বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

বাংলা সিনেমা –The Japanese Wife


দ্যা জাপানিজ ওয়াইফ (বাংলা:জাপানি স্ত্রী) ২০১০ সালের ভারতীয়-জাপানি রোমান্টিক নাট্যধর্মী চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন। চলচ্চিত্রটিতে রাহুল বসুরাইমা সেন ও মৌসুমী চট্টোপাধ্যায় এবং জাপানের অভিনেত্রী চিগুসা তাকাকু অভিনয় করেছেন। এটি বাংলা, ইংরেজি এবং জাপানি ভাষায় নির্মিত হয়েছে।[২] ছবিটি মূলত ২০০৮ সালের অক্টোবরে প্রকাশের জন্য নির্ধারিত ছিল,[৩] তবে মুক্তিটি বিলম্বিত হয় ৯ ই এপ্রিল, ২০১০ সাল পর্যন্ত।

দ্যা জাপানিজ ওয়াইফ
ザ ・ジャッパニーズ ・ワイフ
দ্যা জাপানিজ ওয়াইফ.jpg

পোস্টার
পরিচালক অপর্ণা সেন
চিত্রনাট্যকার অপর্ণা সেন
কাহিনীকার কুনাল বসু
শ্রেষ্ঠাংশে
সুরকার সাগর দেশাই
চিত্রগ্রাহক অনয় গোস্বামী
সম্পাদক রবিরঞ্জন মৈত্র
পরিবেশক সারেগামা ফিল্মস
মুক্তি
  • ৯ এপ্রিল ২০১০

[১]

দৈর্ঘ্য ১০৫ মিনিট
দেশ ভারত
জাপান
ভাষা
  • বাংলা
  • ইংরেজি
  • জাপানি

গল্পটি একটি গ্রামের তরুণ বাঙালি স্কুল শিক্ষক (রাহুল বসু) তার জাপানি বন্ধুর (চিগুসা তাকাকু) সাথে চিঠিপত্রের দ্বারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং তাঁর জীবনকাল ধরে এই সম্পর্ক নিয়ে সত্য এবং অনুগত ছিলেন, যদিও বাস্তবে কখনও তার সাথে দেখা হয় নি।
সিনেমাটি দেখতে এখানে ক্লিক করুন

Comments are closed.

Scroll to Top