অশুদ্ধি সংশোধন :
|
অশুদ্ধ |
শুদ্ধ |
|
আকন্ঠ পর্যন্ত খেয়েছি |
আকণ্ঠ খেয়েছি অথবা কণ্ঠ পর্যন্ত |
|
কেবলমাত্র শিশুরা বসবে |
কেবল শিশুরা বসবে |
|
সব পশুরা তৃণভোজী |
সব পশু তৃণভোজী অথবা পশুরা তৃণভোজী |
|
সবিনয় পূর্বক নিবেদন |
সবিনয় নিবেদন |
|
খাঁটি গোরুর দুধ |
গোরুর খাঁটি দুধ |
|
টাটকা নদীর মাছ |
নদীর টাটকা মাছ |
|
পাকা পাকা সাহাদের গাছের আম |
সাহাদের গাছের পাকা পাকা আম |
|
নতুন বাঙালির কাঁসার দোকান |
বাঙালির নতুন কাঁসার দোকান |
|
দমকে দমকে রামবাবুর কাশি আসছে |
রামবাবুর কাশি দমকে দমকে আসছে |
|
লোকটি গান গাহিতে গাহিতে চলল |
লোকটি গান গাইতে গাইতে চলল |
|
সে হাসতে হাসতে কহিল |
সে হাসিতে হাসিতে কহিল |
|
ঘাসভোজী পশুরা বিপন্ন হইল |
তৃণভোজী পশুরা বিপন্ন হইল |
|
মোর সাথে চলে আয় |
আমার সঙ্গে চলে আয় |
|
তিনি মামলায় সাক্ষী দিলেন |
তিনি মামলায় সাক্ষ্য দিলেন |
|
প্রবেশ নিষেধ |
প্রবেশ নিষিদ্ধ |
|
সময় সংক্ষেপ |
সময় সংক্ষিপ্ত |
|
তার কথা প্রমাণ হয়েছে |
তার কথা প্রমাণিত হয়েছে |
|
দেবতা অন্তর্ধান হলেন |
দেবতা অন্তর্হিত হলেন |
|
সন্তোষ |
সন্তুষ্ট হওয়া |
|
ব্যথায় কনকন করছে |
ব্যথায় টনটন করছে |
|
যেখানে চোরের ভয়, সেখানে সন্ধ্যা হয় |
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয় |
|
সে আশৈশব হইতে কাব্যানুরাগী |
সে আশৈশব কাব্যানুরাগী অথবা সে শৈশব হইতে কাব্যানুরাগী |
|
সে আজন্ম থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে |
সে জন্ম থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে |
|
বিষয়টি আমার আয়ত্তাধীন |
বিষয়টি আমার আয়ত্তে |
|
সব বালকেরা উপস্থিত আছে |
বালকেরা উপস্থিত আছে অথবা সব বালক উপস্থিত আছে |
|
লোকেরা মরা দাহ করিতে গেল |
লোকেরা শব দাহ করিতে গেল |
|
তাহার আকস্মিক দারিদ্রতা |
তাহার আকস্মিক দারিদ্র্যতা অচিন্তনীয় অথবা তাহার আকস্মিক দরিদ্রতা অচিন্তনীয় |
|
তোমাকে শরবত দিয়ে গন্ধরাজ লেবু |
তোমাকে গন্ধরাজ লেবু দিয়ে শরবত খাওয়াব |
|
আরোগ্যলাভ হওয়া |
আরোগ্যলাভ করা |
|
বিদায় |
বিদায় লওয়া |
|
মামাবাড়ি |
মামার বাড়ি |
|
মাগুর মাছের প্রান |
কই মাছের প্রায় |
|
চোখে হলদে ফুল দেখা |
চোখে সরষে ফুল দেখা |
|
গড্ডালিকা প্রবাহ |
গড্ডলিকা প্রবাহ |
|
ষষ্ঠদশ অধ্যায় |
ষোড়শ অধ্যায় |
