বিবেক ক্যুইজ| Swami Vivekananda quiz| বিবেকানন্দ ক্যুইজ| BanglaSahayak.com

বিবেকানন্দ ক্যুইজ

১.স্বামীজির ছেলেবেলার নাম ‘বীরেশ্বর’ কে দিয়েছিলেন

⇒ স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী।

২. বিবেকানন্দের বাবার পেশা কী ছিল?

⇒ ওকালতি।

৩. বিবেকানন্দের জন্মদিন সারা ভারত জুড়ে কোন দিবস হিসাবে পালিত হয়?

⇒ জাতীয় যুব দিবস।

৪. স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?

⇒শ্রীরামকৃষ্ণের।

৫. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা করেন ?

⇒ ১৮৯৭ সালে ১লা মে।

৬. রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় কোন জেলায় অবস্থিত ?

⇒ হাওড়া।

৭. আমেরিকার চিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে স্বামীজি কবে বক্তৃতা দেন ?

⇒ ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর।

৮. “ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না”– এটি কার উক্তি?

⇒স্বামী বিবেকানন্দের।

৯। কোন বছর থেকে ভারতে স্বামীজির জন্মদিনে ‘জাতীয় যুব দিবস’ হিসাবে পালিত হয় ?

⇒ ১৯৮৫ খ্রিস্টাব্দ থেকে

১০। স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভাইয়ের নাম কী ?

⇒ ভূপেন্দ্রনাথ দত্ত।

১১। স্বামী বিবেকানন্দ কোন বারে জন্মগ্রহণ করেন?

⇒ সোমবার।

১২। নরেন্দ্রনাথ প্রথম কত সালে রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ পান ?

⇒১৮৮১ সালে।

১৩। ‘বর্তমান ভারত’ গন্থটি কার রচনা ?

⇒ স্বামী বিবেকানন্দ।

১৪। স্বামী বিবেকানন্দের দেওয়া কয়েকটি বক্তৃতার সংকলন গন্থ ‘দেববাণী’-এর মূল ইংরেজি

বইটির নাম কী ?

⇒ ইন্সপায়ার্ড টকস্ (Inspired Talks)

১৫। কার তাছে নরেন্দ্রনাথ সংগীত শিক্ষা নিয়েছিলেন?

⇒ বেণী ওস্তাদ।

১৬। স্বামী বিবেকানন্দের ডাক নাম কী ছিল?

⇒বিলে।

১৭। “আপনি কি ঈশ্বরকে দেখেছেন” – কথাটি স্বামীজি কাকে বলেছিলেন?

⇒ দেবেন্দ্রনাথ ঠাকুরকে।

১৮। স্বামীজি কোন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন?

⇒দর্শন।

১৯. বিবেকানন্দ কোন জাহাজে আমেরিকায় গিয়েছিলেন ?

⇒ পেনিনসুলার

২০। বিবেকানন্দ কবে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

⇒১৯০২ সালের ৪ জুলাই

২১। স্বামীজির অন্যতমা শিষ্যা ভগিনী নিবেদিতার পূর্বনাম কী ছিল ?

⇒ মিস নোবল। (মিস মার্গারেট এলিজাবেথ নোবেল)

২২. “If you want to know India, read Vibekananda” – কে বলেছেন?

⇒ রবীন্দ্রনাথ ঠাকুর

২৩. “জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর” -বিবেকানন্দের কোন কবিতার লাইন ?

⇒ সখার প্রতি।

২৪. ‘বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়

বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।”– কে লিখেছেন ?

⇒সত্যেন্দ্রনাথ দত্ত।

২৫. স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ একাদশ শ্রেণিতে পাঠ্য ছিল। – প্রবন্ধটির নাম কী?

⇒ সুয়েজখালেঃ হাঙর শিকার।

২৬। নবম শ্রেনিতেও বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ পাঠ্য রয়েছে। প্রবন্ধটির নাম কী?

⇒ চিঠি।

২৭। বিবেকানন্দ কোন স্কুলের ছাত্র ছিলেন ?

⇒ মেট্রোপলিটন ইন্সটিটিউট ।

২৮. বিবেকানন্দের মতে শিক্ষা কী ? (একটি বাক্যে)

⇒ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ।

২৯। পরিব্রাজক রূপে কত সালে মঠ ত্যাগ করেন বিবেকানন্দ?

⇒১৮৮৮ সালে ।

৩০. বিবেকানন্দ কোথায় ‘বেদান্ত সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?

⇒নিউইয়র্কে।

Scroll to Top