বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

বিজ্ঞান চর্চার ইতিহাস | দ্বাদশ শ্রেণি| Class -XII | 3rd Semester |শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস| bijyan charchar itihas | shilpo sahitto sanskritir itihas| SLST Bangla| SSC| MSC|BanglaSahayak.com


বিজ্ঞান চর্চার ইতিহাস

১) ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠা করেন
ক) সত্যেন্দ্রনাথ বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর : ক) সত্যেন্দ্রনাথ বসু

২) রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্বপরিচয়’ গ্রন্থটি উৎসর্গ করেন ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর : ঘ) সত্যেন্দ্রনাথ বসু

৩) ‘বেঙ্গল ক্যামিক্যালস’ এর প্রতিষ্ঠাতা কে ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর : খ) প্রফুল্লচন্দ্র রায়

৪) ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভিশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা কার কীর্তি ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর : গ) মহেন্দ্রলাল সরকার

৫) জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান বিষয়ক বাংলায় বিখ্যাত গ্রন্থ কোনটি ?
ক) অব্যক্ত
খ) বিশ্বপরিচয়
গ) জিজ্ঞাসা
ঘ) কোনোটিই নয়
উত্তর : ক) অব্যক্ত

৬) জগদীশ চন্দ্র বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ কত সালে প্রতিষ্ঠা করেন ?
ক) ১৯১৫ সালে
খ) ১৯১৬ সালে
গ) ১৯১৭ সালে
ঘ) ১৯১৮ সালে
উত্তর : গ) ১৯১৭ সালে

৭) ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনসটিটিউট’ কে প্রতিষ্ঠা করেন ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) প্রশান্তচন্দ্র মহনানবিশ
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর : খ) প্রশান্তচন্দ্র মহনানবিশ

৮)‘বাঙ্গালির মস্তিষ্ক ও তাহার অপব্যাবহার’ গ্রন্থের লেখক কে ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর : খ) প্রফুল্লচন্দ্র রায়

৯) এদেশে প্লাস্টিক সার্জারির জনক কে ?
ক) ডা. মুরারিমোহন মুখোপাধ্যায়
খ) ডা. আবিরলাল মুখোপাধ্যায়
গ) ডা. উইলিয়াম রকসবার্গ
ঘ) ডা. নীলরতন সেন
উত্তর : ক) ডা. মুরারিমোহন মুখোপাধ্যায়

১০) ‘বেঙ্গল কেমিক্যালস’ –এর প্রতিষ্ঠাতা কে ?
ক) প্রফুল্লচন্দ্র রায়
খ) মেখনাথ সাহা
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য
উত্তর : ক) প্রফুল্লচন্দ্র রায়

১১. কালাজ্বরের প্রতিষেধক ‘ইউরিয়া স্টিবামাইন ‘ আবিষ্কার করেন
ক) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
খ) বনবিহারী মুখোপাধ্যায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) চুনীলাল বসু
উত্তরঃ ক) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

১২. এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম –
ক) পঞ্চানন কর্মকার
খ) রাজা রাজেন্দ্রলাল মিত্র
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : খ) রাজা রাজেন্দ্রলাল মিত্র

১৩. কুন্তলীন পুরস্কার কে প্রবর্তন করেন ?
ক) রসিকলার দত্ত
খ) হেমেন্দ্রমোহণ বসু
গ) সুকুমার রায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : খ) হেমেন্দ্রমোহণ বসু

১৪) বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল ?
ক) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন
খ) জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন গ) শিবপুর বোটানিক্যাল গার্ডেন
ঘ) কোম্পানির বোটানিক্যাল গার্ডেন
উত্তরঃ ক) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন

১৫) কাকে ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয় ?
ক) উইলিয়াম রকসবাগ
খ) জগদীশচন্দ্র বসু
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য
উত্তর : ক) উইলিয়াম রকসবাগ

১৬) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে শিল্পে অবদানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করেছিলেন ?
ক) চিত্রশিল্প
খ) মুদ্রণশিল্প
গ) সংগীত শিল্প
ঘ) পটশিল্প
উত্তর : খ) মুদ্রণশিল্প

১৭) ‘ধাত্রীসহায়’, ‘অ্যানাটমি’, ‘সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’ গ্রন্থগুলির রচয়িতা কে ?
ক) নীলরতন সেন
খ) মহেন্দ্রলাল সরকার
গ) লালমাধব মুখোপাধ্যায়
ঘ) রাধাগোবিন্দ কর
উত্তর : ঘ) রাধাগোবিন্দ কর

১৮) প্রথম ভারতীয় দূরবীন নির্মাতা
ক) নগেন্দ্রনাথ ধর
খ) গোলকচন্দ্র নন্দী
গ) শিশির কুমার মিত্র
ঘ) লালমাধব মুখোপাধ্যায়
উত্তর : ক) নগেন্দ্রনাথ ধর

১৯) ‘সিরোসিস অব লিভার ইন চিলড্রেন’ প্রকাশ করেন
ক) রাধাগোবিন্দ কর
খ) মহেন্দ্রলাল সরকার
গ) লালমাধব মুখোপাধ্যায়
ঘ) নীলরতন সেন
উত্তর : ঘ) নীলরতন সরকার

২০) এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন-
ক) রাধাগোবিন্দ কর
খ) গিরীন্দ্রমোহন বসু
গ) নীলরতন সেন
ঘ) গিরীন্দ্রশেখর বসু
উত্তর : ঘ) গিরীন্দ্রশেখর বসু

২১) রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় কাকে প্রথম ডি এসসি (Doctor of Science ) প্রদান করেন ?
ক) বিপিনবিহারী দাস
খ) রসিকলাল দত্ত
গ) হেমেন্দ্রমোহন বসু
ঘ) প্রমথনাথ বসু
উত্তর : খ) রসিকলাল দত্ত

২২) “যারা বলেন যে, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্ভব নয়, তাঁরা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না।” -এই উক্তিটি করেছেন
ক) সত্যেন্দ্রনাথ বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মেঘনাদ সাহা
ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর : ক) সত্যেন্দ্রনাথ বসু

২৩) বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করে লক্ষ্যে ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকার প্রকাশ করেন
ক) সত্যেন্দ্রনাথ বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মেঘনাদ সাহা
ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর : ক) সত্যেন্দ্রনাথ বসু

২৪) “A man of genius with a taste for litterature and who is a scientist as well.” – রবীন্দ্রনাথ ঠাকুর কার সম্পর্কে একথা লিখেছিলেন ?
ক) সত্যেন্দ্রনাথ বসু
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মেঘনাদ সাহা
ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর : ক) সত্যেন্দ্রনাথ বসু

২৫) ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন
ক) নীলরতন সেন
খ) হেমেন্দ্রমোহন বসু
গ) নীলরতন ধর
ঘ) প্রশান্তচন্দ্র মহালানবিশ
উত্তর : গ) নীলরতন ধর

২৬) বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ‘পৃথিবী’র রচয়িতা
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) স্বর্ণকুমারী দেবী
গ) অক্ষয়কুমার দত্ত
ঘ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
উত্তর : খ) স্বর্ণকুমারী দেবী

২৭) এদেশে শবব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ ছিলেন
ক) মধুসূদন গুপ্ত
খ) রাজেন্দ্রলাল দত্ত
গ) পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) অঘোরনাথ চট্টোপাধ্যায়
উত্তর : ক) মধুসূদন গুপ্ত

২৮) এশিয়ার প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাতা কে ছিলেন ?
ক) নীরজনাথ দাশগুপ্ত
খ) সচ্চিদানন্দ বন্দোপাধ্যায়
গ) অসীমা চট্টোপাধ্যায়
ঘ) জ্যোতিষচন্দ্র রায়
উত্তর : ক) নীরজনাথ দাশগুপ্ত

২৯) আমাদের দেশে প্রথম বাস্পীয় ইঞ্জিন নিমার্ণ করেন–
ক) গোলকচন্দ্র নন্দী
খ) হেমেন্দ্রমোহন বসু
গ) নীলরতন ধর
ঘ) প্রশান্তচন্দ্র মহালানবিশ
উত্তর : ক) গোলকচন্দ্র নন্দী

৩০) ‘বাংলার কীটপতঙ্গ’ গ্রন্থের রচয়িতা কে ?
ক) জগদানন্দ রায়
খ) শিশির কুমার মিত্র
গ) গোপালচন্দ্র ভট্টাচার্য
ঘ) চারুচন্দ্র ভট্টাচার্য
উত্তর : গ) গোপালচন্দ্র ভট্টাচার্য


৩১) আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন-
🧿 প্রশান্তচন্দ্র মহলানবিশ

৩২) রাধানাথ শিকদার ছিলেন–
🧿 হিন্দু কলেজের ছাত্র

৩৩) ‘এশিয়াটিক সোসাইটির’ প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা ছিলেন–
🧿 উইলিয়াম জোনস

৩৪) সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন–
🧿 পঞ্চানন কর্মকার

৩৫) ‘The Upper Atmosphere’ গ্রন্থের লেখক–
🧿 শিশির কুমার মিত্র

৩৬) ‘টলস্টয় অব বেঙ্গল’ বলা হত-
🧿 মহেন্দ্রচন্দ্র নন্দী

৩৭) ‘বাংলার পাখী’ গ্রন্থের রচয়িতা কে ?
🧿 জগদানন্দ রায়

৩৮) ‘Treatise of Kalaazar’ গ্রন্থটি রচনা করেন
🧿 স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

৩৯) Auxiliary Table গ্রন্থটি রচনা করেন-
🧿 চারুচন্দ্র ভট্টাচার্য

৪০) মনবিশ্লেষণের ওপর বাংলা ভাষায় লেখা প্রথম বই ‘স্বপ্ন’ এটি রচনা করেন
🧿 গিরীন্দ্রশেখর বসু।

৪১) প্রথম পঞ্জিকা প্রকাশিত হয়—
🧿 ১৮৮৬ সালে।

৪২) প্রেসিডেন্সি কলেজের পূর্বনাম ছিল —
🧿 হিন্দু কলেজ

৪৩) হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়
🧿 ১৮১৭ সালে

৪৪) ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন’ প্রতিষ্ঠিত হয়-
🧿 ১৭৮৭ খ্রিস্টাব্দে

৪৫) এশিইয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
🧿 ১৭৮৪ খ্রিঃ ১৫ই জানুয়ারি

৪৬) সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন-
🧿 পঞ্চানন কর্মকার

৪৭) ‘অক্ষিতত্ত্ব’ গ্রন্থটি অনুবাদ করেন
🧿 লালমাধব মুখোপাধ্যায়

৪৮) নীলরতন সরকার যার সাথে যৌথভাবে ‘কলিকাতা মেডিক্যাল স্কুল’ প্রতিষ্ঠা করেন-
🧿 সুরেশপ্রসাদ সর্বাধিকারী

৪৯) কারমাইকেল মেডিক্যাল কলেজের বর্তমান নাম
🧿 আর জি কর মেডিক্যাল কলেজ

৫০) আর.জি.কর মেডিক্যাল কলেজের নামকরণ হয়-
🧿 রাধাগোবিন্দ করের নামে

৫১) বিজ্ঞান সম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন-
🧿 নীলরতন সরকার

৫২) এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হল-
🧿 বেথুন স্কুল

৫৩) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক ডিগ্রি লাভ করেন-
🧿 ১৮৮২ খ্রিস্টাব্দে

৫৪) কাদম্বিনী বসুর স্বামীর নাম-
🧿 দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

৫৫) কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী হিসেবে ভরতি হন
🧿 কাদম্বিনী বসু ১৮৮৪ খ্রিস্টাব্দে

৫৬) বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক
🧿 কাদম্বিনী বসু

৫৭) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স-সহ বি.এ পাস করেন-
🧿 গণিত

৫৮) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ‘বাঘাযতীন’ নামকরণ করেন-
🧿 সুরেশপ্রসাদ সর্বাধিকারী

৫৯) বাংলার লতাপাতা, শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলী বিষয়ে গবেষণা করেন-
🧿 চুনীলাল বসু

৬০) ‘রসায়নাচার্য’ উপাধি পান-
🧿 চুনীলাল বসু

৬১) কলকাতা মেডিক্যাল কলেজে সাহিত্যিক ‘বনফুল’ যাঁকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন
🧿 বনবিহারী মুখোপাধ্যায়

৬২) সাহিত্যিক ‘বনফুল’ তাঁর শিক্ষক বনবিহারী মুখোপাধ্যায়ের স্মৃতি চিরন্তন করে রেখেছেন যে উপন্যাসে
🧿 অগ্নীশ্বর

৬৩) ডঃ বিধানচন্দ্র রায় ‘ভারতরত্ন’ পান-
🧿 ১৯৬১ খ্রিস্টাব্দে

৬৪) ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হয়-
🧿 ১লা জুলাই

৬৫) বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা-
🧿 সীতানাথ ঘোষ

৬৬) নীরোদচন্দ্র চৌধুরী তাঁর ‘অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান’ গ্রন্থে যার কথা বলেছেন-
🧿 মহেন্দ্রচন্দ্র নন্দী

৬৭) ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন-
🧿 উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৬৮) বাংলায় প্রথম অস্থি ও শরীরবিদ্যার গ্রন্থ
🧿 ফেলিক্স কেরির বিদ্যাহারাবলী

৬৯) ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে পরিচিত ছিলেন-
🧿 বিপিনবিহারী দাস

৭০) ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’-এর প্রথম অধ্যক্ষ-
🧿 প্রমথনাথ বসু

৭১) উদ্ভিদের চেতনা ও অনুভূতি নিয়ে গবেষণা করেছিলেন-
🧿 জগদীশচন্দ্র বসু

৭২) জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন-
🧿 ক্রেসকোগ্রাফ, স্ফিগ্‌মোগ্রাফ, পোটোমিটার

৭৩) ‘বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার’ গ্রন্থের লেখক-
🧿 প্রফুল্লচন্দ্র রায়

৭৪) খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন-
🧿 প্রফুল্লচন্দ্র রায়

৭৫) মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেন-
🧿 প্রফুল্লচন্দ্র রায়

৭৬) প্রফুল্লচন্দ্র রায় পারদ সংক্রান্ত মিশ্র ধাতু আবিষ্কার করেন-
🧿 ১১টি

৭৭) ‘সুপার ফসফেট অব লাইম’ তৈরি করেন-
🧿 প্রফুল্লচন্দ্র রায়

৭৮) ‘History of Hindu chemistry’ গ্রন্থটি লিখেছেন-
🧿 প্রফুল্লচন্দ্র রায়

৭৯) ‘ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ প্রতিষ্ঠা করেন-
🧿 মেঘনাদ সাহা

৮০) ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন-
🧿 মেঘনাদ সাহা

৮১) কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে যে বাঙালি বৈজ্ঞানিক স্মরণীয়-
🧿 সত্যেন্দ্রনাথ বসু

৮২) ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নিত করেন-
🧿 নীলরতন ধর

৮৩) বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করেন
🧿 গোপালচন্দ্র ভট্টাচার্য

৮৪) গোপালচন্দ্র ভট্টাচার্য ‘বাংলার কীটপতঙ্গ’ গ্রন্থের জন্য ‘রবীন্দ্র স্মৃতি পুরষ্কার’ লাভ করেন-
🧿 ১৯৭৫ খ্রিঃ

৮৫) ‘বাঙালির খাদ্য’ গ্রন্থটি রচনা করেন-
🧿 চারুচন্দ্র ভট্টাচার্য

৮৬) বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল-
🧿 দিগ্‌দর্শন

৮৭) ‘প্রাচীন ভারতে বিজ্ঞানচর্চার নিদর্শন’ গ্রন্থটির রচয়িতা হলেন-
🧿 প্রফুল্লচন্দ্র রায়

) হোমিও চিকিৎসক হিসেবে ‘ধন্বন্তরী’ খ্যাতি লাভ করেন
🧿 মহেন্দ্রচন্দ্র নন্দী

৮৯) রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ ‘আকাশ ও পৃথিবী’ র রচয়িতা
🧿 মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ

৯০) টেস্ট টিউব বেবি (নলজাতক) সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ
🧿 ডা: সুভাষ মুখোপাধ্যায়

PDF ডাউনলোড করুন 👇

বিজ্ঞান চর্চার ইতিহাস PDF

Scroll to Top