বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

পোটরাজ | শঙ্কর রাও খারাট | Potraj | উচ্চ মাধ্যমিক বাংলা |তৃতীয় সেমেস্টার |H.S | XII |Semester – III

 

পোটরাজ – শঙ্কর রাও খারাট

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমেস্টার

পোটরাজ

১। ‘পোটরাজ’ গল্পটি লিখেছেন
(ক) শঙ্কর রাও বরাট
(খ) শঙ্কর রাজ খারাট
(গ) শম্ভুনাথ খারাট
(ঘ) শঙ্কর রাও খারাট
উত্তরঃ (ঘ) শঙ্কর রাও খারাট

২। ‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেন
(ক) সুরঞ্জন চক্রবর্তী
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সুনন্দন চক্রবর্তী
(ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (গ) সুনন্দন চক্রবর্তী

৩। ‘পোটরাজ’ মূল গল্পটি কোন্ ভাষায় রচিত?
(ক) তেলুগু
(খ) মারাঠি
(গ) তামিল
(ঘ) মালয়ালম
উত্তরঃ (খ) মারাঠি

৪। শঙ্কর রাও খারাট কোন্ ভাষার সাহিত্যিক ছিলেন?
(ক) মারাঠি
(খ) কন্নড়
(গ) তেলুগু
(ঘ) তামিল
উত্তরঃ (ক) মারাঠি

৫। ‘পোটরাজ’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(ক) ‘তাদিপার’
(খ) ‘গাভ-চি-শিব’
(গ) ‘বড় বালুতেদার’
(ঘ) ‘তিতভিচা ফেরা’
উত্তরঃ (গ) ‘বড় বালুতেদার’

৬। অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন্ গ্রন্থসংকলনে ‘পোটরাজ’-গল্পের বঙ্গানুবাদটি প্রকাশিত হয়?
(ক) ‘ভ্রমি বিস্ময়ে’
(খ) ‘সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে’
(গ) ‘অন্তহীন আলোর অপেরা’
(ঘ) ‘বাঙাল দেখল জোনাকি’
উত্তরঃ (খ) ‘সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে’

৭। গল্পে কোন্ সম্প্রদায়ের মানুষদের কথা আছে?
(ক) পোটরাজদের
(খ) লামাদের
(গ) রাজবংশীদের
(ঘ) বহুরূপীদের
উত্তরঃ (ক) পোটরাজদের

৮. গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হল-
(ক) দুরপত
(খ) আনন্দ
(গ) দামা
(ঘ) বঞ্চলা
উত্তরঃ (গ) দামা

৯। “দামার বউয়ের চোখ জল ভরা।”-দামার বউ-এর নাম কী?
(ক) বঞ্চলা
(খ) দুরপত
(গ) খুশবু
(ঘ) আনন্দী
উত্তরঃ (খ) দুরপত

১০। পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ?
(ক) হালকা
(খ) ফুরফুরে
(গ) ভারী
(ঘ) রহস্যজনক
উত্তরঃ (গ) ভারী

১১। “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” বক্তা হলেন-
(ক) পোটরাজ
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) গ্রামের মোড়ল
উত্তরঃ (খ) দুরপত

১২। “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” – কার, খালি প্রাণটুকু রয়েছে?
(ক) দুরপতের
(খ) গাঁওবুড়োর
(গ) আনন্দর
(ঘ) দামা পোটরাজের
উত্তরঃ (ঘ) দামা পোটরাজের

১৩। দামা পোটরাজের বাড়ির সামনের নিম গাছে চেঁচিয়ে ওঠে একটা-
(ক) কোকিল
(খ) শকুন
(গ) শালিক
(ঘ) কাক
উত্তরঃ (ঘ) কাক

১৪। পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন্ গাছে বসে চেঁচিয়েছিল?
(ক) তেঁতুল গাছ
(খ) আম গাছ
(গ) নিম গাছ
(ঘ) বাবলা গাছ
উত্তরঃ (গ) নিম গাছ

১৫। “সবসময় বেজন্মাটা আমাদের শাপমণ্যি করছে।”-  কাকে ‘বেজন্মা’ বলা হয়েছে?
(ক) বিড়াল
(খ) শকুন
(গ) কুকুর
(ঘ) কাক
উত্তরঃ (ঘ) কাক

১৬। “পোটরাজকে ডাকে রে।”-কে ডাকে?
(ক) শকুন
(খ) চিল
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (গ) কাক

১৭। কে, কাকের দিকে ঢিল ছোঁড়ে?
(ক) দুরপত
(খ) গ্রামের ছেলেরা
(গ) পাড়ার বউঝিরা
(ঘ) দুরপতের ছেলে
উত্তরঃ (ঘ) দুরপতের ছেলে

১৮। ‘পোটরাজ’ গল্পটা কোন্ সময়ের?
(ক) শ্রাবণ মাসের
(খ) জ্যৈষ্ঠ মাসের
(গ) পৌষ মাসের
(ঘ) আষাঢ় মাসের
উত্তরঃ (ঘ) আষাঢ় মাসের

১৯। “শুনে দূরপতের প্রাণ শুকোয়।” – কী শুনে?
(ক) কাকের চিৎকার
(খ) কুকুরের চিৎকার
(গ) মোড়লের পদশব্দ
(ঘ) পাড়ার বউঝিদের বিলাপ
উত্তরঃ (খ) কুকুরের চিৎকার

২০। “ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।”- বক্তা হলেন-
(ক) বঞ্চলাবাঈ
(খ) দুরপত
(গ) দামা পোটরাজ
(ঘ) দুরপতের পাশে বসা বউটি
উত্তরঃ (ঘ) দুরপতের পাশে বসা বউটি

২১। “ভবিষ্যতের কথা বলছে গো।”- কে ভবিষ্যতের কথা বলছে?
(ক) দামা পোটরাজ
(খ) দুরপত
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (ঘ) কুকুর

২২। বঞ্চলাবাঈ, দুরপতকে কোন্ নামে সম্বোধন করে?
(ক) বউ
(খ) পোটরাজ বউ
(গ) আনন্দর মা
(ঘ) দুরপা
উত্তরঃ (ঘ) দুরপা

২৩। “দুরপা, মারী-আই -এর যাত্রায় গিয়েছিলি তো?” – একথা জিজ্ঞেস করেছিল
ক) দুরপতের পাশে বসা বৌটি
খ) বঞ্চলা
গ) মোড়লের স্ত্রী
ঘ) মোড়ল

২৪। “সব দেবতার মধ্যে ওঁরে তুচ্ছি করি সাধ্যি কী।”- কাকে তুচ্ছ করার সাধ্য দুরপতের নেই?
(ক) দামা পোটরাজকে
(খ) গ্রামের মোড়লকে
(গ) গাঁওবুড়োদের
(ঘ) গ্রামের দেবী মারী-আইকে
উত্তরঃ (ঘ) গ্রামের দেবী মারীয়াইকে

২৫. “ওঁরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে।”- কার কথা বলা হয়েছে?
(ক) দামা পোটরাজকে
(খ) গ্রামের মোড়লকে
(গ) দেবী চণ্ডীকে
(ঘ) গ্রামের দেবী মারী-আইকে

২৬.”ওর বাপ-মা মায়ের কাছে মানত করেছিল ওকে।”- এখানে কার কথা বলা হয়েছে?
(ক) পোটরাজ
(খ) বঞ্চলা
(গ) আনন্দ
(ঘ) দুরপত

২৭। দুরপত কোন্ দিন দেবীর জন্য উপোস করেছে?
(ক) শনিবারে
(খ) মঙ্গলবারে
(গ) বৃহস্পতি-শুক্রবারে
(ঘ) মঙ্গল-শুক্রবারে
উত্তরঃ (ঘ) মঙ্গল-শুক্রবারে

২৮। দেবী মারী-আইকে, দূরপত স্নান করায়-
(ক) জল দিয়ে
(খ) দুধ-দই দিয়ে
(গ) গঙ্গাজল দিয়ে
(ঘ) রক্তের ছিটা দিয়ে
উত্তরঃ (খ) দুধ-দই দিয়ে

২৯। মারী-আইকে কোন্ রঙের শাড়ি পরানো হয়?
(ক) লাল
(খ) হলুদ
(গ) সবুজ
(ঘ) সাদা
উত্তরঃ (গ) সবুজ

৩০। দেবীর কপালে দেওয়া হয়-
(ক) রক্তচন্দন
(খ) সিঁদুর
(গ) সিঁদুর, কুমকুম
(ঘ) হলুদ, কুমকুম
উত্তরঃ (ঘ) হলুদ, কুমকুম

৩১। দেবী মারী- আইকে দুরপত কোন্ জিনিসটি দেয়নি?
(ক) ভোগ
(খ) নারকেল
(গ) কুঁকড়ো
(ঘ) কুমড়ো
উত্তরঃ (ঘ) কুমড়ো

৩২। প্রতি আষাঢ়ে অমাবস্যায় দুরপত, মারীয়-আইয়ের সম্মুখে কী করে?
(ক) ছাগল বা কুঁকড়ো বলি দেয়
(খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়
(গ) উপোস করে
(ঘ) দেবীকে স্নান করায়
উত্তরঃ (খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়

৩৩। দুরপত, ছাগল বলি দিতে না পারলে দেবী মারী-আইয়ের কাছে কীসের বলি দেয়?
(ক) মোষ
(খ) কুঁকড়ো
(গ) লাউ
(ঘ) হাঁস
উত্তরঃ (খ) কুঁকড়ো

৩৪। “শুনে তার হাত-পা স্থির।”- কী শুনে?
(ক) নিম গাছে বসা কাকের ডাক
(খ) দেবীর ক্রোধের কথা
(গ) ভবিষ্যদ্বাণী
(ঘ) মৃতের পরিজনের কান্না।
উত্তরঃ (ক) নিম গাছে বসা কাকের ডাক

৩৫। “পোটরাজ রোদে বেরোয় না”-  কতদিন হল?
ক) দুইদিন
খ) তিনদিন
গ) চারদিন
ঘ) পাঁচদিন
উত্তরঃ খ) তিনদিন

৩৬। দুরপতের বড় ছেলের নাম
ক) আনন্দ
খ) জীবন
গ) সমীর
ঘ) অসীম
উত্তর : ক) আনন্দ

৩৭। “বাকিটা জীবন দেবীকে পিঠে করে ব’য়ে বেড়াতে হবে ভাবতেই আনন্দের”-
ক) রাগ হয়
খ) দুঃখ হয়
গ) আনন্দ হয়
ঘ) ভয় হয়
উত্তর : ক) রাগ হয়

৩৮। “ও রাজি না হলে গোটা গাঁ-টাই মায়ের কোপে পড়বে।”- কে রাজি না হলে ?
ক) দামা
খ) দুরপত
গ) আনন্দ
ঘ) সবগুলি
উত্তর : গ) আনন্দ

৩৯। “ও রাজি না হলে গোটা গাঁ-টাই মায়ের কোপে পড়বে।”- কে একথা বলেছিল ?
ক) দামা
খ) একরোখা গোছের একটা লোক
গ) মোড়ল
ঘ) মোড়লের সঙ্গে আসা একটা লোক
উত্তর : ঘ) মোড়লের সঙ্গে আসা একটা লোক

৪০। “দুজনের কথাই ভাবতে হবে।”- বক্তা কে?
ক) দামা
খ) দুরপত
গ) আনন্দ
ঘ) মোড়ল
উত্তর : খ) দুরপত

৪১। “তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে।”- কার কথা বলা হয়েছে?
ক) দামা
খ) দুরপত
গ) আনন্দ
ঘ) মোড়ল
উত্তর : গ) আনন্দ

৪২। “বিশ্বসংসার ওনারই হাতে।”- এ কথা বলেছেন
ক) দামা
খ) দুরপত
গ) আনন্দ
ঘ) মোড়ল
উত্তর : ক) দামা

৪৩। শূন্যস্থান পূরণ করো :
“___________ বলছে দামা বড়ো পুণ্যবান।”
ক) লোকে
খ) গ্রামবাসী
গ) সবাই
ঘ) মোড়ল
উত্তর : ক) লোকে

৪৪। “দামার হাতে পায়ে বল ফিরে আসে” – কীভাবে ?
ক) আনন্দে
খ) পায়েস খেয়ে
গ) পুজোর উল্লাসে
ঘ) দেবীর লীলায়
উত্তর: গ) পুজোর উল্লাসে

৪৫। মিছিল থেকে একজন দামাকে কী পরিয়ে দেয়?
ক) সাদা উত্তরীয়
খ) রুপোর মালা
গ) হলুদ ফুলের মালা
ঘ) লাল ফুলের মালা
উত্তর: গ) হলুদ ফুলের মালা

৪৬। “নারী-পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি”-  মিছিল থেকে কাদের নামে জয়ধ্বনি ওঠে ?
ক) মারী-আই ও দামা
খ) আনন্দ ও দুরপত
গ) মোড়ল ও দেবতা
ঘ) মারী-আই ও আনন্দ
উত্তর: ক) মারী-আই ও দামা

৪৭। দূরপতের মুখ থেকে কী ঠিকরে পড়ে?
ক) রাগ
খ) আনন্দ
গ) আলো
ঘ) ঘাম
উত্তর:  গ) আলো

৪৮। সত্য মিথ্যা নির্ণয় করো :

(i) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।

(ii) দুরপত গজগজ করে আপনমনে।

(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।

(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।

বিকল্পসমূহ :

(ক) (i)-সত্য, (ii)-সত্য, (ii)-সত্য, (iv)-মিথ্যা

(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা,(iv)-মিথ্যা

(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(ঘ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য।

উত্তর : (খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা,(iv)-মিথ্যা

৪৯। (i) ‘পোটরাজ’ গল্পটি মারাঠি ভাষায় লেখা।

ii)‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চ্যাটার্জি।

(iii) শঙ্কর রাও খারাটের লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে।

(iv) শঙ্কর রাও খারাটের একটি বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস ‘তারাল অন্তরাল’।

বিকল্পসমূহ :

(ক) (i)-সত্য, (ii)-সত্য, (ii)-সত্য, (iv)-সত্য

(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা

(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(ঘ) (i)-সত্য (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য।

উত্তর  : (ঘ) (i)-সত্য (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য।

৫০। শূন্যস্থান পূরণ করো :

“দামা _______ বৌ এর দিকে তাকিয়ে থাকে।” 

ক) একদৃষ্টিতে

খ) শূন্যদৃষ্টিতে

গ) একমনে

ঘ) আগ্রহভরে

উত্তর : খ) শূন্যদৃষ্টিতে

Scroll to Top