বাংলা সহায়ক

বিভাব - শম্ভু মিত্র|Bibhab natok

সঠিক বিকল্পটি নির্বাচন করো : 
১. “তার আপিস নেই, কলেজ নেই, কিছু নেই।” -- কার সম্বন্ধে বলা হয়েছে?
(ক) নায়ক (শম্ভু)    (খ) অমর 
(গ) পুলিশ             (ঘ) বউদি
উত্তর :  (ক) নায়ক (শম্ভু)

২.  “সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেডপণ্ডিত স্কুলে। আমাকে প্রমোশন দেননি।” বক্তা কে?
(ক) শম্ভু (খ) অমর (গ) বউদি (ঘ) সার্জেন্ট
উত্তর : (খ) অমর

৩. ‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো—
(ক) মালতী লতা দোলে
(খ) ভালোবেসে সখী নিভৃতে যতনে 
(গ) আমি রূপে তোমায় ভোলাব না 
(ঘ) আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
উত্তর :  (ক) মালতী লতা দোলে

৪. তুলসী লাহিড়ীর—নাটক থেকে বলি—(ফিল্মি ঢঙে) 'আমি তো চললাম...' --তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি?
(ক) ছেড়া তার   (খ) পথিক 
(গ) নবান্ন      (ঘ) এদের কোনোটিই নয়
উত্তর :  (খ) পথিক

৫. “হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
(ক) চাল চাই, কাপড় চাই 
(খ) ফ্যান চাই, ভাত চাই 
(গ) অন্ন চাই, গৃহ চাই 
(ঘ) এর কোনোটিই নয়
উত্তর : (ক) চাল চাই, কাপড় চাই

৬. “পরদা খুললে দেখা যায়...”
(ক) মঞ্চ ফাঁকা আছে (খ) মঞ্চ অন্ধকার (গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা (ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে
উত্তর :  (গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

৭. লাভ সিন করতে হলে প্রথমেই কী দরকার ?
(ক) একজন নায়ক এবং নায়িকা 
(খ) চাদ, আকাশ আর দক্ষিণের বাতাস (গ) গঙ্গার তীর বা গড়ের মাঠ 
(ঘ) সুদৃশ্য বাগান ও ফুলের সমারোহ
উত্তর : (ক) একজন নায়ক এবং নায়িকা

৮. পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস --
(ক) প্রেম          (খ) গসিপ 
(গ) লারেলাপ্পা  (ঘ) পরচর্চা
উত্তর : (ক) প্রেম

৯. ‘বিভাব’ নাটকটির অনুপ্রেরণা হলো—
(ক) জাপানি কাবুকি নাটক 
(খ) রবীন্দ্রনাথের নাটক 
(গ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক 
(ঘ) দীনবন্ধু মিত্রের নাটক
উত্তর : (ক) জাপানি কাবুকি নাটক

১০. “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” এখানে কোন সাহেবের কথা বলা হয়েছে?
(ক) আইজেনস্টাইন (খ)আলেকজান্ডার 
(গ) লুই ফিলিপ (ঘ) চন্দ্রগুপ্ত
উত্তর :  (ক) আইজেনস্টাইন

১১. “হ্যা বল্লভভাই বলে গেছেন”– বল্লভভাই কী বলেছেন?
(ক) বাঙালিরা শক্তিশালী 
(খ) বাঙালিরা কাঁদুনে জাত 
(গ) বাঙালিরা ভীতু 
(ঘ) বাঙালিরা চোর
উত্তর :  (খ) বাঙালিরা কাঁদুনে জাত

১২. “মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম”- কথাগুলি বলেছে?
(ক) শম্ভু (খ) অমর (গ) বউদি (ঘ) পুলিশ
উত্তর : (ক) শম্ভু

১৩. “তুমি তো সহজে মরবে না- ওগো তুমি পালাও তুমি। বীর-- তুমি পালাও।” এখানে ‘তুমি’ হলো
(ক) নায়ক (শম্ভু)       (খ) পুলিশ 
(গ) অমর                  (ঘ) পালোয়ান
উত্তর : (ক) নায়ক (শম্ভু)

একইরকমভাবে -- 
১) বিভাব নাটকে প্রধান চরিত্র সংখ্যা --- ৩টি। শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি ও তৃপ্তি মিত্র। 

 ২) নাটকটি শুরু যার একটি লম্বা কথোপকথন দিয়ে -- শম্ভু মিত্রের। 

 ৩। পুরোনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন 'বিভাব' নাটক-- এক ভদ্রলোক। 

 ৪। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ---অভাব নাটক। 

 ৫। "রাজা রথারোহণম নাটয়তি" -কোথায় লেখা ছিল ? এর অর্থ কী ? 
উ: পুরোনো বাংলা নাটকে। অর্থ - রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন।

 ৬। বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা --১৯৫০ সালে। প্রথম প্রযোজিত নাটক-- উলুখাগড়া। 

 ৭। বহুরূপী তখন লাটে উঠবে -- বহুরূপী একটি --নাট্যগোষ্ঠী। 

 ৮। একবার কাবুকি থিয়েটার বলে মস্কোতে গিয়েছিল --জাপানি থিয়েটার।

 ৯। তার নাকি দারুণ বক্স অফিস --- হাসির নাটকের। 

 ১০। শম্ভু মিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন, তা হল --- মারাঠি। 

 ১১। ঠিক আছে ফেলে দিন না আবার দেব-- কী? -- সিগারেট। 

 ১২। এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না- বক্তা -- শম্ভু মিত্র। 

 ১৩। বিভাব' নাটকে লভ সিনে নায়িকা ফিরছিল -- কলেজ থেকে। 

 ১৪। নেপথ্যে যে বাদ্যযন্ত্র বেজে উঠেছিল -- হারমায়োনিয়াম। 

 ১৫। একটি মেয়ের কণ্ঠে শোনা যায়--মালতী লতা দোলে গানটি। 

 ১৬। শম্ভু মিত্রের মতে, কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায় --- ৩২. 
অমরের ছিল --৩৩ 

১৭। "আর তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে ?"-- রাস্তাটার নাম-- মনি সমাদ্দার লেন। 

 ১৮। শেষে হাসতে গিয়ে কাঁদতে হবে --বক্তা-- অমর গাঙ্গুলি। 

১৯। "The night is called me" --- সংলাপটি লিখেছেন- বার্নার্ড শ। 

 ২০। "এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে"--বক্তা -- শম্ভু মিত্র। 
 
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান -১]

১.  "আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক" --- এরূপ মনে হবার কারন কী? 
উত্তর : দুরন্ত অভাব থেকেই বিভাব নাটকের জন্ম বলে নাটকটির নাম অভাব হওয়াই বাঞ্ছনীয় বলে বক্তা শম্ভু মিত্র মনে করেন । 

২.  "এই পড়ে বুকে ভরসা এল" ---- কী পড়ে বুকে ভরসা এল? 
উত্তর : রুশ দেশীয় এক বিখ্যাত চিত্রপরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে বক্তার বুকে ভরসা এল কারণ সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। 

৩.  "Box-office বলেও তো একটা কথা আছে"-- বক্তা কখন একথা বলেছিলেন ?
 উত্তর : মালতীলতা দোলে গানটি যখন ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল তখন শম্ভু মিত্র আপত্তি তোলেন । এই সময় নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি উক্তিটি করেন। 

৪. "বিশ্বভারতী কি এর পারমিশন দেবে "--কিসের পারমিশন ?
উত্তর : রবীন্দ্রনাথের মালতী লতা দোলে গানটির ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন । 

৫. "এখনই কে সত্যি বলে মনে করবে"--কী সত্যি বলে মনে করবে? 
উত্তর : বৌদি দ্বিতীয় লাভ সিনে অমর মিত্রকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার বললে অমর গাঙ্গুলী এ কথা বলেছিল । 

৬.  "আমি বরং তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি"-- বক্তা পথিক নাটক থেকে কী বলেছিল ?
উত্তর : "আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে"। 

৭.  "হেডপন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেন নি"--- কাকে কেন? 
উত্তর : অমর গাঙ্গুলীকে সংস্কৃতে ১৩ পেয়েছিল বলে । 

৮.  "তাহলে আপনার হাসি জীবনে কোনদিন পাবে না"-- কে কাকে বলেছে ?
উত্তর : বৌদি অমর গাঙ্গুলী কে কথা বলেছে। 

৯. "এই নিয়ে নাটক লেখ"-- কী নিয়ে নাটক লিখতে বলা হয়েছে ?
উত্তর : বিভাব নাটকে চাল চাই কাপড় চাই দাবিতে মিছিল আসছিল তাই নিয়ে নাটক লিখতে বলা হয়েছে । 

১০.  "তুমি যে "Underground political leader”—কে, কাকে একথা বলেছে?
উত্তর :  ‘বিভাব’ নাটক থেকে সংগৃহীত নাট্যাংশটিতে বউদি উক্ত কথাগুলি শম্ভু মিত্রকে বলেছে।

১১. "ইংরেজ কোম্পানি কি না -- ঠিক লাইন ধরে চলেছে"-- কী দেখে এই মন্তব্য করা হয়েছে ?
উত্তর : বিভাব নাটকে কলকাতার পথে ট্রাম চলার কাল্পনিক দৃশ্য দেখে শম্ভু মিত্র এই মন্তব্য করেছেন। 

১২. স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে।” কোথায় স্ত্রীর দুঃখই প্রধান?
উত্তর :  ‘বিভাব’ নাটকে কাবুকি থিয়েটারে যে আর্টিস্টিক এবং কাল্পনিক মৃত্যুর কথা বলা হয়েছে, সেই কাল্পনিক মৃত্যুতে স্ত্রীর দুঃখটাই প্রধান।

১৩. “ওঃ দাতাকর্ণ যে।” কে, কাকে দাতাকর্ণ বলেছেন?
উত্তর : বিভাব’ নাটকে শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে দাতাকর্ণ বলেছেন।

১৪. “কেয়া আপ দেখতে নেহি—চোখ খুলে চলতে জানেন না?” কে, কাকে, কেন একথা বলেছে?
উত্তর :  ‘বিভাব’ নাটকে লাভ সিনে অভিনয় করার সময় নায়ক শম্ভু মিত্র নায়িকা বউদিকে মাঝ রাস্তায় ধাক্কা দিলে বউদি শম্ভু মিত্রকে এ কথা বলেছে।

১৫. "এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে"-- কী দেখে বক্তা এরূপ মন্তব্য করেছেন ?
উত্তর : পুলিশের গুলিতে নিহত মানুষ দেখে এবং আহত মানুষের আর্তনাদ শুনে হাসি পাবে বলে শম্ভু মিত্র ব্যঙ্গ করে এ কথা বলেছেন । 

১৬. ওড়িয়া নাটকের দূত ঘোড়ার চড়ার অভিনয় কীভাবে করে? 
উত্তর : দূত দুই পায়ের ফাঁকে একটা লাঠি দিয়ে ঘোড়ায় চড়ার মত হেট হেট করতে করতে বেরিয়ে যায়। 

১৭.  "খালি সে ধাক্কা মেরে বেড়ায়"--কে খালি ধাক্কা মেরে বেড়ায় ?
উত্তর : এখানে লভ সিনের নায়ক এর ধাক্কা মারার কথা বলা হয়েছে। 

১৮. বিভাব নাটকের নামকরণ কীভাবে হয়েছিল? 
উত্তর : কোন এক ভদ্রলোক পুরনো নাট্যশাস্ত্র তল্লাশ করে বিভাব নাটকের নামকরণ করেছিলেন। 

১৯. “এইরে পুলিশ আসছে। লাগল ঝঞ্ঝাট।” --পুলিশ আসছিল কেন ?
উত্তর : ‘চাল চাই, কাপড় চাই ইত্যাদি’ স্লোগান দিতে দিতে মেয়ে-পুরুষের শোভাযাত্রা এলে তা বন্ধ করার জন্য পুলিশ আসে।

২০. "তবে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি "-- কে, কাকে নির্দেশ দিয়েছিল? 
উত্তর : উড়ে দেশের যাত্রায় রাজা তার দূতকে নির্দেশ দিয়েছিলেন। 

রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]

১. " এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।"- কার লেখা পড়েছিলেন? তাঁর লেখা পড়ে কী জানতে পেরেছিলেন লেখো।   

   
২. "আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক"-  অভাবের চিত্র 'বিভাব' নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো ।
৩.  ‘হঠাৎ যেন আমার চোখ খুলে গেল’ – এই উপলব্ধি কার ? কীভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ?

৪.  ‘কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ - বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ?
৫. "এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।"- সংলাপটি কার? কোন প্রসঙ্গে কেন কথাটি বলা হয়েছ ?  

৬. “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।” জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তাঁর কীরুপ অভিজ্ঞতা হয়েছিল?

৭. “না না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লভ সিন।” বক্তা যে অন্য ধরনের লভ সিন’-এর কথা বলেছেন তা বিবৃত করো।

৮.

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ