বাংলা সহায়ক

বাক্য |৫০টি এম সি কিউ|Primary TET


 ১.  পৃথিবী হয়তো বেঁচে আছে । - এটি কোন ধরনের বাক্য ?

ক) সংশয়সূচক          

খ) প্রশ্নসূচক       

গ)অনুজ্ঞাসূচক         

ঘ) প্রার্থনাসূচক


২.  সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে-

ক) একটি                 

খ) দুটি        

গ) দুইয়ের বেশি        

ঘ) একটিও নয়


৩.  কোন্ জোড়াটি সঠিক নয় ?

ক) দীর্ঘজীবী হও   - নির্দেশক বাক্য 

খ) আবার তোরা মানুষ হ   - অনুজ্ঞাসূচক বাক্য 

গ) দেখে যেন মনে হয় চিনি উহারে   - সন্দেহবাচক বাক্য 

ঘ) এদেশের বুকে শান্তি আসুক নেমে   - প্রার্থনাসূচক বাক্য 


৪.  কোনটি সার্থক বাক্য ?

ক) খাঁটি গরুর দুধ খেতে হবে

খ) ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলো 

গ) গতকাল তোমার বাড়িতে যাব  

ঘ) তুমি বলেছিলে একদিন অবশ্যই আমাদের জীবনে


৫.  কিন্তু ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করিল।– এটি কোন ধরনের বাক্য ?

ক) সরল      

খ) যৌগিক        

গ) জটিল        

ঘ) মিশ্র 


৬. কেবল মনে পড়ে ‘জল পরে পাতা নড়ে’ ।-এটি কোন্ ধরনের বাক্য  ?

 ক) সরল       

খ) যৌগিক      

গ) জটিল      

ঘ) মিশ্র 


৭.  বৃথা সময় নষ্ট করো না । - এটি কোন ধরনের বাক্য ?

ক) আবেগসূচক       

খ) অনুজ্ঞাবাচক      

গ) নির্দেশক         

ঘ) প্রার্থনাসূচক 


৮.  তোমাকে সরবত দিয়ে গন্ধরাজ লেবু খাওয়াব।–

 বাক্যটিতে কোন্ গুনটি নেই ?

ক) যোগ্যতা   

খ) আকাঙ্ক্ষা   

গ) আসত্তি     

ঘ) কোনোটিই নয় 


৯.  মৃত্যুর পরে তো আমার স্বাধীনতার প্রয়োজন হবে না।

 - বাক্যটিকে অস্তর্থক বাক্যে রুপান্তর করলে হবে -

ক) মৃত্যুর পরে তো আমার স্বাধীনতার প্রয়োজন হবে

খ) মৃত্যুর পরে কি আমার স্বাধীনতার প্রয়োজন হবে না 

গ) মৃত্যুর পরে তো আমার পরাধীনতার প্রয়োজন হবে না

ঘ) মৃত্যুর আগেই  আমার যত স্বাধীনতার প্রয়োজন হবে


১০. অন্তরে লভেছি তব বাণী,তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি । - এটি কোন্ ধরনের বাক্য ?

ক) শর্তসাপেক্ষ       

খ) অনুজ্ঞাবাচক

গ) বিস্ময়সূচক        

ঘ) নঞর্থক


১১.  "দার্শনিক তাকেই বলি- যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন " - এটি কোন ধরনের বাক্য ?

ক) সরল                     

খ) যৌগিক 

গ) জটিল                    

ঘ) মিশ্র


১২.  "তোমার নাকি মেয়ের বিয়ে " - অর্থগত দিক দিয়ে এটি কোন ধরনের বাক্য ?

ক) আবেগসূচক                

খ) অনুজ্ঞাবাচক      

গ) সন্দেহবাচক                  

ঘ) প্রার্থনাসূচক 


১৩. রাম ও শ্যাম খেলতে গেছে। বাক্যটি -

ক) সরল বাক্যের উদাহরণ 

খ) যৌগিক বাক্যের উদাহরণ 

গ) জটিল বাক্যের উদাহরণ 

ঘ) মিশ্র বাক্যের উদাহরণ


১৪. শর্তসাপেক্ষ বাক্য মাত্রই

ক) সরল  বাক্য               

খ) যৌগিক বাক্য

গ) জটিল  বাক্য               

ঘ) মিশ্র বাক্য


১৫.  খাঁটি গরুর দুধ খেতে হবে   - বাক্যটিতে বাক্যনির্মাণগত কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে ? 

ক) আসক্তি                              

খ) আকাঙ্ক্ষা 

গ) যোগ্যতা                          

গ) কোনোটিই নয়


১৬. "পরকে সেজে দিই, নিজে খাইনে" - অর্থগত দিক দিয়ে  কোন ধরনের বাক্য এটি ? 

ক) ইতিবাচক                  

খ) সন্দেহমূলক

গ) নেতিবাচক                 

ঘ) শর্তসাপেক্ষ


১৭. সার্থক বাক্য নির্মাণের তিনটি শর্ত হল

ক) কর্তা কর্ম ক্রিয়া 

খ) কর্তা ক্রিয়া কর্ম

গ) যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি 

ঘ) অভিধা লক্ষণা ব্যঞ্জনা


১৮. যারা পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে। - গঠনগত দিক দিয়ে এটি কোন ধরনের বাক্য ?

ক) সরল  বাক্য               

খ) যৌগিক বাক্য

গ) জটিল  বাক্য               

ঘ) মিশ্র বাক্য


১৯. বাক্যে অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে বলে 

ক) আসত্তি                      

খ) যোগ্যতা 

গ) আকাঙ্ক্ষা                  

ঘ) ব্যঞ্জনা


২০. নীচের কোন বাক্যটি সার্থক বাক্য ?

ক) ছাগলে বাঘ খেয়েছে

খ) মাছ আকাশে ওড়ে

গ) গতকাল তোমার বাড়িতে যাব

ঘ) এসো যুগান্তের কবি


২১. সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?

ক) আসত্তি                      

খ) যোগ্যতা 

গ) আকাঙ্ক্ষা                  

ঘ) ব্যঞ্জনা


২২.  "আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধুলি। এটি কোন শ্রেণির বাক্য ?

ক) সরল  বাক্য               

খ) যৌগিক বাক্য

গ) জটিল  বাক্য               

ঘ) মিশ্র বাক্য


২৩.  "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না" -  এটি কী ধরনের বাক্য ?

ক) আবেগসূচক                

খ) অনুজ্ঞাবাচক      

গ) সন্দেহবাচক                  

ঘ) প্রার্থনাসূচক 


২৪.  যে বাক্যে সাধারণভাবে কোন কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়

ক) নির্দেশক বাক্য                

খ) অনুজ্ঞাবাচক বাক্য      

গ) সন্দেহবাচক  বাক্য              

ঘ) প্রার্থনাসূচক  বাক্য 


২৫.  যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, ইত্যাদি বোঝায় তাকে বলে

ক) নির্দেশক বাক্য                

খ) অনুজ্ঞাবাচক বাক্য      

গ) সন্দেহবাচক  বাক্য              

ঘ) প্রার্থনাসূচক  বাক্য 


২৬. " দুবেলা মরার আগে মরব না, ভাই, মরব না।" - এটি কোন ধরনের বাক্য ?

ক) অস্ত্যর্থক বাক্য              

খ) নঞর্থক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


২৭.  "কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?"- এটি কোন ধরনের বাক্য ?

ক) নির্দেশক বাক্য              

খ) প্রশ্নসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


২৮.  "এমন কাজ আর কখনও করো না।" - এটি কোন ধরনের বাক্য ?

ক) নির্দেশক বাক্য              

খ) প্রশ্নসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


২৯.  " মা, আমায় মানুষ কর।" এটি কোন ধরনের বাক্য ?

ক) আবেগসূচক বাক্য              

খ) প্রশ্নসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


৩০. " ইশ ! সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ ! " - এটি কোন ধরনের বাক্য ?

ক) আবেগসূচক বাক্য              

খ) প্রশ্নসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


৩১.  "কেশবতী কন্যা যেন এসেছে আকাশে !" অর্থগত দিক দিয়ে এটি কোন ধরনের বাক্য ?

ক) নির্দেশক বাক্য              

খ) প্রশ্নসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ)  সন্দেহবোধক বাক্য


৩২.  " সত্যের পূজারী বলিয়া তিনি সকলের শ্রদ্ধার পাত্র ।" - অর্থগত দিক দিয়ে এটি কোন ধরনের বাক্য ?

ক) সরল বাক্য              

খ) যৌগিক বাক্য

গ) জটিল  বাক্য             

ঘ) মিশ্র বাক্য


৩৩.  বাংলা বাক্যের -সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম

ক) কর্তা-কর্ম-ক্রিয়া 

খ) কর্তা- ক্রিয়া-কর্ম 

গ) কর্ম-কর্তা-ক্রিয়া

ঘ) কর্ম-ক্রিয়া-কর্তা


৩৪.  "দিবসের শেষ আলোক মিলাল নগরসৌধ - 'পরে। "  - বাক্যটিতে মূল উদ্দেশ্য হল

ক) দিবসের শেষ                

খ) আলোক 

গ) মিলাল                        

ঘ) নগরসৌধ- 'পরে


৩৫. " যদি নিজের সর্বাঙ্গীণ উন্নতি চাও, তবে সময়ের সদ্ব্যবহার কর।"  - আলোচ্য বাক্যে প্রধান খন্ডবাক্য হল 

ক) যদি নিজের 

খ) সর্বাঙ্গীণ উন্নতি চাও 

গ) তবে সময়ের সদ্ব্যবহার কর

ঘ) যদি নিজের সর্বাঙ্গীণ উন্নতি চাও


৩৬.  "জননী আর জন্মভূমিকে সকলেই ভালোবাসে।" - বাক্যটিতে উদ্দেশ্য হল

ক) জননী                 

খ) জননী আর জন্মভূমিকে

গ) সকলেই                     

ঘ) ভালোবাসে


৩৭. " বাউলেরা গান গাইতে গাইতে নাচে।" এই বাক্যে বিধেয় ক্রিয়াটি হল 

ক) গান                          

খ) গাইতে 

গ) গাইতে গাইতে              

ঘ) নাচে


৩৮. " তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।" - এটি কোন বাক্যের দৃষ্টান্ত ?

ক) নির্দেশক বাক্য              

খ) আবেগসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


৩৯.  "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।" - এই বাক্যের অপ্রধান খণ্ডবাক্যটি হল

ক) তোর ডাক শুনে 

খ) একলা চলো রে

গ) যদি তোর ডাক শুনে কেউ না আসে

ঘ) তবে একলা চলো রে


৪০.  "হায়, তোমার এমন দশা কে করলে!" - এটি কী ধরনের বাক্য ?

ক) বিস্ময়সূচক বাক্য              

খ) নির্দেশক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


৪১.  "রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান।" - এই বাক্যের নিম্নরেখ অংশটি হল

ক) উদ্দেশ্য 

খ) উদ্দেশ্যের সম্প্রসারক

গ) বিধেয় 

ঘ) বিধেয়ের সম্প্রসারক


৪২. " তুমি না এলে আমি যাব না।" - এটি কোন ধরনের বাক্য ?

ক) সরল             

খ) যৌগিক

গ) জটিল              

ঘ) মিশ্র


৪৩. "এদেশের বুকে শান্তি আসুক নেমে।" - অর্থগত দিক দিয়ে এটি কোন ধরনের বাক্য?

ক) বিস্ময়সূচক বাক্য              

খ) নির্দেশক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য         

ঘ) প্রার্থনাসূচক বাক্য


৪৪. টাকাই সবই হয়। - বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করলে হবে 

ক) টাকায় কি সবই হয় ?

খ) টাকায় কী না হয় ?

গ) টাকায় সবই হয় কী ?

ঘ) টাকায় কী সব হয় ?


৪৫.  "যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না।" - এই বাক্যে প্রধান খণ্ডবাক্য হল

ক) যে দিনগুলো চলে গেছে

খ) তা আর ফিরে আসবে না

গ) উপরের দুটিই

ঘ) কোনোটিই নয়


৪৬.  অমল, বিমল, কমল আর ইন্দ্রজিৎ সকলেই বেশ ভালো ছেলে। -- গঠনগত দিক দিয়ে বাক্যটি কোন শ্রেণির ?

ক) সরল             

খ) যৌগিক

গ) জটিল              

ঘ) মিশ্র


৪৭.  আজ যেতে পারি, কাল যেতে পারি, পরশু পারবো না।  - গঠনগত দিক দিয়ে বাক্যটি কোন শ্রেণির ?

ক) সরল             

খ) যৌগিক

গ) জটিল              

ঘ) মিশ্র


৪৮.  যিনি আল্লা তিনিই গড তিনিই আবার ভগবান। - গঠনগত দিক দিয়ে বাক্যটি কোন শ্রেণির ?

ক) সরল             

খ) যৌগিক

গ) জটিল              

ঘ) মিশ্র


৪৯.  গ্রামের যেদিকে নদী রয়েছে সেদিকেই জমিদারবাড়িটা। - বাক্যটিতে উদ্দেশ্য হল

ক) গ্রামের

খ) যেদিকে নদী রয়েছে

গ) সেদিকেই

ঘ) জমিদারবাড়িটা


৫০. আমরা সবাই  রাজা আমাদের এই রাজার রাজত্বে। বাক্যটিতে ক্রিয়া হল

ক) সবাই

খ) রাজার রাজত্বে

গ) ক্রিয়া অনুক্ত

ঘ) রাজত্বে






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ