ভারতীয় গল্প :
অলৌকিক — কর্তার সিং দুগগাল।
ভাষান্তর– অনিন্দ্য সৌরভ।
সঠিক বিকল্পটি নির্বাচন করো :
১. “গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।” — গল্পটা হলো—
(ক) বলী কান্ধারীর গল্প (খ) শিষ্য মর্দানার জলপানের গল্প (গ) শিষ্য মর্দানার পাথর ভাঙার গল্প (ঘ) গুরু নানকের ধ্যানের গল্প
উত্তর : (ঘ) গুরু নানকের ধ্যানের গল্প
২. “সেখানে ঘনঘন সাকা হল”- “সাকা’ শব্দের অর্থ কী?
(ক) সাদা কালোয় মিশ্রণ করা (খ) মহৎ কাজে প্রাণোৎসর্গ করা (গ) অরন্ধন করা (ঘ) উৎসব করা
উত্তর : (খ) মহৎ কাজে প্রাণোৎসর্গ করা
৩. “মার সঙ্গে তর্ক শুরু করি।”– এর কারণ—
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয় (খ) পাথর ছুড়ে মারা সম্ভব নয় (গ) পাথর অদৃশ্য করা সম্ভব নয় (ঘ) পাথরের চাঙর থামিয়ে দেওয়া সম্ভব নয়
উত্তর : (ঘ) পাথরের চাঙর থামিয়ে দেওয়া সম্ভব নয়
৪. ‘গুরু নানকের পায়ের কাছে প্রায় মুর্ছিত হয়ে পড়ল’— কার কথা বলা হয়েছে?
(ক) লেখকের (খ) বলী কান্ধারীর (গ) মর্দানার (ঘ) লেখকের মায়ের
উত্তর : (গ) মর্দানার
৫. ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে, তা হলো—
(ক) জয় মহাদেব (খ) জয় জগন্মাতা (গ) জয় নিরঙ্কর (ঘ) জয় মহাদিদেব
উত্তর : (গ) জয় নিরঙ্কর
৬. হাসান আব্দালের বর্তমান নাম কী ?
(ক) বলী কান্ধারী (খ) পাঞ্জাসাহেব (গ) আব্দাল (ঘ) হাসান
উত্তর : (খ) পাঞ্জাসাহেব
৭. বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ?
(ক) চার বার (খ) এক বার (গ) দু’বার (ঘ) তিন বার
উত্তর : (ঘ) তিন বার
৮. “মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম।” — তর্কের বিষয়। হলো—
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া (গ) পাথর অদৃশ্য করা (ঘ) পাথর ছুড়ে মারা
উত্তর : (খ) হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়া
একইরকমভাবে …
১) “এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। “–গুরু নানক শিষ্য মর্দানাকে বলেছিল।
২) পাহাড়ের চুড়োয় এক দরবেশ কুটির বেঁধে থাকে — বলী কান্ধারী।
৩) ” এ তল্লাটে ওঁর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। “– বলী কান্ধারীর।
৪) আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডুষ জলও দেব না। “– বক্তা– বলী কান্ধারী। কাফের বলতে -গুরু নানক।
৫) “উনি রীতিমতো হতভম্ব”– উনি কে? – বলী কান্ধারী।
৬) গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন– পাঞ্জাসাহেবে।
৭) স্বচক্ষে দেখেছি — খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি [ মান ১ ]
১. “চোখের জলটা তাদের জন্য”– এখানে কাদের কথা বলা হয়েছে?
উত্তর : আলোচ্য বাক্যটিতে যারা জীবনকে তুচ্ছ করে ট্রেন থামিয়েছিল তাদের কথা বলা হয়েছে।
২. “তাকে সামনের পাথরটা তুলতে বলেন।”– পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল?
উত্তর : গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথর তুলতেই দেখা গেল জলের ঝরনা বেরিয়ে এসেছে।
৩. “ওঁর কাছে জল পেতে পার।”– কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন?
উত্তর : জনৈক দরবেশ বলী কান্ধারীর কাছে জল পাওয়া যেতে পারে। গুরু নানকের শিষ্য মর্দানা পিপাসার্ত ছিলেন, তাই তার জন্য জলের প্রয়োজন হয়েছিল।
৪. “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।”– গল্পটা কী? অথবা, “গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি।” কোন গল্পের কথা বলা হয়েছে?
উত্তর : গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দিয়েছিলেন, এই গল্পটিই লেখক স্কুলে শুনেছিলেন।
৫. “গল্পটা মনে পড়লেই হাসি পেত।”– কোন গল্পের কথা বলা হয়েছে?
উত্তর : গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দিয়েছিলেন। এই গল্পটি মনে পড়লেই লেখকের হাসি পেত।
৬. “আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডুষ জল দেব না।” — কে, কাকে কাফের বলেছে?
উত্তর : অলৌকিক গল্প থেকে সংকলিত উদ্ধৃতাংশটিতে বলী কান্ডারী গুরু নানককে কাফের বলেছে।
৭. কোথাও ‘সাকা’ হলে কী হতো ?
উত্তর : বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হতো।
রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
১. ” মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন…”- ঘটনাটি উল্লেউলকরো।ঘটনাটি বক্তার মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ?
অথবা, “চোখের জলটা তাদের জন্য।”- বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন ? কোন ঘটনায় বক্তার এমন উপলব্ধি সেটি লেখো।
২. “গল্পটা মনে পড়লেই হাসি পেত।” কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত?
অথবা, “গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি”– কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে বর্ণনা করো।
৩. ‘পাঞ্জাসাহেবে সাকা হয়েছে।’ – সাকা বলতে কী বোঝায় ? এখানে যে সাকা’র বর্ননা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো ।
প্রেমের ছন্দ পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ