আমার প্রথম কবিতা
(১) ২২ সেকেন্ড মনে হয়
২২ জুলাই ২০১৩
(২) আজ প্রকৃতি
ছয় ঋতুর মালাবদল
আর চোখে পড়ে না।
বাঁধনহারা বৃষ্টিধারা
দেখি না বর্ষায়,
শরতের মেঘবালিকা
এখন কালো চাদরের মতো।
হেমন্ত দরজা ভেঙে
নিয়ে আসে না সবুজ নিশ্বাস…
উত্তুরে হাওয়া কিংবা
দক্ষিণের মৃদু সমীরণ
এখন রূপকথার মতো শোনায়।
বসন্তসখা যে আজ
কোথায় ডাকে,
কে তার হিসেব রাখে ?
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে না
ভিজে বনের ফুল।
চারিদিকে দেখিনা
সবুজের সমারোহ।
খুঁজে পাই না –
অপু-দুগ্গার নিশ্চিন্দিপুর,
রবীন্দ্রনাথের পদ্মাতীরের শিলাইদহ ;
জীবনানন্দের ‘রূপসী বাংলা’র মুখ।
পাখ-পাখালির মধুর কলধ্বনিতে
ঘুম ভাঙে না ,
আজ ঘুম ভাঙে
কল-কারখানার কর্কশ কণ্ঠস্বরে।
আগের মতো বিশুদ্ধ জলধারায়
প্রবাহিত হয় না
গঙ্গা – যমুনা-সরস্বতী।
জোড়া দিঘির পাড়ে
দাঁড়িয়ে থাকতে দেখিনা
তাল- নারকেলের সারি।
বাংলার প্রকৃতি আজ –
দূষণরূপী অক্টোপাসের শুঁড়ে বন্দি।
(৩) গল্পের রানি
১৮ নভেম্বর, ২০১৮
Comments are closed.