তার সঙ্গে
পাবলো নেরুদা
সময়টা খুব সুবিধের না। আমার জন্যে অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।
আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে-অস্থানে বেঁচেবত্তে এসেছে পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় নি।
সময়টা মোটেই সুবিধের না। রোসো, আমার জন্যে দাড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও জুতো পরো, কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো।
এখন আমাদের একে অপরকে লাগবে
শুধু কারনেশন ফুলের জন্যে না মধু তালাসের জন্যেও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে।
এই যে সুবিধের-নয়-সময় মাথা যতোই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।
অনুবাদ- শক্তি চট্টোপাধ্যায়

1. ‘তার সঙ্গে’ কবিতাটির কবি হলেন –
(A) শেলি
(B) ইয়েটস
(C) পাবলো নেরুদা
(D) জন কিটস
উত্তর: (C) পাবলো নেরুদা
2. ‘তার সঙ্গে’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন
A)শক্তি চট্টোপাধ্যায়
(B) শঙ্খ ঘোষ
(C) জয় গোস্বামী
(D) নবারুণ ভট্টাচার্য
উত্তর : (A) শক্তি চট্টোপাধ্যায়
3. ‘তার সঙ্গে’ মূল কবিতাটি যে ভাষায় রচিত
A) ইংরেজি
B) স্প্যানিশ
C) বাংলা
D) ফরাসি
4. পাবলো নেরুদার কোন গ্রন্থ থেকে ‘তার সঙ্গে’ কবিতাটি নেওয়া হয়েছে
A)Extravagaria
B) Still Another Day
C) The Yellow Heart
D) World’s End
উত্তর : A)Extravagaria
5. ‘তার সঙ্গে’ কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে
A)পাবলো নেরুদার নির্বাচিত কবিতা
B) পাবলো নেরুদার কবিতাসমগ্র
C) পাবলো নেরুদার কবিতা
D) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা
উত্তর : D) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা
6. “…. একে পার করতে হবে।”- কবি মতে পার করতে হবে –
(A) মানুষকে
(B) সময়কে
(C) সম্পর্ককে
(D) অপরিচয়কে
উত্তর: (B) সময়কে
7. কবি সময়টি সুবিধার নয় বলে তাঁর সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন –
(A) কবির জন্য
(B) ভালো সময়ের জন্য
(C) সুযোগের জন্য
(D) শান্ত থাকার জন্য
উত্তর : (A) কবির জন্য
8. দুজনে মিলে খুব _________ একে পার করতে হবে। – শূন্যস্থানে বসবে
(A) ভালোবেসে
(B) সমঝে
(C) মিলেমিশে
(D) ব্যাখ্যা
উত্তর: (B) সমঝে
9. “ ব্যাপারটা বুঝব ______ করব।” –
শূন্যস্থানে বসবে
(A) আনন্দ
(B) সৃষ্টি
(C) সঙ্গত
(D) আহ্লাদ
উত্তর: (D) আহ্লাদ
10. “…. আমার হাতে রাখো” কবি রাখতে বলেছেন-
(A) একটি ফুল
(B) প্রিয়তমার একটি হাত
(C) প্রিয়তমার দুটি ছোট্ট হাত
(D) প্রিয়তমার দেওয়া উপহার
উত্তর: (C) প্রিয়তমার দুটি ছোট্ট হাত
11. ‘তার সঙ্গে’ কবিতায় কবি সঙ্গে নিতে বলেছেন-
(A) ঝুড়ি-শাবল
(B) প্রিয়তমাকে
(C) তির-ধনুক
(D) কোদাল ও কাস্তে
উত্তর: (A) ঝুড়ি-শাবল
12. স্তম্ভ মেলাও :
ক- স্তম্ভ খ- স্তম্ভ
a. তুমি i. প্রতিকূল
b. সময় ii. সমঝে পার হব
c. আমি iii. ছোট্ট দুই হাত
d. দুজনে iv. অপেক্ষা
বিকল্পসমূহ:
(A) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)
উত্তর: (C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
13. “তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো ” -এখানে তুমি হল –
(A) প্রকৃতি
(B) কথক
(C) প্রিয়জন
(D) দেশ
উত্তর: (C) প্রিয়জন
14. ‘তার সঙ্গে’ কবিতায় কবি শাবল, ঝুড়ি ও কাপড় চোপড় নিতে বলেছেন-
(A) বিদেশ ভ্রমণ করার জন্য
(B) পালিয়ে যাওয়ার জন্য
(C) কুঁয়ো খনন করার জন্য
(D) লড়াইয়ের প্রস্তুতির জন্য
উত্তর: (D) লড়াইয়ের প্রস্তুতির জন্য
15. সত্য-মিথ্যা নির্ণয় করো
(i) তুমি তোমার ঐ বলিষ্ঠ দুটি হাত আমার হাতে রাখো।
(ii) স্থানে-অস্থানে বেঁচেবর্তে থাকা হয়েছে।
(iii) কাঁকে কলশি নাও, কুঠার নাও।
(iv) আমাদের দুজনের হাতগুলোই লাগবে।
বিকল্পসমূহ:
(A) (i)-মিথ্যা (ii)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য
(B) (i)-মিথ্যা (ii)-মিথ্যা (iii)-মিথ্যা (iv)-সত্য
(C) (i)-মিথ্যা (ii)-সত্য (iii)-সত্য (iv)-সত্য
(D) (i)-সত্য (ii)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য
উত্তর: (A) (i)-মিথ্যা (ii)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য
16. সঠিক সম্পর্কটি চিহ্নিত করো।
বিবৃতি (A): আমরা আবার সেরকম এক জুড়ি।
বিবৃতি (B): যারা স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে।
বিকল্পসমূহ :
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়েই ঠিক
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর: (B) (A) ও (B) উভয়েই ঠিক
17. “আমাদের দুজনের ________ লাগবে।”
(A) ভালোবাসা
(B) বন্ধুত্ব
(C) হাতগুলোই
(D) কথাগুলি
উত্তর: (C) হাতগুলোই
18. আগুন জ্বালানোর জন্য লাগবে –
(A) দেশলাই
(B) বারুদ
(C) কয়লা
(D) একে অপরকে
উত্তর: (D) একে অপরকে
19. “রোসো, আমার জন্যে দাঁড়াও।”- ‘রোসো’ শব্দের অর্থ হল –
(A) অপেক্ষা করো
(B) লাভ কর
(C) বিশ্রাম করা
(D) কাজ করা
উত্তর: (A) অপেক্ষা করো
20. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. হাত i. সঙ্গে নেওয়ার জন্য
b. চোখ ii. তালাশের জন্য
c. শাবল iii. আগুন জ্বালানোর জন্য
d. মধু iv. যুঝবার জন্য
বিকল্পসমূহ :
(A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(vi)
(C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(D) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
উত্তর: (C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
21. ‘তার সঙ্গে’ কবিতায় কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন-
(A) একসঙ্গে থেকে
(B) যুদ্ধ করে
(C) ভালোবেসে
(D) খেলা করে
উত্তর: (A) একসঙ্গে থেকে
22. বিবৃতি-কারণধর্মী প্রশ্ন
বিবৃতি (A): আমার জন্যে অপেক্ষা করো।
কারণ (R): দুজন মিলে খুব সমঝে একে পার করতে হবে।
বিকল্পসমূহ :
(A) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(B) (A) ও (R) উভয়েই ঠিক
(C) (A) ও (R) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (R) ভুল
উত্তর: (B) (A) ও (R) উভয়েই ঠিক
23. ‘তার সঙ্গে’ কবিতার মূল বিষয় হল –
(A) সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন
(B) বন-সংরক্ষণ করা
(C) আত্মবিশ্বাস রাখা প্রয়োজন
(D) সময়ের কাছে হার না মানা
উত্তর: (A) সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন
24. “আমাদের দুজনের হাতগুলোই লাগবে / ধুয়ে মুছে আগুন বাড়ানোর জন্যে।” – এই আগুন হল
A)প্রতিবাদের আগুন
B) যজ্ঞের আগুন
C) রান্নার আগুন
D) স্পর্ধার আগুন
উত্তর: A) প্রতিবাদের আগুন
25. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি (A): আমার জন্যে অপেক্ষা করো।
কারণ (R): সময়টা খুব সুবিধের না।
বিকল্পসমূহ:
(A) A ঠিক, R ভুল
(B) A ভুল, R ঠিক
(C) A ও R উভয়ই ঠিক এবং R. A-এর সঠিক কারণ
(D) A এবং R উভয়ই ভুল।
উত্তর : (C) A ও R উভয়ই ঠিক এবং R. A-এর সঠিক কারণ