বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

প্রবাদ ও প্রবচন |লৌকিক সাহিত্য |Probad O Probachan

প্রশ্ন: প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো ? অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও। ৩+২ =৫

উত্তর :- লোকসাহিত্যের অন্যতম উপাদান হল প্রবাদ ও প্রবচন। একটিমাত্র বাক্য বা বাক্যাংশে যখন একটি জাতির জীবন- অভিজ্ঞতা এবং ভুয়োদর্শনের নির্যাস নিহিত থাকে তখন তাকে প্রবাদ বলা হয়। আর প্রবচন হলো বহুকাল ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি। বর্তমানে প্রবাদ ও প্রবচন প্রায় সমর্থক ও পরিপূরক শব্দ হিসেবেই ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, প্রবাদের মধ্যে একটা গল্পের আভাস থাকে কিন্তু প্রবচন হল ছাঁটা-কাটা কথা।

প্রবাদের বৈশিষ্ট্য :

১) প্রবাদের ব্যবহার সর্বজনীন। পৃথিবীর প্রতিটি ভাষাতেই প্রবাদের অস্তিত্ব লক্ষ্য করা যায়।

২) শব্দের স্বল্পতা এবং অর্থের আধিক্য প্রবাদের একটি সাধারণ লক্ষণ। 

৩) প্রবাদের বাচনভঙ্গি সরস ও সহজ-সরল হওয়ার কারণে তা সহজেই শ্রোতার মনে সাড়া জাগায়।

৪) প্রবাদে বুদ্ধির ও চিন্তার ছাপ থাকে প্রবল।

৫) প্রবাদের শক্তিই হলো অভিজ্ঞতা। দীর্ঘ লোকজীবনের অভিজ্ঞতার ফসল।

৬) প্রবাদ অনেকক্ষেত্রেই রূপকাশ্রয়ী।

বাংলা প্রবাদের উদাহরণ :

ক) সোজা আঙুলে ঘি ওঠে না।

খ) দুধের সাধ ঘোলে মিটানো।

গ) লাগে টাকা দেবে গৌরী সেন।

ঘ) শূন্য কলসির আওয়াজ বেশি।

Scroll to Top