বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

শব্দার্থতত্ত্ব | Sabdarthatatta | বাংলা ভাষা ও সংস্কৃতি |ভাষা |উচ্চ মাধ্যমিক বাংলা |তৃতীয় সেমেস্টার |H.S বাংলা

শব্দার্থতত্ত্ব

বাংলা ভাষা ও সংস্কৃতি

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমেস্টার

1. ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অর্থযুক্ত নানা অংশ এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয়, সেই শাখাটির নাম
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(গ) শব্দার্থতত্ত্ব
(ঘ) রূপতত্ত্ব
উত্তরঃ (গ) শব্দার্থতত্ত্ব

2. ‘শব্দার্থতত্ত্ব’- এর ইংরেজি পরিভাষাটি হল – –
(ক) Symantics
(খ) Symantic
(গ) Syntax
(ঘ) Semantics
উত্তরঃ (ঘ) Semantics

3. শব্দার্থের প্রথম ভাগটির নাম
(ক) নিদর্শন
(খ) খণ্ডিত অর্থ
(গ) সাধারণ অর্থ
(ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তরঃ (গ) সাধারণ অর্থ

4.শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম
(ক) সাধারণ অর্থ
(খ) নিদর্শন
(গ) খণ্ডিত অর্থ
(ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তরঃ (খ) নিদর্শন

5.  অভিধানে আমরা যেভাবে অর্থকে পাই, তা হল –
(ক) সাধারণ অর্থ
(খ) নিদর্শন
(গ) বিশেষ অর্থ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সাধারণ অর্থ

6. ‘মার্জার’ শব্দটির আভিধানিক অর্থ কী?
(ক) ইঁদুর
(খ) আকাশ
(গ) পাখি
(ঘ) বিড়াল
উত্তরঃ (ঘ) বিড়াল

7. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়-
(ক) ব্যাপকার্থকতা
(খ) বিপরীতার্থকতা
(গ) সমার্থকতা
(ঘ) শব্দার্থতা
উত্তরঃ (গ) সমার্থকতা

8. পর্বত : শৈল, গিরি – কীসের উদাহরণ?
(ক) সমার্থকতা
(খ) বিপরীতার্থকতা
(গ) ব্যাপকার্থকতা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সমার্থকতা

9. ‘মেকুর’ শব্দের অর্থ হল
(ক) বিড়াল
(খ) কুকুর
(গ) ইঁদুর
(ঘ) গাভী
উত্তরঃ (ক) বিড়াল

10.  দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বা মানের বৈপরীত্য থাকলে হয়-
(ক) ব্যাপকার্থকতা
(খ) সমার্থকতা
(গ) বিপরীতার্থকতা
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (গ) বিপরীতার্থকতা

11. নিম্নের কোনটি নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ?
(ক) অভিজ্ঞ-অনভিজ্ঞ
(খ) আলো-আঁধার
(গ) সুখ-দুঃখ
(ঘ) অতীত-ভবিষ্যৎ
উত্তরঃ (ক) অভিজ্ঞ-অনভিজ্ঞ

12. স্বতন্ত্র বিপরীতার্থক শব্দযোগে গঠিত বৈপরীত্যটি হল-
(ক) অভিজ্ঞ-অনভিজ্ঞ
(খ) আত্মীয় -অনাত্মীয়
(গ) সক্ষম-অক্ষম
(ঘ) আর্দ্র-শুষ্ক
উত্তরঃ (ঘ) আর্দ্র-শুষ্ক

13. একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে-
(ক) বিপরীতার্থকতায়
(খ) সমার্থকতায়
(গ) ব্যাপকার্থকতায়
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (গ) ব্যাপকার্থকতায়

14. ‘ব্যাপকার্থকতা’ অন্য কী নামে পরিচিত?
(ক) অর্থান্তরভুক্তি
(খ) অর্থান্তরন্যাস
(গ) ভিন্নার্থক শব্দভুক্তি
(ঘ) শব্দান্তরন্যাস
উত্তরঃ (ক) অর্থান্তরভুক্তি

15. রং-লাল, নীল, সবুজ
পাখি-কাক,ময়ূর, টিয়া 
ফল-আম, জাম, লিচু
ফুল-গোলাপ, পদ্ম, জবা
– উপরের দৃষ্টান্তগুলি হল-
(ক) সমার্থকতা
(খ) বিপরীতার্থকতা
(গ) অর্থান্তরভুক্তি
(ঘ) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
উত্তরঃ (গ) অর্থান্তরভুক্তি

আরও পড়ুন – ধ্বনিতত্ত্ব

16. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল–
(ক) অভিধান
(খ) রত্নকোশ
(গ) রত্নাগার
(ঘ) রত্নভাণ্ডার
উত্তরঃ (গ) রত্নাগার

17. সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস–
(ক) অমরকোষ
(খ) রত্নাগার
(গ) সমার্থশব্দকোষ
(ঘ) নিরুক্ত
উত্তরঃ (ক) অমরকোষ

18. ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন–
(ক) উইলিয়ম জোন্স
(খ) স্যামুয়েল ওয়েসলি
(গ) পিটার মার্ক রজেট
(ঘ) নোয়াম চমস্কি
উত্তরঃ (গ) পিটার মার্ক রজেট

19. পিটার মার্ক রজেটের থিসরাস জাতীয় অভিধানের রচনাকাল–
(ক) ১৮০৫ খ্রিস্টাব্দ
(খ) ১৮২৫ খ্রিস্টাব্দ
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৫২ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ক) ১৮০৫ খ্রিস্টাব্দ

20. রজেটের থিসরাস অভিধানের প্রকাশকাল–
(ক) ১৮০৫ খ্রিস্টাব্দ
(খ) ১৮২৫ খ্রিস্টাব্দ
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৫২ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ঘ) ১৮৫২ খ্রিস্টাব্দ

21. “To Find the word, or words, by which idea may be most fitly and optly expressed.”– উক্তিটি করেন–
(ক) উইলিয়ম জোন্স
(খ) নোয়াম চমস্কি
(গ) পিটার মার্ক রজেট
(ঘ) স্যামুয়েল ওয়েসলি
উত্তরঃ (গ) পিটার মার্ক রজেট

22. ‘Thesaurus of English Language Words and Phrases’ গ্রন্থটি কার –
(ক) পিটার মার্ক রজেট
(খ) নোয়াম চমস্কি
(গ) স্যামুয়েল ওয়েসলি
(ঘ) জন গারল্যান্ড
উত্তরঃ (ক) পিটার মার্ক রজেট

23. ‘পরশু’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের রূপান্তর
(খ)শব্দার্থের বিস্তার
(গ)শব্দার্থের সংকোচ
(ঘ)শব্দার্থের অপকর্ষ
উত্তরঃ (খ)শব্দার্থের বিস্তার

24. ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গানদী’, বর্তমানে গাং-এর অর্থ ‘যে-কোনো নদী-এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের সংকোচ
(গ) শব্দার্থের অবনতি
(ঘ) শব্দার্থের রূপান্তর।
উত্তরঃ (ক) শব্দার্থের প্রসার

25. ‘কালি’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের সংকোচ
(গ) শব্দার্থের অবনতি
(ঘ) শব্দার্থের রূপান্তর।
উত্তরঃ (ক) শব্দার্থের প্রসার

26. ‘মুনিশ’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের সংকোচ
(গ) শব্দার্থের অবনতি
(ঘ) শব্দার্থের রূপান্তর।
উত্তরঃ (খ) শব্দার্থের সংকোচ

27.  শূন্যস্থান পূরণ করো :
‘অন্ন’ শব্দটির আদি অর্থ ছিল _________।
(ক) ভাত
(খ) খাদ্য
(গ) পরমান্ন
(ঘ) মিষ্টান্ন।
উত্তরঃ (খ) খাদ্য

28.  ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
(ক) অর্থের রূপান্তর
(খ) অর্থের প্রসার
(গ) অর্থের সংকোচ
(ঘ) এদের কোনোটিই নয়।
উত্তরঃ (গ) অর্থের সংকোচ

29. ‘মৃগ’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) অর্থের প্রসার
(খ) অর্থের সংকোচ
(গ) অর্থের রূপান্তর
(ঘ) অর্থের উৎকর্ষ।
উত্তরঃ (খ) অর্থের সংকোচ

30. শব্দার্থের রূপান্তর’ অন্য কী কী নামে পরিচিত?
(ক) অর্থসংশ্লেষ ও অর্থসংক্রম
(খ) অর্থসংশ্লেষ ও অর্থপ্রসার
(গ) অর্থসংক্রমণ ও অর্থসংশ্লেষ
(ঘ) অর্থসংকোচ ও অর্থসংক্রম
উত্তরঃ (ক) অর্থসংশ্লেষ ও অর্থসংক্রম

আরও পড়ুন – ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা

31. ‘উপবাস’ শব্দটির অর্থ ছিল ‘নিকটে বাস’ যার বর্তমান অর্থ ‘অনাহার-এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে, সেটি হল-
(ক) অর্থের অবনতি
(খ) অর্থের বিস্তার
(গ) অর্থের সংকোচ
(ঘ) অর্থের রূপান্তর
উত্তরঃ (ঘ) অর্থের রূপান্তর

32. শূন্যস্থান পূরণ করো :
‘গবেষণা’ শব্দের আদি অর্থ ছিল _________।
(ক) গোরু খোঁজা
(খ) ‘কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ
(গ) আবিষ্কার
(ঘ) বিশ্লেষণ
উত্তরঃ (ক) গোরু খোঁজা

33. ‘দারুণ’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) অর্থের প্রসার
(খ) অর্থের সংকোচ
(গ) অর্থের রূপান্তর
(ঘ) অর্থের অবনতি
উত্তরঃ (গ) অর্থের রূপান্তর

34. ‘প্রদীপ’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অবনতি
উত্তরঃ (গ) শব্দার্থের সংকোচ

35. ‘গোষ্ঠী’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অবনতি
উত্তরঃ (খ) শব্দার্থের রূপান্তর

37. কোনো শব্দ তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে হয়-
(ক) শব্দার্থের উৎকর্ষ
(খ) শব্দার্থের অপকর্ষ
(গ) শব্দার্থের সংশ্লেষ
(ঘ) শব্দার্থের সংকোচ
উত্তরঃ (ক) শব্দার্থের উৎকর্ষ

38. ‘ধনী’-শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা ?
(ক) শব্দার্থের রূপান্তর
(খ) শব্দার্থের অপকর্ষ
(গ) শব্দার্থের প্রসার
(ঘ) শব্দার্থের সংকোচ
উত্তরঃ (গ) শব্দার্থের প্রসার

39. অর্থ পরিবর্তনের কারণে যখন কোনো শব্দ তার মূল অর্থের চাইতে নিম্ন মানের অর্থ ধারণ করে, তখন হয়-
(ক) শব্দার্থের সংক্রম
(গ) শব্দার্থের সংকোচ
(খ) শব্দার্থের উৎকর্ষ
(ঘ) শব্দার্থের অপকর্ষ
উত্তরঃ (ঘ) শব্দার্থের অপকর্ষ

40. ‘বাড়ন্ত’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের উৎকর্ষ
(গ) শব্দার্থের অপকর্ষ
(ঘ) শব্দার্থের সংকোচ
উত্তরঃ (গ) শব্দার্থের অপকর্ষ

41. শূন্যস্থান পূরণ করো :
দারুণ শব্দের আদি অর্থ ____________।
(ক) অত্যন্ত
(খ) নির্মম
(গ) কাষ্ঠনির্মিত
(ঘ) সুন্দর
উত্তরঃ (গ) কাষ্ঠনির্মিত

42. ‘কলম’ শব্দের আদি ও বর্তমান অর্থ হল-
(ক) স্বর বা খাগ এবং লেখনী
(খ) শর বা খাগ এবং লেখনী
(গ) শর বা খাগ এবং লিখন
(ঘ) শর বা খাগ এবং লেখন
উত্তরঃ (খ) শর বা খাগ এবং লেখনী

43. ‘ঝি’ শব্দের আদি বা মূল অর্থ কী?
(ক) মেয়ে
(গ) যুবতি
(খ) পরিচারিকা
(ঘ) সুন্দরী
উত্তরঃ (ক) মেয়ে

44. ‘কুমোর’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?-
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের উৎকর্ষ
(গ) শব্দার্থের অপকর্ষ
(ঘ) শব্দার্থের সংকোচ
উত্তরঃ (ক) শব্দার্থের প্রসার

45. ‘মহাজন’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অপকর্ষ
উত্তরঃ (ঘ) শব্দার্থের অপকর্ষ

46. ‘ইতর’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অপকর্ষ
উত্তরঃ (ঘ) শব্দার্থের অপকর্ষ

47. ‘মন্দির’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার অন্তর্গত?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের উৎকর্ষ
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অপকর্ষ
উত্তরঃ (খ) শব্দার্থের উৎকর্ষ

48. ‘ভাত’ শব্দের আদি অর্থ ছিল
ক) অন্ন
খ) যে কোনো খাদ্য 
গ) প্রাপ্য খাদ্যের অংশ
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ) প্রাপ্য খাদ্যের অংশ

49. শব্দের সঙ্গে শব্দার্থের পরিবর্তনের ধারার মিল করো :
স্তম্ভ ১                         স্তম্ভ ২
a. কলম               i)  শব্দার্থের প্রসার
b. অন্ন                 ii) শব্দার্থের সংকোচ
c. কালি               iii) শব্দার্থের উৎকর্ষ
d. মন্দির             iv) শব্দার্থের রূপান্তর
ক) a.iv), b.i), c.ii), d.iii)
খ) a.iii), b.ii), c.iv), d.i)
গ) a.iv), b.ii), c.i), d.iii)
ঘ) a.ii), b.i), c.iv), d.iii)
উত্তর : গ) a.iv), b.ii), c.i), d.iii)

50. সত্য মিথ্যা নির্ণয় করো :
i) মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যেকোনো অর্থযুক্ত অংশই শব্দতত্ত্বের আলোচনার মধ্যে পড়ে।
ii) সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগতত্ত্বে।
iii) শব্দার্থের বিশাল জগতকে সুশৃংখলভাবে বিন্যাস করার এক নিদর্শন হলো থিসরাস।
iv) কোনো একটি শব্দের আদি অর্থের তুলনায় পরবর্তিত অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে বলে শব্দার্থের অপকর্ষ।
ক) সত্য, সত্য, মিথ্যা, সত্য
খ) সত্য, সত্য, সত্য, মিথ্যা
গ) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
ঘ) সত্য, মিথ্যা, সত্য, সত্য

উত্তর : খ) সত্য, সত্য, সত্য, মিথ্যা

Scroll to Top