‘কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি’ – মুকুন্দ চক্রবর্তী
মূলগ্রন্থ : চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড
- ‘কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি’ কবিতাটির কবি কে ?
A) সৈয়দ আলাওল
B) মুকুন্দ চক্রবর্তী
C) কালিদাস
D) বিষ্ণু দে - ‘কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি’ কবিতাটির মূলগ্রন্থ কোনটি ?
A) চন্ডীমঙ্গল
B) ধর্মমঙ্গল
C) অন্নদামঙ্গল
D) মনসামঙ্গল - “সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ” –‘চিকুর’ শব্দের অর্থ কী ?
A) তাল
B) নারকেল
C) বিদ্যুৎ
D) চুল
4. “কলিঙ্গে সোঙরে সকল লোক” — কলিঙ্গবাসী কাকে স্মরণ করে ?
A) মহাদেব
B) জৈমিনি
C) হনুমান
D) চন্ডী
- কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল ?
A) তিন দিন
B) চার দিন
C) পাঁচ দিন
D) সাত দিন
6. “মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান” –কে মঠ-অট্টালিকা ভেঙে খানখান করে ?
A) প্রবল ঝড়
B) হনুমান
C) চন্ডী
D) মহাদেব
- ” মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান।” – বীর হনুমান কার আদেশে এমন করেন –
A) শিব
B) চণ্ডী
C) জৈমিনি
D) ইন্দ্র - “কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ
……..গণিয়া প্রজা ভাবয়ে বিপদ ।।”
— শূন্যস্থানে বসবে
A) বিপদ
B) শঙ্কা
C) ঝটিকা
D) প্রলয়
9. “…… উড়িল মেঘ সঘনে চিকুর।
উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর।।” — শূন্যস্থানে বসবে
A) উত্তরে
B) নৈঋতে
C) ঈশানে
D) পশ্চিমে
- “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কন” – ‘শ্রীকবিকঙ্কন’ হলেন –
A) মুকুন্দ চক্রবর্তী
B) ভারতচন্দ্র রায়
C) সৈয়দ আলাওল
D) বিজয়গুপ্ত - ” _ উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ
প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিপদ ।।” — শূন্যস্থানে বসবে
A) উত্তরে
B) নৈঋতে
C) ঈশানে
D) কলিঙ্গে - “ চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।
__ চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ।।” — শূন্যস্থানে বসবে
A)সজোড়ে
B) সঘনে
C)সবেগে
D) সহসা - “ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর।” – ঈশান হলো
A) উত্তর-পূর্ব কোণ B) দক্ষিণ-পশ্চিম কোণ
C) দক্ষিণ-পূর্ব কোণ D) উত্তর-পশ্চিম কোণ - “কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ”- কলিঙ্গদেশ হলো বর্তমান
A) কর্ণাটক B) ত্রিপুরা
C) ওড়িশা D) পশ্চিমবঙ্গ - করি-কর সমান বরিষে জলধারা।
জলে __ একাকার পথ হইল হারা।।” — শূন্যস্থানে বসবে
A) পৃথ্বী B) বিশ্ব
C) দেশ D) মহী - . ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশের কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি হলো –
A)খেলনকবি
B) কেতকাদাস
C) রায়গুণাকর
D) কবিকঙ্কণ - ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের যে খণ্ডের অন্তর্গত –
A)আখেটিকখণ্ড B) বণিকখণ্ড
C) দেবখণ্ড D) বন্দনাখণ্ড - “দেখিতে না পায় কেহ __।” – শূন্যস্থানের সঠিক শব্দটি হলো-
A)বাড়িঘর B) লোকজন
C) অঙ্গ আপনার D) রবির কিরণ - ‘নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল।’- ‘নিমিষেকে’ শব্দটির অর্থ-
A)মুহূর্তের মধ্যে
B) এক দিনে
C) শেষকালে
D) অবশেষে - “প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ।”- এখানে কোন প্রজাদের কথা বলা হয়েছে?
A) গুজরাটবাসী
B) ধর্মনগরবাসী
C) কলিঙ্গবাসী
C) কুরুনগরবাসী - চারিদিকে মেঘে জল দিয়েছিল-
A) অষ্ট গজরাজ
B) অষ্ট মেঘবালিকা
C) গজরাজ
D) মেঘবালিকা - “করি-কর সমান বরিষে জলধারা।”-‘করি-কর’ শব্দটির অর্থ-
A) হাতির শুঁড়
B) বাঘের ডাক
C) ঘোড়ার ডাক
D) মানুষের হাত - কলিঙ্গদেশে ঝড়বৃষ্টির ফলে জলের যে ঢেউ বইতে থাকে, তা-
A)মেঘের মতো
B) পর্বততুল্য
C)সাগরতুল্য
D) আকাশসমান - মধ্যযুগে রচিত গ্রন্থগুলিতে পদের শেষে কবির নামোল্লেখকে বলা হয়-
A) পদবি
B) উপাধি
C) ভণিতা
D) নিয়ম - “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ।।”- অম্বিকা হলেন-
A) দেবী মনসা
B) দেবী চণ্ডী
C) দেবী সরস্বতী
D) দেবী শীতলা
উত্তরমালা
1B 2A 3C 4B 5D
6B 7B 8D 9C 10A
11D 12B 13A 14C 15D
16D 17A 18C 19A 20C
21A 22A 23B 24C 25B