । পলাশি রাক্ষসী পলাশি ।” – কে, কেন এই উক্তি করেছেন?
৫) ” বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়– মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”-কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?
৬. “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা”-বক্তা কে? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে? ১+৩
৭. “মনে হয়, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ-সঞ্চালনে ভূমিকম্প।” – কে কার সম্পর্কে এবং কেন এই মন্তব্যটি করেছেন?
অথবা, “ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।”-বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী?
৮. “এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।”- বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী?
৯. “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা”- কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কী?
১০.”এইবার হয় ত শেষ যুদ্ধ!” কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন ?

৮. কোনি :

🌼১) ‘কোনি’ উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি আলোচনা করো।
২) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও ।
🎯৩) “এটা বুকের মধ্যে পুষে রাখুক। “– কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা?
অথবা, “এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। “– এই ভাবনাটি কার ছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো।
অথবা, ” এরপর ক্ষিতীশ লক্ষ করল কোনি জল থেকে উঠতে দেরি করছে “– কোন ঘটনার পর কোনির এই পরিবর্তন ঘটে?
🎯৪) কোনির সংগ্রাম শুধু জলে নয়, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধেও – কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো।
অথবা দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো।
অথবা, ‘ফাইট, কোনি ফাইট।’ – কোনির ফাইট দেওয়ার কাহিনি সংক্ষেপে বর্ণনা করো।
🎯৫) “অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে।”- সে কে ? তার অভিনন্দন আর আদরে ডুবে যাওয়ার কারণ কী ?
🌼৬ ) ” তোর আসল লজ্জা আসল গর্বও জলে।”-কোন প্রসঙ্গে এই উক্তি ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষন কর।
🎯৭) “চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে।”-প্রজাপতি কী? কার তত্ত্বাবধানে কীভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে?

৮) “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।” – কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো ।
৯) “ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি” বক্তা কে? কোন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেছিলেন?
১০) “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে” বক্তার এই অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো।

১১) “প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।”- লীলাবতীর চরিত্রের পরিচয় দাও। তার বিদ্রোহের কারণ কী ?
১২) “আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই”- কার বিরুদ্ধে কে অভিযোগ এনেছিল? অভিযোগগুলি কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি অভিযোগগুলির কী জবাব দিয়েছিলেন?

৯. বঙ্গানুবাদ

১) Words have a lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm, kind words do a lot of good. We can spoil a friend’s happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word, which costs nothing.

২) Education has no end. So you should keep up your reading. Many young men close their books when they have their degrees and learn no more. Therefore they very soon forget all they ever learnt.

৩) Man is the maker of his own fortune. We can not make our fortune or cannot prosper in life if we are afraid of labour. Some people think that success in life depends on luck or chance.

৪) Work is another name of life. Idle persons have no place in the earth. So do not waste time. Wastage of time means wastage of life. Work and work. If you want to be happy, you are to do your duties regulay .

৫) Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you must give love in return.

৬) Good books are storehouses of knowledge and wisdom. Anyone who has the key can enter there store houses and help himself. What is the key? Simply the ability to read.

৭) The age we live in is an age of science. It has been many wonderful inventions. All these inventions have made our life easy and comfortable. They are useful to us in many ways.

৮) Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be man tomorrow. He has different duties. He should perform them well.

৯) Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie; if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respect by all.

১০) No person can be happy without friends. But you can not receive affection unless you also give it. Love is to be obtained only by giving love inreturn. If your companions do not love you, it is your fault.

১১) Our life is short but we have to do many things. Human life is nothing but a collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life.

১২) India is my motherland. It is an ancient country. India is the second largest populated country in the world. All kinds of people live here and they speak in different languages-wear different costumes and observes customs. But there is unity in diversity.

১৩) Patriotism is love for one’s country. It is a powerful sentiment and wholly unselfish and noble. A patriot puts his country first. A patriot can sacrifice even his own life for the good of his own country.

১৪) Once a soldier was made a prisoner of war. After a few years the war ended and he was released. One day while he was walking near a market he saw a bird-seller with a cage full of birds for sale. The soldier bought the cage and then set all the birds free one by one.

১০.১ সংলাপ :
🌼১. পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
🌼২. শিশুশ্রম একটি সামাজিক অপরাধ
🌼৩. প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
৪. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জীবনের লক্ষ্য
৫. মোবাইলের ভালোমন্দ/ ইন্টারনেটের ভালো- মন্দ
৬. অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা
৭. বিশ্ব উষ্ণায়ন / জল সংকট

১০.২ প্রতিবেদন :

১. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী -এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
২. তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপন উৎসব/ বিদ্যালয় অনুষ্ঠিত যে কোনো অনুষ্ঠান
৩. “গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিরোধ”- এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
৪. জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়
🌼৫. নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা
৬. ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অধিক প্রবণতা ও তার ক্ষতিকর প্রভাব
৭. অনলাইন গেমিং এর শিকার হল কিশোর- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
৮. রক্তদানের উপযোগিতা / একটি রক্তদান শিবিরের আয়োজন
৯. ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা
১০. পলিথিনের ব্যবহার বাড়াচ্ছে দূষণ

১১. প্রবন্ধ রচনা :

১. বিজ্ঞান ও কুসংস্কার
২. বাংলার উৎসব
৩. বাংলার ঋতুবৈচিত্র্য
৪. পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা /পরিবেশ দূষণ ও তার প্রতিকার
৫. তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
৬. ভ্রমণের মূল্য / একটি ভ্রমণের অভিজ্ঞতা
৭. একটি গাছ একটি প্রাণ
৮. তোমার জীবনের লক্ষ্য
৯. বিশ্ব উষ্ণায়ন
১০. সাহিত্য পাঠের উপযোগিতা


Model Question মডেল প্রশ্ন
MADHYAMIK EXAMINATION -2026
Subject : BENGALI
পূর্ণমান – ৯০ সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট


১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭
১.১ যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল তার নাম
(ক)শুকতারা (খ)নয়নতারা
(গ)সন্ধ্যাতারা (ঘ) রংমশাল
১.২ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী” – পুণ্যবাণীটি হলো
(ক) হিংস্র প্রলাপ (খ) পূজার ঘণ্টা
(গ) সুন্দরের আরাধনা (ঘ) ক্ষমা করা
১.৩ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—
(ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা
১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) লোরচন্দ্রানী (খ) পদ্মাবতী
(গ) সতীময়না (ঘ) তোহফা
১.৫ আদিম যুগে স্রষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল ?
(ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি
(গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি
১.৬ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’ -এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ?
(ক) প্রথম সর্গ (খ) তৃতীয় সর্গ
(গ) নবম সর্গ (ঘ) পঞ্চম সর্গ
১.৭ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন” তার পোশাকি নাম—
(ক) রিজার্ভার (খ) স্টাইলা স
(গ) পার্কার (ঘ) পাইলট
১.৮ অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয়
ক) জঙ্গলে কান্না খ) নিষ্ফল খেদ
গ) অল্পবিদ্যা ভয়ংকরী ঘ) অনিষ্টকর
১.৯ পালকের কলমের ইংরেজি নাম হলো —
(ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন
(গ) কুইল (ঘ) রিজার্ভার পেন
১.১০ সূর্য উঠলে পদ্মফুল ফোটে।-এখানে ‘সূর্য’ হলো-
(ক) সহযোগী কর্তা (খ) ব্যতিহার কর্তা
(গ) নিরপেক্ষ কর্তা (ঘ) সমধাতুজ কর্তা
১.১১ বিপদে মোরে রক্ষা করো- ‘বিপদে ‘ পদটি-
(ক) অধিকরণ কারক (খ)কর্ম কারক
(গ) করণ কারক (ঘ) অপাদান কারক
১.১২ ‘তোরা সব জয়ধ্বনি কর’ এখানে ‘জয়ধ্বনি’ যে সমাসের উদাহরণ –
(ক) দ্বন্দ্ব (খ) কর্মধারায়
(গ) তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব
১.১৩ ‘ঋষিবালক’ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বন্দ্ব (খ) তৎপুরুষ
(গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
১.১৪ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
১.১৫ ‘ভগবান তোমার মঙ্গল করুন ।’ — বাক্যটি
(ক) অনুজ্ঞাসূচক (খ) প্রশ্নবোধক
(গ) প্রার্থনাসূচক (ঘ) আবেগসূচক
১.১৬ ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতুকী ঘষত ।’ — বাক্যটি কোন শ্রেণির ?
(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
১.১৭ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় যে বাচ্যে
(ক) কর্তৃবাচ্যে (খ) কর্মবাচ্যে
(গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে

২. কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯

২.১. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ =৪
২.১.১ “সেটা পূর্বজন্মের কথা।”-পূর্বজন্মের কথাটি কী ?
২.১.২ “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,” – সংকল্পটি কী ?
২.১.৩. গিরীশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল ?
২.১.৪ ” অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে । ” – কোন জবাব ?
২.১.৫ ” ছেলেমানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল।”- কে, কী জন্য ?

২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ =৪
২.২.১ “কবির সংগীতে বেজে উঠেছিল।”- কী বেজে উঠেছিল ?
২.২.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতাটির মূলগ্রন্থের নাম কী ?
২.২.৩. “তোরা সব জয়ধ্বনি কর । ” – কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
২.২.৪ “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে।”-কে,কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ?
২.২.৫ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া।”- বিস্ময়ের কারণ কী ?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
২.৩.১ ‘বাঙলায় একটা কথা চালু ছিল’ – কথাটি কী?
২.৩.২ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” – কার কথা বলা হয়েছে ?
২.৩.৩ “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।”- কোন দোষ থেকে মুক্ত না হলে ?
২.৩.৪ ” আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন । ” – কী কী ?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
২.৪.১ নিত্য সমাস কাকে বলে?
২.৪.২ ‘ছাগদুগ্ধ’ – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
২.৪.৩. “খুবই গরীব মানুষ হরিদা” – রেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি নির্ণয় করো।
২.৪.৪ উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও।
২.৪.৫ বাক্য নির্মাণের শর্তগুলি কী কী ?
২.৪.৬ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও।
২.৪.৭ তির্যক বিভক্তি কাকে বলে ?
২.৪.৮ “ছাদের টবে টকটকে লাল গোলাপ ফুটেছে” – বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো।
২.৪.৯ ‘ঘণ্টা বাজে’ – এটি কোন ধরনের বাচ্য ?
২.৪.১০ কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের একটি পার্থক্য লেখো।

৩। প্রসঙ্গনির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও : ৩+৩
৩.১ যে -কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩ =৩
৩.১.১ “বড়ো ভয় করতে লাগলো নদেরচাঁদের। “- নদেরচাঁদ কে? তার ভয়ের কারণ কী?
৩.১.২ ” কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। “- বক্তা কে ? একথা বলার কারণ কী ?
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩ =৩
৩.২.১ ” বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর। “-ভয়ংকর বলতে কবি কী বলতে চেয়েছেন? তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ১+২
৩.২.২ ‘এ কলঙ্ক পিতঃ ঘুষিবে জগতে’ – কার এই উক্তি? বক্তা কোন কলঙ্কের কথা এখানে বলেছেন ? ১+২

৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৫ =৫
৪.১ ” হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে ।”- বহুরূপী হরিদার কর্মকান্ডের মধ্যে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে, তার বিবরণ দাও। ৫
৪.২. “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল।” –‘পথের দাবী’ পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায় ? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয় ? ২+৩

৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৫ =৫
৫.১ “তারপর যুদ্ধ এল।”- কীসের মতো যুদ্ধ এসেছিল ? যুদ্ধের পরিণতি কী হয়েছিল ?
৫.২ কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান ’ কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে, তা নিজের ভাষায় বিবৃত করো।

৬। কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি উত্তর দাও : ১×৫ =৫
৬.১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। “- লেখকরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো।
৬.২ “ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানারকম বাধা আছে ।”-লেখক কোন কোন বাধার কথা বলেছেন তা প্রবন্ধ অনুসারে লেখো।

৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি উত্তর দাও : ১×৪ =৪
৭.১ ” আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো।” – কার উক্তি? তিনি কাদের কাছে কেন ক্ষমা চেয়েছেন ?
৭.২ “আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই -আছে প্রতিহিংসা।”-কে কার উদ্দেশ্যে একথা বলেছে ? তার প্রতিহিংসার কারণ কী ?


৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×৫=১০
৮.১ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি আলোচনা করো।
৮.২ “এরপর ক্ষিতীশ লক্ষ করল কোনি জল থেকে উঠতে দেরি করছে “– কোন ঘটনার পর কোনির এই পরিবর্তন ঘটে?
৮.৩ “অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে।”- সে কে ? তার অভিনন্দন আর আদরে ডুবে যাওয়ার কারণ কী ?


৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
Words have a lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm, kind words do a lot of good. We can spoil a friend’s happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word, which costs nothing.

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১×৫ =৫
১০.১ গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
১০.২ মুঠোফোনের (মোবাইল) সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।


১১। কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ১০
১১.১. বিজ্ঞান ও কুসংস্কার
১১.২ পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা
১১.৩ বাংলার উৎসব
১১.৪ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা

মাধ্যমিক বাংলা সাজেশন -২০২৬ PDF ডাউনলোড করার নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Scroll to Top