বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

ক্রীড়ার ইতিহাস |খেলার ইতিহাস |উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমেস্টার| দ্বাদশ শ্রেণি| Class -XII | 3rd Semester |ক্রীড়া সংস্কৃতি| Khelar itihas | SLST Bangla| SSC| MSC| BanglaSahayak.com

ক্রীড়ার ইতিহাস

খেলার ইতিহাস

উচ্চ মাধ্যমিক বাংলা 

তৃতীয় সেমেস্টার

কুস্তি :

🔷 কুস্তি প্রথম শুরু হয়– ভারতে।

🔷আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় — বরোদায়।

🔷 যে স্থানে কুস্তি সংঘটিত হয় সেই স্থানকে বলা হয় – আখড়া

🔷প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয় — ১৯৩৪ সালে

🔷 ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে — ১৯৪৮ খ্রিস্টাব্দে

🔷 ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় — মহারাজা নৃপেন্দ্রনারায়ণের চেষ্টায়

🔷 বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করেন– করিম বক্স

🔷 কুস্তি বা মল্লযুদ্ধ অলিম্পিকে বিশেষ জায়গা করে নেয় — এথেন্স অলিম্পিকে (১৮৯৬)

🔷 বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের প্রথিকৃৎ — অম্বিকাচরণ গুহ

🔷 গোবর গুহের আসল নাম — যতীন্দ্রচরণ গুহ

🔷 ধোঁকা, টিব্বি, গাধানেট, ঢাক, টাং,  পাট, ধোবা পাট,  কুল্লা, রদ্দা প্রভৃতি হল — ভারতীয়  কুস্তির প্যাঁচ

ফুটবল :

🔷 ফুটবল খেলার জন্ম– ইংল্যান্ডে 

🔷বাংলা তথা ভারতের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় –১৮৭২ সালে। ক্লাবটির নাম — ক্যালকাটা এফ্ সি

🔷 ভারতীয় ফুটবল খেলার ইতিহাসে এক চিরস্মরনীয় ব্যক্তিত্ব — হলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

🔷 বাঙ্গালীদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান –নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

🔷 বাঙালি প্রথম ফুটবল ক্লাব — শোভাবাজার ক্লাব (১৮৮৬ খ্রিস্টাব্দ)

🔷 মোহনবাগান ক্লাব-১৮৮৯. 

🔷 মোহামেডান স্পোর্টিং ক্লাব– ১৮৯২

🔷 ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই.এফ.এ) –১৮৯৩

🔷ইস্টবেঙ্গল ক্লাব -১৯২০.

🔷 বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল প্রথম তৈরি করেছিলেন– নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

🔷 আধুনিক ফুটবলের সূতিকাগার –ইংল্যান্ড

🔷 মোহনবাগান ক্লাব প্রথম আই.এফ.এ শিল্ড জয় করে — ১৯১১ সালে

🔷 বাংলার হয়ে খেলেছেন এমন স্বনামধন্য কয়েকজন ফুটবলার– পিটার থঙ্গরাজ(গোলরক্ষক) তরুণ বোস, ভাস্কর গাঙ্গুলি 

গোষ্ঠ পাল, শৈলেন মান্না

চুনী গোস্বামী, পিকে  ব্যানার্জি

🔷 গোষ্ঠ পাল যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন- ফুটবল

ক্রিকেট  : 

🔷 ক্রিকেট খেলার জন্ম — ইংল্যান্ড 

🔷বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে — ১৮৭৭ সালে

🔷 বাংলা ক্রিকেটের জনক — সারদারঞ্জন রায়চৌধুরী 

🔷’ক্রিকেট খেলা’ বইটি লিখেছেন –সারদারঞ্জন রায়চৌধুরী 

🔷 বাঙালি ডব্লিউ জি গ্রেস বলা হত –সারদারঞ্জন রায়চৌধুরী

🔷 পঙ্কজ রায় ছিলেন বাঙালি — ডান হাতি ব্যাটসম্যান 

অম্বর রায় ছিলেন — বাঁহাতি ব্যাটসম্যান

🔷 ভারতীয় জাতীয় দলের প্রাক্তন বাঙালি অধিনায়ক –সৌরভ গঙ্গোপাধ্যায়

🔷 সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় –২০০৩ সালে

🔷সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছেন –১১৩ টি টেস্ট ম্যাচ,  ৩১১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

🔷সৌরভ গঙ্গোপাধ্যায় রান করেছেন — টেস্টে ৭২১২ রান, একদিনের আন্তর্জাতিক ম্যাচে — ১১৩৬৩ রান।

🔷সৌরভ গঙ্গোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পান– ২০০৪ সালে

🔷 বাঙালি মহিলা ক্রিকেটার — ঝুলন গোস্বামী (চাকদা এক্সপ্রেস)

🔷 ২০০৭ সালে আই.সি.সি. র সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন — ঝুলন গোস্বামী

সাঁতার 

🔷প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেন– ডি ডি মুলজি

🔷 প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত হয় –লন্ডনে (১৮৩৭ খ্রিস্টাব্দে)

🔷 সাঁতরে প্রথম ইংলিশ চ্যানেল পার হন — ম্যাথু ওয়েব বুক

🔷প্রথম ভারতীয় হিসেবে সাঁতরে  ইংলিশ চ্যানেল পার হন — মিহির সেন (১৯৫৮ সালে)

🔷 এশিয়ার প্রথম মেয়ে হিসেবে সাঁতরে  ইংলিশ চ্যানেল পার হন — আরতি সাহা (১৯৫৯ সালে)

হকি

🔷 পরপর কতগুলি অলিম্পিকে বিজয়ীর সম্মান অর্জন করে ভারতীয় হকি দল — ৬ টি 

🔷 হকির জাদুকর বলা হয় –ধ্যানচ্যানকে।

 🔷 আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গোল’ এর রচয়িতা — ধ্যানচাঁদ।

🔷 অলিম্পিক সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন — লেসলি ক্লডিয়াস

🔷 বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত — হকি

টেবিল টেনিস

🔷 কোন খেলার পূর্ব নাম পিং পং — টেবিল টেনিস

🔷 বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে- ১৯৩৪ সালে

🔷 উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর– শিলিগুড়ি ।

🔷টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় — ভারতী ঘোষকে।

🔷 পৌলমী ঘটক ও অঙ্কিতা দাস কোন খেলার সঙ্গে যুক্ত — টেবিল টেনিস

লন টেনিস

🔷 টেনিস খেলার সৃষ্টি হয়েছিল– ফ্রান্সে 

🔷 বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা — উইংফিল্ড।

🔷 ‘ডেভিস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত  — টেনিস

দাবা 

🔷 রামায়ণের কাহিনি অনুযায়ী দাবা খেলার স্রষ্টা — রাবণের স্ত্রী মন্দোদরী 

🔷 ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব — ক্যালকাটা চেস ক্লাব 

🔷 পশ্চিমবঙ্গ রাজ্যের  প্রথম গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া( ১৯৯১ সালে)

খো খো

🔷 খো খো খেলার সূত্রপাত–  পশ্চিম ভারতে

ভলিবল 

🔷 ভলিবল খেলার উদ্ভব ম্যাসাচুস্টেসের হলিহকে

ব্যাডমিন্টন

🔷 ভারতের সবচেয়ে পুরনো প্রথম ব্যাডমিন্টন ক্লাব –ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব

🔷 মধুমিতা গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত –ব্যাডমিন্টন

🔷 ‘টমাস কাপ’ কোন খেলার সঙ্গে — ব্যাডমিন্টন

কবাডি 

🔷 পশ্চিমবঙ্গে কবাডির প্রচারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন –নারায়ণ চন্দ্র ঘোষ।

তিরন্দাজি

🔷 দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত –তিরন্দাজি।

অ্যাথলেটিকস্

🔷 ভারত সরকার যাঁকে ‘রাজীব গান্ধী খেলরত্ন’  পুরস্কারে সম্মানিত করেন — জ্যোতির্ময়ী শিকদারকে।

শ্যুটিং

🔷 সোমা দত্ত,  জয়দীপ কর্মকার

ব্রতচারী

🔷 ব্রতচারী উদ্ভাবক — গুরুসদয় দত্ত।

সার্কাস

🔷 বাঙালি প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস –ন্যাশনাল সার্কাস  (১৮৮৩ সালে নবগোপাল মিত্র গড়ে তোলেন)

🔷 ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ গড়ে তোলেন — প্রিয়নাথ বসু 

🔷 ‘প্রফেসর বোস’ নামে পরিচিত লাভ করেন –প্রিয়নাথ বসু।

🔷 প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছিলেন– সুশীলা সুন্দরী

🔷 লক্ষ্মী, নারায়ণ — দুটি বাঘের নাম

🔷 ‘বাঙালি সার্কাস’ গ্রন্থের রচয়িতা –অবনীন্দ্রকৃষ্ণ বসু

ম্যাজিক

🔷 আধুনিক ম্যাজিকের জনক –গণপতি চক্রবর্তী 

🔷 ‘যাদুবিদ্যা’ গ্রন্থটির রচয়িতা — গণপতি চক্রবর্তী

🔷 পি সি সরকারের পুরো নাম — প্রতুলচন্দ্র সরকার

🔷 জাদুর অস্কার নামে পরিচিত ‘দ্য ফিনিক্স’ (আমেরিকা) পুরস্কার লাভ করেন — পি সি সরকার

🔷 জাদুসম্রাট বলা হয় —

পি সি সরকার

🔷 বর্তমানে বাংলা তথা  ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র।

 PDF ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇
Scroll to Top