বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

দিগ্বিজয়ের রূপকথা     – নবনীতা দেবসেন | দ্বাদশ শ্রেণি |তৃতীয় সেমেস্টার

 

দিগ্বিজয়ের রূপকথা

     – নবনীতা দেবসেন

কাব্যগ্রন্থ : ‘রক্তে আমার রাজপুত্র’

উৎস : ‘নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা’

দিগ্বিজয়ের রূপকথা

1.কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন-

A) সুয়োরানি

B) দুয়োরানি

C) দুঃখিনী

D) মহারানি

2.কবির কাছে দিগবিজয়ে যাওয়ার সময়ে শুধু দুটি সরঞ্জাম ছিল-

A) উপহার

B) উপচার

C) বিক্রয়যোগ্য

D) আশীর্বাদি

3.কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে অন্যতম ছিল-

A) কবচকুণ্ডল

B) জাদু-অশ্ব

C) ধনুক

D) তূণীর

4.কবির কাছে থাকা জাদু-অশ্ব উট হয়ে যায়-

A) দিগন্ত পেরোলে

B) তপ্ত দিনে

C) মরুতটে

D) মরুপথে

5. কবির জাদু-অশ্ব আকাশে হয়ে যায়-

A) পক্ষীরাজ

B) পুষ্পক

C) কালপুরুষ

D) রামধনু

6. “আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে”- পুষ্পক’ কী ? 

A) অশ্ব

B) ধনুক

C) রথ

D) দ্বীপ

7. কবি সে জাদু-অশ্বের কথা বলেছেন, তা প্রকৃত অর্থে-

A) সাহস

B) বিশ্বাস

C) ভালোবাসা

D) প্রত্যয়

8.কবির কাছে যে দুটি, আশীর্বাদি সরঞ্জাম ছিল, তার একটি ছিল ‘বিশ্বাস’, অন্যটি-

A) অনুভব 

B) স্নেহ 

C) ভালোবাসা

D) সাহস

9.ভালোবাসাকে কবি বলেছেন-

A) মন্ত্রপূত অসি

B) জাদু-অশ্ব

C) পুষ্পক

D) পক্ষীরাজ

10. কবির হৃদয়ের খাপে ভরা আছে যে অসি তা –

A) শাণিত

B) মন্ত্রপূত

C) ধারালো

D) পবিত্র

11.বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান-

A) দারুচিনি দ্বীপে

B) খর্জুরের দ্বীপে

C) তেপান্তরে

D) বেনামি বন্দরে

12.রাজপুত্রের মূল উদ্দেশ্য

A) যুদ্ধজয়

B) দিগবিজয়

C) রাজ্যবিস্তার

D) রাজ্যজয়

13. ‘দুঃখিনী জননী’ বলতে বোঝানো হয়েছে-

A) রাজমাতাকে

B) দুয়োরানিকে

C) প্রকৃতিকে

D) সুয়োরানিকে

14. “দিগ্বিজয়ে যেতে হবে।”- রাজপুত্রের যা ছিল না-

A) কবচকুন্ডল

B) জাদু অশ্ব

C) কবচকুণ্ডল, ধনুক, তূণীর, শিরস্ত্রাণ

D) জাদু-অশ্ব, পুষ্পক, সপ্তডিঙ্গা

শূন্যস্থান পূরণ করো :

15.”দিগ্বিজয়ে যেতে হবে। ________ দিলেন সাজিয়ে।”

A) পাটরানি

B) ছোটোরানি

C) দুয়োরানি

D) সুয়োরানি

16 “তার নাম রেখেছি : __________।”

A) ভালোবাসা

B) বিশ্বাস

C) মায়া

D) অনুভব

17.  “এই হৃদয়ের খাপে ভরা _________ অসি।”

A) অভঙ্গুর

B) ইস্পাত-কঠিন

C) মন্ত্রপূতঃ

D) অসামান্য

18. “শাণিত ইস্পাত খণ্ড। ________

নাম : ভালোবাসা।”

A) মন্ত্রপূতঃ

B) অভঙ্গুর

C) বিশ্বাস

D) আশীবাদী

19. স্তম্ভ মেলাও:

A) a-iv, b-iii, c-i, d-ii

B) a-ii, b)iv, c-i, d-iii

C) a-iv, b-ii, c-iii, d-i

D) a-iv, b-i, c-ii, d-iii

20. স্তম্ভ মেলাও:

A) a-iv, b-i,c-ii, d-iii

B) a-ii, b-iv, c-i, d-ii

C) a-ii, b-i, c-iv, d-iii

D) a-ii, b-iii, c-iv, d-i

21. ক্রম অনুসারে সাজাও:

ⅰ) দিগ্বিজয়ে যেতে হবে।

ⅱ) মরুপথে সেই হয় উট।

ⅲ) রক্তে আমি রাজপুত্র। 

iv) দুয়োরানী দিলেন সাজিয়ে।

A) i, iii, iv, ii

B) iii, iv, ii, i 

C) iii, ii, i, iv

D) iii, iv, i, ii

22. ক্রম অনুসারে সাজাও:

ⅰ) এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি

ⅱ) তার নাম রেখেছি: বিশ্বাস।

ⅲ) শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।

iv) আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে

A) iii, i, ii, iv

B) iii, iv, ii, i 

C) iv, iii, ii, i

D) iv, i, ii, iii

23. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো:

বিবৃতি (A): দুয়োরানী ছিলেন সাজিয়ে।

কারণ (R): দিগ্বিজয়ে যেতে হবে।

A) A এবং R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ

B) A এবং R উভয়ই ঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়

C) A এবং R উভয়ই ভুল

D) A ভুল R ঠিক

24. সঠিক সম্পর্কটি চিহ্নিত করো:

বিবৃতি A: হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি

বিবৃতি B: নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে

A) A এবং B দুটিই ভুল

B) A হলো B-এর কার

C) A-এর কারণ B

D) A, B দুটিই সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন

25. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হলো-

A) সাহস ও ধৈর্য

B) তীর ও ধনুক

C) বিশ্বাস ও ভালোবাসা

D) জাদু-অশ্ব ও পুষ্পক

26. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজপুত্রের কাছে কোন অস্ত্র ছিল না ?

A) ধনুক

B) তূণীর

C) শিরস্ত্রাণ

D) সবগুলি

27. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় কথক কোথায় পৌঁছানোর কথা বলেছেন?

A) রাজপ্রাসাদে

B) যুদ্ধক্ষেত্রে

C) তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে

D) রূপকথার দেশে

28. “নিশ্চিত পৌঁছুবো সেই _________ খর্জুরের দ্বীপে।”

A) তৃষ্ণাহর

B) শুষ্ক

C) শান্তির

D) রূপকথার

29. সত্য-মিথ্যা নির্ণয় করো:

ⅰ) রক্তে আমি রাজপুত্র।

ⅱ) মহারানী দিলেন সাজিয়ে।

iii) সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে।

iv) মন্ত্রপূত অসি আসলে ভালোবাসা।

A) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা 

B) সত্য, সত্য, সত্য, মিথ্যা

C) সত্য, সত্য, মিথ্যা, মিথ্যা

D) সত্য, মিথ্যা, সত্য, সত্য

30. সত্য-মিথ্যা নির্ণয় করো :

i) নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’।

ii) নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস ‘আমি অনুপম’।

iii) নবনীতা দেবসেন সাহিত্য আকাদেমি পুরস্কার পান ‘নব-নীতা’ গ্রন্থের জন্য।

iv) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি নেওয়া হয়েছে ‘নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা’ থেকে।

A) সত্য, সত্য, সত্য, মিথ্যা

B) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা

C) মিথ্যা, সত্য, সত্য, সত্য

D) সত্য, সত্য, সত্য, সত্য

       উত্তরমালা

1-B    2-D      3-B

4-D    5-B      6-C 

7-B    8-C      9-A   

10-B   11-B    12-B  

13-B    14-C   15-C

16-B    17-C    18-B  

19-D    20-C     21-B  

22-B   23-A     24-B  

25-C   26-D    27-C  

28-A    29-D   30-D

PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇

Scroll to Top