লালন শাহ ফকিরের গান – লালন শাহ |Lalan Shah Fakirer Gan – Lalan Shah

প্রশ্নঃ ‘লালন শাহ ফকিরের গান’ কবিতায় কীভাবে মানবতার বাণী প্রচারিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। ৫

 

উত্তরঃ বাউল গানের শ্রেষ্ঠ কবি লালন ফকির ছিলেন একজন উদার মানবতাবাদী। তিনি উদার মানবতার বাণী প্রচার করতেন। আলোচ্য ‘লালন শাহ ফকিরের গান’ কবিতাতেও মানবপ্রেমের সুর ধ্বনিত হয়েছে।

 

আলোচ্য কবিতার শুরুতেই কবি মানব সাধনার কথা বলেছেন। কবির কথায় –

 ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। মানুষকে সাধনা করলে তবেই ‘সোনার মানুষ’ হওয়া সম্ভব। মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। আর এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মানুষকে দেবত্বে উপনীত করেছেন। বাউলদের সাধনা গুরুবাদী ও দেহকেন্দ্রিক সাধনা। কবিতার তৃতীয় স্তবকে কবি পুনরায় মানবপ্রীতির কথা বলেছেন। বাউল সাধক যদি দেহকে অবহেলা করেন, তথা মানুষকে অবজ্ঞা করেন তবে তিনি বিচলিত মানসিক পরিস্থিতিতে পড়বেন। যেখান থেকে ভগবান বা পরমকে পাওয়া সম্ভব হবে না। কবির ভাষায় –

          “মানুষ ছাড়া মন আমার                     পড়বি রে তুই শূন্যকার”।

 

প্রশ্ন : লালন শাহ্ কে ছিলেন? পাঠ্য লালন-গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। [সংসদ নমুনা প্রশ্নপত্র] ২+৩=৫

উত্তরের জন্য নীচে ক্লিক করুন 👇

             উত্তর               

 

 

Scroll to Top